বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ মুসলমানদের পবিত্র মাস হিসেবে রমজান মাসকে ধরা হয়ে থাকে রামাদান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আজ থেকে সেহেরী রমজান শুরু হবে। বাংলাদেশ ২৩ মার্চ ২০২৩ তারিখে চাঁদ দেখা গিয়েছে। সেই হিসেবে ২৪ তারিখ থেকে রমজান শুরু । বাংলাদেশের আকাশে যেহেতু আজ রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে তাই এখন সবাই ব্যস্ত সেহরির সময়সূচি নিয়ে। আপনি যদি ৬৪ টি জেলার মধ্যে যেজেলা অবস্থান করছেন তার সময়সূচী জানতে চান তাহলে এই নিবন্ধটির আপনারা এখান থেকে পডুন এবং জানতে পারবেন সময়সূচী ।
আজকে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ দেখুনঃ ২০ এপ্রিল ২০২৩
রমজান | তারিখ | সেহরী (AM) শেষ সময় | ইফতার (PM) শুরু সময় |
২৮ | ২০ এপ্রিল ২০২৩ | ০৪ঃ০৯ | ০৬ঃ২৬ |
২৯ | ২১ এপ্রিল ২০২৩ | ০৪ঃ০৮ | ০৬ঃ২৬ |
ঢাকার সাথে একই সময়ে হবে ইফতারঃ গাজীপুর, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর,ঝালকাটি ,ময়মনসিংহ।
এখানে আমরা ঢাকা জেলা ইফতারের সময়সূচি নিয়ে আলোচনা করছি আপনি চাইলে ঢাকা জেলা ইফতারের ও সেহরীর সময়সূচী এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন । এছাড়াও ইফতার করার দোয়া এবং সেহরি খাওয়ার পরে রোজার নিয়ত এখান থেকে বাংলা অর্থসহ জানতে পারবেন । আসুন আমরা ঢাকা জেলার ইফতার ও সেহরীর সময়সূচী এখান থেকে জেনে রাখি এবং অন্যদেরকেও জানাই তার জন্য এই পোস্টটি শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন।
আপনার জেলা আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩ জানতে ভিজিট করুণ এখানে
রমজান মাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া সমূহ। রমজান ২০২৩
ঢাকার সেহরি ও ইফতারের শুরু ও শেষ সময়সূচী ২০২৩
ঢাকার সেহরি ও ইফতারের সময় নিম্নলিখিত টেবিল অনুযায়ী পরিচালিত হয়:

রমজানে খতম তারাবি ২০২৩ পড়ার নতুন নিয়ম জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন
ঢাকার সেহরি ও ইফতারের শুরু ও শেষ সময়সূচী ২০২৩
ঢাকার সাথে একই হবে সেহরীঃ নারায়নগঞ্জ,ভোলা,জামালপুর, শেরপুর,কুড়িগ্রাম।
ঢাকার সাথে একই হবে ইফতারঃ গাজীপুর, বরগুনা, পিরোজপুর, মাদারীপুর,ঝালকাটি ,ময়মনসিংহ।
রহমতের প্রথম ১০ দিন রমজানের ক্যালেন্ডার
রমজান | তারিখ | বার | সেহরী (AM) শেষ সময় | ইফতার (PM) শুরু সময় |
0১ | ২৪ মার্চ | শুক্রবার | ০৪ঃ৩৯ | ০৬ঃ১৪ |
