প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজ। আগেই জানিয়ে দেওয়া হয়েছে বৃত্তি ফল ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে। প্রাইমারি এই বৃত্তি পরীক্ষা গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল। প্রাথমিক বৃত্তি পরীক্ষা সারা দেশের প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি পড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়।
DPE Online Scholarship Result 2023 (সংশোধিত) ডাউনলোড
ব্রেকিং নিউজঃ এই মাত্র প্রকাশ পেয়েছে সংশোধিত ৫ম শ্রেণী বৃত্তি ফল। আপনারা এখান থেকে ডাউনলোড করুণ পিডিফ ফাইল
বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় এই পরীক্ষা। সে সকল শিক্ষাথী ৮০% নম্বর এর উপর মার্ক পাবে তাদের কে দেকয়া হবে সাধারণ ও টেলেন্টপোলে বৃত্তি।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ
কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল স্থগিত সংক্রান্ত
১লা মাচ ২০২৩ তারিখ দুপুর ১২টায় প্রকাশ হতে যাচ্ছে সরকারি ও বেসরকারি সহ সকল প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফলাফল
ক্রমিক নং | বিভাগের নাম |
১. | রাজশাহী |
২. | খুলনা |
৩. | ঢাকা |
৪. | চট্টগ্রাম |
৫. | বরিশাল |
৬. | সিলেট |
৭. | রংপুর |
৮. | ময়মনসিংহ |
প্রাথমিকের বৃত্তির ফল দেখার নিয়ম
DPE প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম নিম্নলিখিত:
- প্রথমেই, আপনাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.dpe.gov.bd এ যাওয়া হবে।
- সেখানে “ফলাফল” বা “Result” লিঙ্ক খুঁজে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
- এখন আপনার রোল নম্বর এবং পরীক্ষার সন সিলেক্ট করুন।
- তারপর সাবমিট করুন। আপনার ফলাফল এখন প্রদর্শিত হবে।
[জেলা ভিত্তিক] ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৩ মেধা তালিকা দেখুন। Download PDF dpe.gov.bd
এছাড়াও, আপনি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল মোবাইল এপ্লিকেশন ব্যবহার করেও দেখতে পারেন। আপনাকে প্রথমে অ্যাপস্টোর বা প্লে স্টোর থেকে “প্রাথমিক শিক্ষা বোর্ড রেজাল্ট” এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর এপ্লিকেশনে সঠিক রোল নম্বর এবং পরীক্ষার সন প্রবেশ করিয়ে ফলাফল দেখতে পারেন।
প্রাইমারি বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২২-২০২৩
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর |
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২২-২০২৩ |
www.dpe.gov.bd |
প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্টপুল-সাধারণ গ্রেড বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ-২০২৩
প্রাইমারি বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২০২২-২০২৩
প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বৃত্তির ফল দেখার নিয়ম জেনে নিন
http://180.211.137.51/ এই আইপি ঠিকানা প্রবেশ করে আপনি সহজেই প্রাইমারি স্কুল ভিত্তিক ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বৃত্তির ফল দেখার নিয়ম নিম্নলিখিত:
- প্রথমেই, আপনাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://www.dpe.gov.bd এ যেতে হবে।
- সেখানে “ফলাফল” বা “Result” লিঙ্ক খুঁজে পাবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনি প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক বৃত্তির ফল দেখতে পারবেন।
- ফলাফল পাওয়ার জন্য, আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করতে নিচের তথ্যগুলি প্রদান করতে হবে:
- বিভাগের নাম
- জেলার নাম
- উপজেলার নাম
- পৌরসভার নাম (যদি থাকে)
- শিক্ষা প্রতিষ্ঠানের নাম
- শিক্ষা প্রতিষ্ঠানের ধরন
- ফরমটি সম্পূর্ণ করতে পর্যন্ত এবং সঠিক তথ্য প্রদান করতে নিশ্চিত হওয়ার পর সম্পদন করুণ অপাসানে ক্লিক করুণ। নিচে একটি ইমেজ দেওয়া হয়েছে এখান থেকে সহজেই দেখতে পারবেন পব্ধতি।
Primary School Scholarship Result view PDF
এই ফর্ম টি ফিলাপ করার পর সম্পদক করলে আপনি যে বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেছেন সেই বিদ্যালয় এর ফল দেখতে পারবেন। নিচের একটি ইমেজ দেওয়া হয়েছে। অনেকটা এই রকম দেখা যাবে।
এবতেদায়ী বিদ্যালয় ভিত্তিক বৃত্তির ফল দেখার নিয়ম জেনে নিন
আপনি উপদের দেওয়া একই পব্ধতি অবলম্বন করে মাদরাসা এবতেদায়ী পরিক্কার ফলাফল দেখতে পারবেন।
এবতেদায়ী বিদ্যালয় ভিত্তিক বৃত্তির ফল দেখার নিয়ম নিম্নলিখিত:
- প্রথমে আপনাকে এবতেদায়ী শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট http://180.211.137.51/ResultSchWise.aspx এ যেতে হবে।
- ওয়েবসাইটের মুল পাতাতে গিয়ে “ফলাফল” বা “Result” লিংকটি খুঁজে বের করুন এবং লিংকটিতে ক্লিক করুন।
- নতুন পেজে পৌঁছার পর আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করতে নিচের তথ্যগুলো প্রদান করুন:
- বিভাগের নাম
- জেলার নাম
- উপজেলার নাম
- পৌরসভার নাম (যদি থাকে)
- শিক্ষা প্রতিষ্ঠানের নাম
- ক্লাস এবং সেকশন
এইভাবে আপনার সন্তানের ফলাফল দেখতে পারবেন।