মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষা ২০২৪: প্রবেশপত্র ডাউনলোড ও সিট প্ল্যান দেখুন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে ২০২৪ সালের মেডিকেল ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। বাংলাদেশের সকল মেডিকেল কলেজে প্রতি বছর যোগে অনুষ্ঠিত হয়ে থাকে ভর্তি পরীক্ষা। প্রতি বছর এর নেয় ২০২৪ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা MCQ আকারে নেওয়া হবে। এবার MBBS ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন। যাহা প্রতি আসনের জন্য ১৯ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। মেডিকেল ভর্তি পরীক্ষা হবে ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে।

(এমবিবিএস) ভর্তি পরীক্ষা ২০২৪: প্রবেশপত্র ডাউনলোড

মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে ১ হাজার ৩০টি আসন বাড়ানো হলে মোট আসন ৫৩৮০টি, তবে অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস মার্ক) ৪০।

গত ৪ জানুয়ারি থেকে বিদেশি শিক্ষার্থীদের আবেদন শুরু হয়। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ৪৫ শতাংশে বিদেশীদের জন্য ২৫৫১টি আসন সংরক্ষিত রয়েছে।

MBBS Admission Admit Card Download

আরো দেখুনঃ MBBS মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা-২০২৪ [MCQ] প্রশ্নের সমাধান PDF

মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষার সময়সূচী ২০২৪

  • এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুঃ ০৪ জানুয়ারি ২০২৪ ত্থেকে ২৯ জানুয়ারি ২০২৪।
  • প্রবেশপত্র ডাউনলোডঃ ৭ই ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৪
  • মেডিকেল ভর্তি পরীক্ষা তারিখঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ভর্তি পরীক্ষার ফলাফলঃ এখনো প্রকাশিত হয় নি।

মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, ওয়েবসাইটে নির্দিষ্ট ধাপ অনুসরণ করে সহজেই প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে।

dgme.gov.bd ভর্তি সকল তথ্য পেতে ক্লিক করুণ

  • প্রথমে আপনার ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটটি দেখুন: dgme.teletalk.com.bd/mbbs/
  • এবার আপনার মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ক্লিক করুণ।
  • এখানে পিডিএফ আকারে প্রবেশ পত্র ডাউনলোড হয়ে যাবে। সেখানে সিট প্ল্যান দেওয়া থাকবে।

MBBS ভর্তি অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন:

মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন

প্রতিটি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিদিষ্ট সিলেবাসে অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০২৪ হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষা মোট ৩০০ নম্বর এর হিসেবে মেধা তালিকা নিম্নয় করা হয়ে থাকে, যার মধ্যে ২০০ নম্বর এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে নির্ধারিত হয়। বাকি ১০০ নম্বর লিখিত MCQ পদ্ধতিতে পরিচালিত হয়।

  • প্রতি প্রশ্নে ১নম্বর করে মোট ১০০টি MCQ প্রশ্ন করা হয়ে থাকে।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
  • মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এর ৪০ নম্বর পাস।

আরো দেখুনঃ MBBS Admission Exam MCQ Question Solution 2024। প্রশ্ন সমাধান

সরকারি মেডিকেল কলেজের অধিভূক্ত তালিকা

বাংলাদেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে রয়েছে, এই সকল সরকারি মেডিকেল কলেজ সমূহ আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর অধীনে রয়েছে। প্রতিবছর ৫ হাজার ৩৮০ জন শিক্ষার্থী MBBS কোর্স ভর্তি হন এই সরকারি মেডিকেলে। কোন মেডিকেল কোন বিশ্ববিদ্যালয় এর অধিভূক্ত তা নিচে বিস্তারিত দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ), ঢাবি

  1. ঢাকা মেডিকেল কলেজ
  2. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
  3. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
  4. ময়মনসিংহ মেডিকেল কলেজ
  5. শেরে বাংলা মেডিকেল কলেজ
  6. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর
  7. মুগদা মেডিকেল কলেজ, মুগদা ঢাকা
  8. শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল

ঢাকা বিশ্ববিদ্যালয়

  1. শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ , কিশরগঞ্জ
  2. শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ
  3. শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ , গাজিপুর
  4. কর্নেল মালেক মেডিকেল কলেজ , মানিকগঞ্জ
  5. নেত্রকোনা মেডিকেল কলেজ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

