সৌদি আরবের অনলাইন নগরী থেকে মক্কা নগরীর হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান মুসলমানদের কাছে এই নগরী অনেক গুরুত্বপূর্ণ । এখানে প্রতি বছর রমজানে লক্ষ লক্ষ মুসল্লির ওমরা পালন করতে যায় এবং বাংলাদেশী প্রবাসী এই নগরীতে কাজের জন্য বর্তমানে অবস্থান করছেন। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশিরা সৌদি আরবের রমজানের সময়সূচী সেহরির শেষ সময় চায়।
সৌদি আরবে রাজধানী সহ বিভিন্ন শহরে ঈদুল ফিতর নামাজ এর সময়সূচী ২০২৩ দেখতে ক্লিক করুণ
সৌদি আরবে মক্কায় সেহরী এবং ইফতারের সময়সূচি দেখুন
Today Sehri & Iftar Time In Makkah – 21ই এপ্রিল ২০২৩
DATE | SEHRI | IFTAR |
---|---|---|
১৯ এপ্রিল | ৪:৩৯ | ৬:৪২ |
২০ এপ্রিল | ৪:৩৮ | ৬:৪৩ |
২১ এপ্রিল | ৪:৩৭ | ৬:৪৩ |
তারই ধারাবাহিকতায় এখানে সম্পূর্ণ বাংলাতে সৌদি আরবের মক্কা নগরী সেহরী এবং ইফতারের সময়সূচি দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা সহজেই দেখে নিতে পারবেন এই সময়সূচি ২০২৩।
আরো দেখুনঃ [ঈদুল ফিতর ২০২৩ নামাজের সঠিক নিয়ম, খুতবা ও মোনাজাত বাংলা অর্থ সহ। Eid Salah Dua, Munajat
সৌদি আরবে মক্কায় সেহরী এবং ইফতারের সময়সূচি
মক্কায় অবস্থিত বাংলাদেশী নাগরিকদের সুবিদার্থে দেওয়া সৌদি আরবে সেহরী এবং ইফতারের সময়সূচি ২০২৩ এখান থেকে দেখে নিন।
মক্কা অবস্থিত বাংলাদেশী নাগরিকদের জন্য সৌদি আরবে সেহরী এবং ইফতারের সময়সূচি ২০২৩
রমজান | তারিখ | সেহরী (AM) শেষ সময় | ইফতার (PM) শুরু সময় |
১ | ২৩ মার্চ | ৫:০৫ | ৬:৩৪ |
২ | ২৪ মার্চ | ৫:০৪ | ৬:৩৪ |
৩ | ২৫ মার্চ | ৫:০৩ | ৬:৩৪ |
৪ | ২৬ মার্চ | ৫:০২ | ৬:৩৫ |
৫ | ২৭ মার্চ | ৫:০১ | ৬:৩৫ |
৬ | ২৮ মার্চ | ৫:০০ | ৬:৩৫ |
৭ | ২৯ মার্চ | ৪:৫৯ | ৬:৩৫ |
৮ | ৩০মার্চ | ৪:৫৮ | ৬:৩৬ |
৯ | ৩১ মার্চ | ৪:৫৭ | ৬:৩৬ |
১০ | ০১ এপ্রিল | ৪:৫৬ | ৬:৩৬ |
১১ | ২ এপ্রিল | ৪:৫৫ | ৬:৩৭ |
১২ | ৩ এপ্রিল | ৪:৫৪ | ৬:৩৭ |
১৩ | ৪ এপ্রিল | ৪:৫৩ | ৬:৩৭ |
১৪ | ৫ এপ্রিল | ৪:৫২ | ৬:৩৮ |
১৫ | ৬ এপ্রিল | ৪:৫১ | ৬:৩৮ |
১৬ | ৭ এপ্রিল | ৪:৫০ | ৬:৩৮ |
১৭ | ৮ এপ্রিল | ৪:৪৯ | ৬:৩৯ |
১৮ | ৯ এপ্রিল | ৪:৪৮ | ৬:৩৯ |
১৯ | ১০ এপ্রিল | ৪:৪৭ | ৬:৩৯ |
২০ | ১১ এপ্রিল | ৪:৪৬ | ৬:৪০ |
২১ | ১২ এপ্রিল | ৪:৪৫ | ৬:৪০ |
২২ | ১৩এপ্রিল | ৪:৪৪ | ৬:৪০ |
২৩ | ১৪ এপ্রিল | ৪:৪৩ | ৬:৪১ |
২৪ | ১৫ এপ্রিল | ৪:৪২ | ৬:৪১ |
২৫ | ১৬ এপ্রিল | ৪:৪২ | ৬:৪১ |
২৬ | ১৭ এপ্রিল | ৪:৪১ | ৬:৪২ |
২৭ | ১৮ এপ্রিল | ৪:৪০ | ৬:৪২ |
২৮ | ১৯ এপ্রিল | ৪:৩৯ | ৬:৪২ |
২৯ | ২০ এপ্রিল | ৪:৩৮ | ৬:৪৩ |
৩০ | ২১ এপ্রিল | ৪:৩৭ | ৬:৪৩ |
সেহরি খাওয়ার আগে ও পরে দোয়া
সেহেরি এবং ইফতার সময়ে নিম্নলিখিত দুটি দু’আ পড়া উচিত
সেহেরি খাওয়ার সময় দু’আ হল:
সেহরি খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
সেহেরি খাওয়ার পড়ে দু’আ হল:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতার আগে ও পরে যে দুআ পডবেন
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
অর্থ: হে আল্লাহ! তোমার জন্য আমি রোজা রাখি এবং তোমার রিয়াজে আমি ইফতার করি।
ইফতার খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)
আরো দেখুনঃ সৌদি আরব (মদিনা) আজকের সেহরী এবং ইফতারের সময়সূচি ২০২৩
তারাবি নামাজের নিয়ম
তারাবির নামাজের নিয়ত:
نويت ان اصلى لله تعالى ركعتى صلوة التراويح سنة رسول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر
উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।
তারাবি মোনাজাত একটি ইসলামী দুয়ার প্রকার যা রমজান মাসের নাফল ইবাদতের একটি অংশ হিসাবে প্রচলিত। এই দুয়াটি অনেক পরিচিত এবং প্রচলিত হয়:
তারাবিহ নামাজের দোয়া:
তারাবি নামাজের ৪ রাকাত এর মাজে এই দুয়া পডি আমরা । আসুন দুয়াটি জেনে নেই।
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
উচ্চারণ : ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’
এই দুয়া পডে আবার তারাবি নামাজ শুরু করা উত্তম। এভাবেই ৪ রাকাত করে ২০ রাকাত বা যে পরিমাণ নামাজ পডেন তার পর এই দুয়া পডে তারিবির মোনাজাত সম্পূর্ণ করতে হবে। আল্লাহ আমাদের রমজান মাসে বেশি বেশি ইবাদাত আমল করার তইফিক দান করুণ।
তারাবিহ শেষে মুনাজাত:
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’