NU ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা ২০২৩ app1.nu.edu.bd

ডিগ্রী ভর্তির ১ম রিলিজ স্লিপের ফল প্রকাশ ২০২২ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সকল কলেজে শিক্ষার্থীরা রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি হতে আগ্রহী আপনাদের জানাচ্ছি যে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক পাস ডিগ্রী ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ এর মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে আজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা ১৩ই ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে । উক্ত ফলাফল মোবাইল এসএমএসের মাধ্যমে আপনি সহজেই দেখতে পারবেন ওই দিন বিকাল ৪টার সময়।

ডিগ্রী ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ২০২৩

আপনি ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল দেখতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে। রাত ৯ টার সময় প্রকাশিত হবে রিলিজ স্লিপ এর ১ম মেধা তালিকার ফলাফল ওয়েবসাইটে আপনি সহজেই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভিজিট করে রাত নয়টা থেকে ওয়েবসাইটে http://app1.nu.edu.bd/ এই ফলাফল দেখতে পারবেন ।

Degree Admission Release Slip Result 2023

ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধা তালিকা মোবাইলের SMS করে দেখুন

  • Nu <space> একটি স্পেস দিয়ে atdg <Space> দিয়ে
  • আপনার রোল নাম্বার/ রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।
  • এরপর এসএমএস টি পাঠিয়ে দিন 16222 এই নাম্বারে।
  • উদাহরন: nu<space>atdg<space>11xxxx  Send To 16222

ডিগ্রি ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধা তালিকা দেখবেন যেভাবে

আপনি ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধা তালিকা দেখতে চাচ্ছেন এমন ছাত্র/ছাত্রী হলে, নিম্নের ধাপগুলি অনুসরণ করতে হবে:

ডিগ্রী ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপের রেজাল্ট ২০২৩

  1. প্রথমভাগে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এ যান।
  2. ওয়েবসাইটে একটি “ডিগ্রি ভর্তি” বা “এডমিশন” সেকশন খুজে বের করুন।
  3. সেকশনে ঢুকলে, ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ মেধা তালিকা সম্পর্কিত নোটিশ বা লিঙ্ক পাবেন।
  4. তাতে ভর্তি ও মেধা তালিকার ডাউনলোড করতে একটি লিঙ্ক বা বাটন থাকতে পারে। সেটিতে ক্লিক করুন।
  5. ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ  লগইন করুণ পাসওয়ার্ড, ইউজারনেম দিয়ে।
  6. সেখান থেকে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধা তালিকা দেখতে পারবেন।

NU ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধার তালিকা ভর্তি নিশ্চায়ন তথ্য

ডিগ্রি ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপ ১ম মেধার তালিকা ভর্তি কার্যক্রম নিম্ন সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে মেধা তালিকা স্তনপত্র শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ এবং প্রিন্ট কপি সংগ্রহের তারিখ বিস্তারিত নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

ডিগ্রী ১ম বর্ষে ভর্তি রিলিজ স্লিপের মেধা তালিকা পিডিএফ 

ক্রমিকবিবরনতারিখ
০১ডিগ্রি ১ম রিলিজ স্লিপ এর ১ম মেধা তালিকা স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কফি সংগ্রহের তারিখ।
এ লক্ষ্যে পরীক্ষাতিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এপ্লিকেন্ট লগইন অপশনে ডিগ্রী পাস নির্বাচন করে লগইন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।
১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর ২০২৩
০২ডিগ্রিতে ভর্তির প্রথম রিলিজ স্লিপের  মেধা তালিকা স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফ্রম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা আবেদনকৃত কলেজে জমা দেওয়ার তারিখঃ

এই জমা ফি আপনি মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি কলেজেও জমা দিতে পারবেন

১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৩
০৩কলেজ কর্তৃক প্রথম শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন তারিখঃ
কলেজ কর্তৃপক্ষকে ২০২২ ২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক পাস ভর্তির কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপ এর মেধা তালিকা স্থানভক্ত শিক্ষার্থীদের ভর্তি সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোন শিক্ষার্থীর প্রদর্শিত তথ্য ও ছবি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থীর নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন অথবা স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।
১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৩
০৪কলেজ কর্তৃক প্রথম ভর্তি কৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ৪৮৫ টাকা যে কোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দেওয়ার তারিখ০১ জানুয়ারি থেকে ০৪ জানুয়ারি ২০২৪