বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB) ‘উপ-সহকারী প্রকৌশলী’ প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা MCQ আকারে নেওয়া হচ্ছে। এখান থেকে MCQ আকারে নেওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখুন। ২৬মে ২০২৩ তারিখে নেওয়া হচ্ছে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের উপ সহকারী পদের MCQ পরীক্ষা এবং ২৭ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে রচনামূলক লিখিত পরীক্ষা । MCQ আকারে পরীক্ষার সময়সূচি হয়েছে সকাল ১০ ঘটিকা থেকে ১০:৪৫ পর্যন্ত ।

উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা MCQ প্রশ্ন উত্তর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রশ্ন সমাধান

আপনি যদি এ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন আপনার সুবিধার্থে জানাচ্ছি যে, পরীক্ষা শেষ হচ্ছে নির্দিষ্ট সময়েই, তাই আপনি পরীক্ষা কেমন হয়েছে তার প্রস্তুতি জেনেনিন । আশা করি এখানে দেওয়া প্রশ্নের সঠিক উত্তর দেখে আপনি বুঝতে পারবেন। আজকের পরীক্ষা কত মার্ক পাবেন এবং পরীক্ষা শেষে ফলাফল প্রকাশিত হবে এই দিন সন্ধ্যায়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রশ্ন সমাধান ২০২৩

1. বাংলাদেশে সর্বোচ্চ সঞ্চালন ভোল্টেজ কত?

৪০০ কেভি
2. পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
উত্তরঃ ১৩২০
3। বাংলাদেশ কবে শতভাগ বিদ্যুতের আওতায় আসে?
২১ মার্চ, ২০২২
4. কোনটি বিদ্যুৎ বিতরন সংস্থা নয়।
উত্তরঃ পিজিসিবি
5. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কি বলে?
ক্যাপাসিটিভ লোড
6. ডিজেল সাইকেলের ইফিসিয়েন্সি বৃদ্ধি পায় –
Cut off কমালে
7.এয়ার লক কোন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ঘটে?
গ্যাস ইঞ্জিনের
8. গ্যাস প্রবাহের জন্য কোন ধরনের পাইপ ব্যবহার হয়?
PVC পাইপ
9. ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্থিতবস্থায় থাকে
U 235
10. স্টার্টিং টর্ক বেশি কোন মোটরের?
সিরিজ মোটর
11. “কারাগারের রোজনামচা” গ্রন্থটির রচয়িতা কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
12. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
৬.১৫

এখান থেকে নিয়োগ পরীক্ষার ফলাফল দেখুন উপসহকারী প্রকৌশলী পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে । আপনি যদি এখানে আবেদন সম্পন্ন করে থাকেন এবং এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন , তাহলে এই পোস্টটি আপনার দেখা জরুরি । কারণ পরীক্ষা শেষে প্রশ্নের উত্তর এবং নিয়োগ পরীক্ষার ফলাফল আপনারা এই সাইটের মাধ্যমে সহজেই দেখতে পারবেন।

উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

BREB ‘উপ-সহকারী প্রকৌশলী’ পরীক্ষার সময়সূচী

  • পদের নাম ‘উপ-সহকারী প্রকৌশলী’
  • পরীক্ষার তারিখঃ MCQ পরীক্ষার তারিখঃ ২৬ মে ২০২৩
  • পদের সংখ্যাঃ ৩৪ জন
  • প্রাথী সংখ্যাঃ ২৯০৪৫ জন
  • পরীক্ষার রেজাল্টঃ MCQ পরীক্ষার তারিখঃ ২৬ মে ২০২৩
  • মৌখিক পরীক্ষাঃ ২৭ মে ২০২৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রশ্ন সমাধান পিডিএফ

BREB ‘উপ-সহকারী প্রকৌশলী’ এমসিকিউ, উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষাএর প্রশ্নের সমাধান। এখান থেকে আপনি JPG PDF আকারে ডাউনলোড করে দেখে নিতে পারেন।

BREB ‘উপ-সহকারী প্রকৌশলী’ রেজাল্ট কিভাবে

আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB) এর ‘উপ-সহকারী প্রকৌশলী’ রেজাল্ট দেখতে পারেন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে:

BREB উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার রেজাল্ট

১. প্রথমে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB) এর অফিসিয়াল ওয়েবসাইটে www.reb.gov.bd যান। আপনি গুগলে “বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB)” সার্চ করে ওয়েবসাইটটি সন্ধান করতে পারেন।

২. ওয়েবসাইটে পৌঁছার পরে, সেখানে আপনাকে অফিসিয়াল নোটিসবোর্ড, রেজাল্ট বা পরীক্ষার ফলাফল সেকশন অনুসরণ করতে হবে।

৩. রেজাল্ট বা ফলাফল সেকশনে ঢুকলে, আপনি বিভিন্ন পরীক্ষার রেজাল্টের লিংক বা নোটিশ পেতে পারেন। আপনি সেখানে ‘উপ-সহকারী প্রকৌশলী’ রেজাল্টের লিংক খুঁজে বের করতে পারেন।

‘উপ-সহকারী প্রকৌশলী’ রেজাল্টের PDF

৪. রেজাল্ট লিংকে ক্লিক করলে আপনি একটি পীডিএফ (PDF) ফাইল ডাউনলোড করতে পারেন যা উপ-সহকারী প্রকৌশলী রেজাল্টগুলো ধারণ করাবে।

এইভাবে আপনি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB) এর ‘উপ-সহকারী প্রকৌশলী’ রেজাল্ট দেখতে পারবেন। আপনি যদি কোনো সমস্যা অথবা পরিশ্রম অনুভব করেন, তবে সবচেয়ে ভাল হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (BREB) এর সরাসরি যোগাযোগ করা যাবে তাদের অফিসিয়াল কান্টাক্ট ইনফরমেশন ব্যবহার করে।