সকল শিক্ষা বোর্ড এর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে ১৭ আগস্ট ২০২৩ তারিখ থেকে। ১৯ আগস্ট ২০২৩ তারিখে হচ্ছে বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে থাকেন তা হলে এখান থেকে সকল শিক্ষা বোড এর বাংলা ২য় পত্র প্রশ্ন সমাধান দেখতে পারবেন।
বাংলা ২য় পত্র পরীক্ষা ১০০ মার্ক এর উপর হবে। এর মধ্যে ৭০ মার্ক লিখিত বা রচনামূলক এবং বাকি ৩০ মার্ক এমসিকিউ উপর হবে। লিখিত পরীক্ষার সময় ২ঘন্টা ৩০ মিনিট এবং MCQ পরীক্ষা নেওয়া হবে ৩০ নম্বরের। পরীক্ষা যেহেতু আরো ২দিন বাকি তাই আপনি এখান থেকে কিছু প্রস্তুতি নিতে পারেন এবং গত বছরের প্রশ্ন দেওয়া হয়েছে তা দেখে নিতে পারেন। আসুন বাংলা ২য় পত্র প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে দেখে নেই। আশা করি প্রশ্ন সমাধান দেখে আপনি বুজতে পারবেন আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে।
সকল শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা ২০২৩ প্রশ্ন উত্তর
যেহেতু পরীক্ষা বাংলা ২য় পত্র তাই মনে রাখবেন বাংলা ২য় পত্র মূলত গ্রামার উপর প্রশ্ন থাকে। আপনি যদি গ্রামার প্রশ্ন সমাধান দেখতে আগ্রহি হয়ে থাকেন তা হলে এই প্রবন্ধ সম্পূর্ণ পডুন। আশা করি এখান থেকে সহজেই প্রশ্নের সঠিক সমাধান দেখতে পারবেন।
ভাবসম্প্রসারণ
১:-পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
২:-কীর্তিমানের মৃত্যু নেই
৩:-আত্নশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য
৪:-স্বদেশের উপকারে নেই যার মন,কে বলে মানুষ তারে? পশু সেইজন
৫:-সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে মোরা পরের তরে
৬:-পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,,,নিজের অনিষ্ট বীজ করে সে বপন