[প্রশ্ন-সমাধান] বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) MCQ পরীক্ষা ২০২৩

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক(এডি) পদে নিয়োগ পিলিমিনারি MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন এখান থেকে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা ২০ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ১১টা মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। MCQ আকারে নেওয়া এই নিয়োগ পরীক্ষা মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর ১ মার্ক করে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক(এডি) MCQ পরীক্ষার প্রশ্ন-সমাধান

আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে থাকেন তা হলে এখানে দেওয়া প্রশ্নের সঠিক উত্তর দেখুন। আজকের দেওয়া পরীক্ষা শেষে প্রশ্ন সমাধান এখান থেকে দেখতে পাবেন।

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (এডি) পরীক্ষার সময়সূচী

  • পতিষ্ঠানঃ  বাংলাদেশ ব্যাংকে
  • পদে নামঃ সহকারী পরিচালক (এডি)
  • পদের সংখ্যাঃ ১০০জন
  • পরীক্ষার ধরনঃ MCQ প্রশ্ন
  • পরীক্ষার তারিখঃ ২০ অক্টোবর ২০২৩
  • মোট পরিক্ষাথীঃ ১ লাখ ৮১ হাজার ১১৫ জন

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক(এডি) MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

বাংলাদেশ ব্যাংকের এডি MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ

বাংলাদেশে ব্যাংক এর সহকারী পরিচালক পদের পরীক্ষা যেহেতু রাজধানীর ৬৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ১১৫ জন। কেন্দ্রের মধ্যে উত্তরার মাইলস্টোন কলেজে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এ কেন্দ্রে সাত হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

সহকারী পরিচালক পদে প্রিলিমিনারির পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস দেখা যাবে erecruitment.bb.org.bd

আপনারা যাহার পরীক্ষার অংশ গ্রহন করবেন আপনারা জানেন ১০০ মার্ক এর এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান এর উপর নেওয়া হচ্ছে এই পরীক্ষা।

 

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক(এডি) MCQ পরীক্ষার প্রশ্ন সমাধান

বাংলা বিষয়ের প্রশ্ন সমাধান

প্রশ্ন: বাংলাদেশ ব্যাংক কোন বছরে প্রতিষ্ঠিত হয়?

A) 1970 B) 1971 C) 1972 D) 1973

উত্তর: B) 1971

বাংলাদেশ ব্যাংক 1971 সালে স্থাপিত হয়।

ইংরেজি বিষয়ের প্রশ্ন সমাধান

  1. Which sentence is grammatically incorrect?a) She is singing beautifully.b) He plays soccer every Saturday.

    c) I enjoys reading books.

    d) They have been studying for hours.

  2. Select the correct form of the verb to complete the sentence: “The cat ___________ on the windowsill.”a) laysb) lie

    c) laid

    d) lies

গনিত বিষয়ের প্রশ্ন সমাধান

আমি কিছু গণিত MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেখাতে পারি। নীচে কিছু উদাহরণ দেওয়া হল:

  1. একটি বই কিনলে 25% ছাড় পেয়ে মূল মূল্যের 300 টাকা পর বইটি কত টাকা কেনার জন্য?a) 400 টাকা b) 225 টাকা c) 275 টাকা d) 350 টাকাউত্তর: c) 275 টাকা
  2. যদি x + 5 = 12 হয়, তাদের x এর মান কত?a) 7 b) 12 c) 17 d) 60উত্তর: a) 7
  3. যদি একটি ত্রিভুজের তিনটি শৃঙ্গের দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 5 সেমি, এবং 6 সেমি হয়, তাহলে ত্রিভুজের কোন প্রকারের ত্রিভুজ?a) সমকোণ ত্রিভুজ b) সমদ্বিবাহু ত্রিভুজ c) সমকোণ এবং সমদ্বিবাহু ত্রিভুজ d) ত্রিভুজ হয়নিউত্তর: b) সমদ্বিবাহু ত্রিভুজ

সাধারন জ্ঞান বিষয়ের প্রশ্ন সমাধান

এই সাধারণ জ্ঞানের MCQ (Multiple Choice Questions) প্রশ্নগুলি দেখে নেয়া যেতে পারে:

  1. পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোথায়? a. হিমালয় b. অ্যাল্পস c. এন্ডেস d. রকি
  2. বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? a. আব্রাহাম লিঙ্কন b. সিরিম্যান্ড কলিন্স c. ওস্কার নেটসন d. ওসকার ওস