  1. চট্টগ্রাম মেডিকেল কলেজ
  2. কুমিল্লা মেডিকেল কলেজ
  3. আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ , নোয়াখালী
  4. কক্সবাজার মেডিকেল কলেজ
  5. রাঙ্গামাটি মেডিকেল কলেজ
  6. চাঁদপুর মেডিকেল কলেজ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

  1. রাজশাহী মেডিকেল কলেজ
  2. রংপুর মেডিকেল কলেজ
  3. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ
  4. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
  5. পাবনা মেডিকেল কলেজ
  6. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ
  7. নীলফামারি মেডিকেল কলেজ
  8. নওগাঁ মেডিকেল কলেজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  1. সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা

  1. খুলনা মেডিকেল কলেজ
  2. যশোর মেডিকেল কলেজ
  3. পটুয়াখালী মেডিকেল কলেজ
  4. সাতক্ষীরা মেডিকেল কলেজ
  5. কুষ্টিয়া মেডিকেল কলেজ
  6. মাগুরা মেডিকেল কলেজ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়

  1. শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর
  2. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সুনামগঞ্জ

আর্মি মেডিকেল কলেজের তালিকা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্ত

  1. আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (সরকারি)
  2. রংপুর আর্মি মেডিকেল কলেজ
  3. আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা
  4. আর্মি মেডিকেল কলেজ যশোর
  5. আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম
  6. আর্মি মেডিকেল কলেজ বগুড়া

বাংলাদেশের স্বনামধন্য কিছু বেসরকারি মেডিকেল কলেজ

  1. বাংলাদেশ মেডিকেল কলেজ
  2. গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ
  3. ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্সেস
  4. জেড. এইচ. শিকদার উইমেন্স মেডিকেল কলেজ
  5. জহুরুল ইসলাম মেডিকেল কলেজ
  6. মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল
  7. ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ
  8. কমিউনিটি বেজড মেডিকেল কলেজ, বাংলাদেশ
  9. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ
  10. জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ
  11. নর্থ ইস্ট মেডিকেল কলেজ
  12. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ
  13. ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  14. ওয়েস্ট মেডিকেল কলেজ
  15. নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ
  16. কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজবিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ
  17. ইব্রাহিম মেডিকেল কলেজ
  18. তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ
  19. সাহাবুদ্দিন মেডিকেল কলেজ
  20. এনাম মেডিকেল কলেজ
  21. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
  22.  খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ
  23. ইবনে সিনা মেডিকেল কলেজ
  24. নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  25. ইস্টার্ন মেডিকেল কলেজ-সেন্ট্রাল মেডিকেল কলেজ
  26. সাউদার্ন মেডিকেল কলেজ
  27. সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
  28. চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ
  29. নাইটিংগেল মেডিকেল কলেজ
  30. ডেলটা মেডিকেল কলেজ
  31. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
  32. টিএমএসএস মেডিকেল কলেজ
  33. আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ
  34. আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ
  35. ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ
  36. প্রাইম মেডিকেল কলেজ
  37. রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ
  38. ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর
  39. গ্রিন লাইফ মেডিকেল কলেজ
  40. এমএইচ শমরিতা মেডিকেল কলেজ
  41. পপুলার মেডিকেল কলেজ-মার্কস মেডিকেল কলেজ
  42. মুন্নু মেডিকেল কলেজ
  43. ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ
  44. বারিন্দ মেডিকেল কলেজ-গাজী মেডিকেল কলেজ
  45. ময়নামতি মেডিকেল কলেজ
  46. ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  47. সিটি মেডিকেল কলেজ
  48. আশিয়ান মেডিকেল কলেজ
  49. আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ
  50. আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ
  51. সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ
  52. খুলনা সিটি মেডিকেল কলেজ
  53. আইচি মেডিকেল কলেজ
  54. ইউনিভার্সেল মেডিকেল কলেজ
  55. রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ
  56. ইউএস-বাংলা মেডিকেল কলেজ
  57. বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ
  58. মেরিন সিটি মেডিকেল কলেজ
  59. চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ
  60. পার্কভিউ মেডিকেল কলেজ
  61. ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ
  62. শাহ মখদুম মেডিকেল কলেজ
  63. বিক্রমপুর ভূইয়া মেডিকেল কলেজ
  64. কেয়ার মেডিকেল কলেজ
  65. মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ
  66. ইউনাইটেড মেডিকেল কলেজ