[Apply link] ইতালি ওয়ার্ক ভিসা আবেদন ২০২৪। স্পন্সর ও এগ্রিকালচার ভিসা আবেদন করুণ

২০২৩ ডিসেম্বরের ২, ৪ ও ১২ তারিখে জন্য ইতালি স্পনসর এবং এগ্রিকালচার ভিসা আবেদন করা যাচ্ছে।  ইতালি সরকার ঘোষনা করেছে আগামী ২০২৩ ডিসেম্বর মাসের ২,৪ এবং ১২ তারিখ থেকে নতুন ক্লিক ডে । আপনি যদি ইতালিতে আসতে ইচ্ছুক হয়ে থাকেন তা হলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন কিভাবে তাহার বিস্তারিত জানুন এখান থেকে আশা করি এখানে দেওয়া পব্ধতি অনুসরণ করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

ইতালি ক্লিক ডে আবেদন ২০২৩

ইতালির স্পনসর এবং এগ্রিকালচার যে ভিসা আবেদন করেন না কেন আপনাকে কিছু নিয়ম কানুন মেনে আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আগে থেকে কেনো প্রস্তুতি নিবেন। একটু সময় নিয়ে ফাইল রেডি করলে এবং সেই সাথে ভালো মালিক খুজে জমা দিতে পারলে অবশ্যই সেই ফাইলটির নুল্লা-উস্তা পাওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। তাই খুব দ্রুত ভালো লোক ধরে ফাইল জমা দিন।

ইতালি ভিসার দাম এবং বিস্তারিত

নন সিজনাল ভিসা বা স্পনসর ভিসা যেহেতু আপনি সরাসরি আবেদন করতে পারছেন না তাই কিছু ব্রোকার আপনার কাছ থেকে অনেক টাকা দাবি করতে পারে  এই টাকা পরিমাণ ১০ থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত এবং এগ্রিকালচার ভিসা জন্য ৮ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত। আপনি যদি কোন কাজ পান তা হলে স্পনসর  ভিসা কাজ- ১৩০০০০-১৭০০০০ টাকা বেতন এবং এগ্রিকালচার- ১০০০০০-১২০০০০ টাকা হতে পারে বেতন।

মনে রাখবেন আপনি প্রাইমারী আবেদন এর ক্ষেত্রে আপনার আবেদন ফি ২৫হাজার থেকে ৩৫ হাজার টাকার মত লাগতে পারে। আপনি যাকে দিয়ে আবেদন করান না কেনো আপনি এই টাকা বেশি দিবেন না। যখন আপনার নামে নূলাস্থা ইস্যু করা হবে তখন কেবল আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করতে পারে। তবে আগে থেকে কোন টাকা না দেওয়াই ভালো। উক্ত ভিসার দামের সাথে বিমান খরচ & VFS ফি সংযুক্ত নয়। এই খরচ সমুহ আপনাকেই কে বহন করতে হবে

এগ্রিকালচার এবং স্পনসর ভিসার আবেদন যা লাগবে

১ পাসপোর্ট এর স্ক্যান কপি (১৮ মাসের বেশি মেয়াদ থাকা লাগবে)
২ এক কপি পাসপোর্ট সাইজ ছবি
৩ এডভান্স আবেদন ফি ২৫ থেকে ৩৫ হাজার টাকা। ( ফেরতযোগ্য)

(নারী & পুরুষ সকলেই জমা দিতে পারবেন তবে অবশ্যই ১৮ বছরের বেশি বয়স হতে হবে)

এগ্রিকালচার এবং স্পনসর ভিসা জন্য যেভাবে আবেদন করবেন

এই বছর নিয়োগকর্তা শুধুমাত্র Centro per l’Impiego-এর সাথে আলোচনা করার পরেই nulla osta-এর জন্য আবেদন করতে পারেন । যে কাজটি করার জন্য তিনি nulla osta-এর অনুরোধ করতে চান তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আপনি যদি বাহিরে থেকে কর্মী নিয়োগ এর জন্য নিয়োগ কর্তা আবেদন করে থাকেন তার আগে দেখতে হবে ইতালিতে কোন কর্মী কর্মরত আছেন কিনা। যদি সেখানে কর্মী পাওয়া যায়, তবে তাকে অবশ্যই তাদের নিয়োগ দিতে হবে এবং অন্য দেশে বসবাসকারী শ্রমিকদের জন্য নুলা ওস্তার অনুরোধ করতে পারবে না। কোটা পুরন শেষ না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন অনলাইনে করতে ক্লিক করুণ

নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি সহজেই জানতে পারবেন কিভাবে আবেদন করবেন

https://portaleservizi.dlci.interno.it/AliSportello/ali/home.htm

পোর্টালে আবেদন পূরণ করতে হবে, তার জন্য আপনার অবশ্যই SPID কাড থাকতে হবে।

lavoro stagionale et non stagionale কাজের জন্য, নিয়োগকর্তাদের অবশ্যই আবেদন করতে হবে, যখন lavoro autonomo এবং রূপান্তরগুলির জন্য, সেই ব্যক্তিকেই আবেদন করতে হবে৷

আবেদন জমা দেওয়ার সিস্টেম 

আপনাকে জানাচ্ছি যে প্রতিটি আবেদনকারী SPID-এর মাধ্যমে আবেদন করার জন্য সাইটে আবেদন ফরম পূরন করতে পারবে এবং কাজের ধরনের (যেমন মৌসুমী, অমৌসুমী ইত্যাদি) সম্পর্কিত প্রাসঙ্গিক নির্বাচন করে এক বা একাধিক আবেদন জমা দিতে পারবেন।

নুল্লাউস্তা VFS এ জমা

আবেদন সম্পূর্ণ করার পর ২ মাসের মধ্যে লটারি মাধ্যমে নুল্লাউস্তা ইস্যু করা হবে। অনেক সময় আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার নামে ভুয়া নুল্লাউস্তা ইস্যু করে। মনে রাখবে ভালো করে নুল্লাউস্তা যাচাই করুণ।

নুল্লাউস্তা যাচাই করে ক্লিক করুণ এখানে

ভুয়া নুল্লাউস্তা VFS এ জমা দিলে আপনি সেঞ্জেন দেশ গুলোতে কালো তালিকাভুক্ত হবেন এবং আর কখনো ইউরোপের দেশ গুলো তে ভিসা সুবিধা পাবেন না। তাই যখন ফাইল জমা করে ১০০% অরজিনাল নুল্লাউস্তা সহ vfs এ জমা দিন।