0২ | ২৫ মার্চ | শনিবার | ০৪ঃ৩৮ | ০৬ঃ১৫ |
0৩ | ২৬ মার্চ | রবিবার | ০৪ঃ৩৬ | ০৬ঃ১৫ |
0৪ | ২৭ মার্চ | সোমবার | ০৪ঃ৩৫ | ০৬ঃ১৬ |
0৫ | ২৮ মার্চ | মঙ্গলবার | ০৪ঃ৩৪ | ০৬ঃ১৬ |
0৬ | ২৯ মার্চ | বুধবার | ০৪ঃ৩৩ | ০৬ঃ১৭ |
0৭ | ৩০ মার্চ | বৃহস্পতিবার | ০৪ঃ৩১ | ০৬ঃ১৭ |
0৮ | ৩১ মার্চ | শুক্রবার | ০৪ঃ৩০ | ০৬ঃ১৮ |
0৯ | ০১ মার্চ | শনিবার | ০৪ঃ২৯ | ০৬ঃ১৮ |
১০ | ০২ এপ্রিল | রবিবার | ০৪ঃ২৮ | ০৬ঃ১৯ |
মাগফিরাতের দ্বিতীয় ১০ দিন রমজানের ক্যালেন্ডার
রমজান | তারিখ | বার | সেহরী (AM) শেষ সময় | ইফতার (PM) শুরু সময় |
১১ | ০৩ এপ্রিল | সোমবার | ০৪ঃ২৭ | ০৬ঃ১৯ |
১২ | ০৪ এপ্রিল | মঙ্গলবার | ০৪ঃ২৬ | ০৬ঃ১৯ |
১৩ | ০৫ এপ্রিল | বুধবার | ০৪ঃ২৫ | ০৬ঃ২০ |
১৪ | ০৬ এপ্রিল | বৃহস্পতিবার | ০৪ঃ২৪ | ০৬ঃ২০ |
১৫ | ০৭ এপ্রিল | শুক্রবার | ০৪ঃ২৩ | ০৬ঃ২১ |
১৬ | ০৮ এপ্রিল | শনিবার | ০৪ঃ২২ | ০৬ঃ২১ |
১৭ | ০৯ এপ্রিল | রবিবার | ০৪ঃ২১ | ০৬ঃ২১ |
১৮ | ১০ এপ্রিল | সোমবার | ০৪ঃ২০ | ০৬ঃ২২ |
১৯ | ১১ এপ্রিল | মঙ্গলবার | ০৪ঃ১৯ | ০৬ঃ২২ |
২০ | ১২এপ্রিল | বুধবার | ০৪ঃ১৮ | ০৬ঃ২৩ |
নাযাতের তৃতীয় ১০ দিন রমজানের ক্যালেন্ডার
রমজান | তারিখ | বার | সেহরী (AM) শেষ সময় | ইফতার (PM) শুরু সময় |
২১ | ১৩ এপ্রিল | বৃহস্পতিবার | ০৪ঃ১৭ | ০৬ঃ২৩ |
২২ | ১৪ এপ্রিল | শুক্রবার | ০৪ঃ১৫ | ০৬ঃ২৩ |
২৩ | ১৫ এপ্রিল | শনিবার | ০৪ঃ১৪ | ০৬ঃ২৪ |
২৪ | ১৬ এপ্রিল | রবিবার | ০৪ঃ১৩ | ০৬ঃ২৪ |
২৫ | ১৭ এপ্রিল | সোমবার | ০৪ঃ১২ | ০৬ঃ২৪ |
২৬ | ১৮ এপ্রিল | মঙ্গলবার | ০৪ঃ১১ | ০৬ঃ২৫ |
২৭ | ১৯ এপ্রিল | বুধবার | ০৪ঃ১০ | ০৬ঃ২৫ |
২৮ | ২০ এপ্রিল | বৃহস্পতিবার | ০৪ঃ০৯ | ০৬ঃ২৬ |
২৯ | ২১ এপ্রিল | শুক্রবার | ০৪ঃ০৮ | ০৬ঃ২৬ |
৩০ | ২২ এপ্রিল | শনিবার | ০৪ঃ০৭ | ০৬ঃ২৭ |
সেহরি খাওয়ার আগে ও পরে দোয়া
সেহেরি এবং ইফতার সময়ে নিম্নলিখিত দুটি দু’আ পড়া উচিত
সেহেরি খাওয়ার সময় দু’আ হল:
সেহরি খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
সেহেরি খাওয়ার পড়ে দু’আ হল:
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতার আগে ও পরে যে দুআ পডবেন
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
অর্থ: হে আল্লাহ! তোমার জন্য আমি রোজা রাখি এবং তোমার রিয়াজে আমি ইফতার করি।
ইফতার খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন
بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।
অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)