[Download Admit card] পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৩। পিন-পাসওয়ার্ড রিকবারি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা  ১৮ ফ্রেব্রুয়ারি ২০২৩। এ অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। Admit Card ডাউনলোড করুন. পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করুন। ওয়েবসাইট http://dgfp.teletalk.com.bd/প্রবেশ করে আপনি সহজেই এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করুণ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডাউনলোড Admit Card

পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পদে নিয়োগ পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০২৩। ২৬ টি পদের আবেদনকারীদের অংশগ্রহণ সংখ্যা ১লাখ মত, বাংলাদেশে একটি খুব বড় নিয়োগ পরীক্ষা । পরীক্ষাটি ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, তাই আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে এবং আসন পরিকল্পনা আগে থেকেই চেক করতে হবে। আপনি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকেন। তবে আপনি শুধুমাত্র সিট প্ল্যান দেখতে পারবেন, কোন কেন্দ্রে আপনি পরীক্ষা দেবেন, তাই প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রবেশপত্র ডাউনলোড

পরিবার পরিকল্পনা অধিদপ্তর নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে . পরিবার পরিকল্পনা পরিদর্শিকা প্রশিক্ষণার্থী মনোনয়নের ভিত্তিতে mcq আকারে লিখিত পরীক্ষা আগামী ১৮ ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ বেলা ৩ ঘটিকায় অনুষ্ঠিত হবে। মোট ৪৬ টি জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়োগ। পরীক্ষায় যাহারা অংশগ্রহণ করবেন তাহার ১৩ ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে পরীক্ষার দিন পর্যন্ত পরিবার পরিকল্পনার ওয়েবসাইট dgfp.gov.bd ওয়েবসাইট হতে অথবা http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্রে প্রবেশ করতে হবে। মনে রাখবেন এই প্রবেশ পত্রটি আপনার মৌখিক পরীক্ষা এবং অন্যান্য কাজে ব্যবহৃত হবে ।

আপনি যদি প্রবেশপত্র সক্রান্ত কোন ধরনের সমস্যায় পড়েন তাহলে vas.query@teletalk.com.bd ইমেইল করে ১৬ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়াও টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা যেকোনো অপারেটর ০১৫০০১২১১২১ ফোন নাম্বার থেকে কল করে সমস্যার সমাধান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রবেশপত্র ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাক। ইতিমধ্যেই আপনার মোবাইলে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য পিন কোড এবং পাসওয়ার্ড চলে গেছে। যারা পাসওয়ার্ড পেয়েছেন তারা এখনই প্রবেশপত্র ডাউনলোড করুন। আপনি যদি পাসওয়ার্ড না পেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে থাকুন এবং নিয়ম মেনে ডাউনলোড করুণ প্রবেশ পত্র। এই প্রবন্ধটি পডুন কিভাবে পাসওয়ার্ড পুনরুদ্ধার করবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন । অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে।

Admit Card – Directorate General of Family Planning

http://dgfp.teletalk.com.bd/

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (Family planning) শিট প্লান ও পদে সংখ্যা

পরিবার পরিকল্পনা পদে নিয়োগ পরীক্ষা যেহেতু ২১ তারিখে তাই আপনাকে আগেই জেনে নিতে হবে কেন্দ্র তালিকা। এছাড়াও কতজন পরীক্ষার্থী কত পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছে আপনার থেকে জেনে নিতে পারবেন।  আপনি যদি না জানেন ঢাকার শহরে আপনার জন্য কেন্দ্র খোঁজা কঠিন হয়ে যাবে। সবাই এখন কেন্দ্র তালিকা খোঁজার জন্য ব্যস্ত । আপনার সিটপ্লান প্রবেশপত্রের নাম্বার অনুসারে আপনাদেরকে খুঁজে নিতে হবে । সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আসুন কেন্দ্র তালিকা দেখার জন্য এখানে ভিজিট করে দেখুন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর (Family planning)  কেন্দ্র তালিকা ডাউনলোড

ক্রমিক সংখ্যা পদের নাম পদের সংখ্যা নিয়োগ পরিক্ষাথীর সংখ্যা শিট প্লান ও প্রবেশ পত্র ডাউনলোড
০১ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ১৪৮টি ৯৪৫ জন Click here
০২
সহকারী লাইব্রেরিয়ান
২টি ৪৪৫ জন  Click here
০৩ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও) ২টি ৬৫০ জন  Click here
০৪ হেলথ এডুকেটর ১টি ৭২৩ জন  Click here
০৫ সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ৩টি ১৩৫০ জন  Click here
০৬ কম্পিউটার অপারেটর ১টি ৪৮০ জন  Click here
০৭ ফিল্ড ট্রেইনার ১টি ৪৬৫ জন  Click here
০৮ প্রধান সহকারী ১টি ৭৪৩ জন  Click here
০৯
হিসাবরক্ষক
৩টি ৪৫৫৬ জন  Click here
১০ উচ্চমান সহকারী ১টি ৩৭৬১জন  Click here
১১ গবেষণা সহকারী ২টি ১৩০১ জন  Click here
১২
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
৪০টি ৮২৪৮ জন  Click here
১৩ পরিসংখ্যান সহকারী ৫টি ২০৮৬ জন  Click here
১৪ স্টোর কিপার ৫টি ১৩১৪১ জন  Click here
১৫ ক্যাশিয়ার ৬টি ৬১৭৬ জন  Click here
১৬ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ১টি ৯১৯ জন  Click here
১৭ ওয়ার্ড মাস্টার ২টি ১৮১১ জন  Click here
১৮ লিনেন কিপার ২টি ৫৯৪ জন  Click here
১৯ টিকেট ক্লার্ক ৪টি ৪৮৬৬ জন  Click here
২০ স্টেরিলাইজার কাম মেকানিক ২টি ৩২০ জন  Click here
২১ রেকর্ড কিপার ১টি ৪১২ জন  Click here
২২ এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী ৩৭৪ ২৫৯৫৩ জন  Click here
২৩ নিরাপত্তা প্রহরী ৯টি ২২৪৫ জন  Click here
২৪ কুক হেলপার ১টি ২৪২ জন  Click here
২৫ পরিচ্ছন্নতা কর্মী ৬৪টি ৫২৯৯ জন  Click here
২৬ কিচেন সুপারভাইজার ১টি ৭৭৪ জন  Click here
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২১ তারিখের বিভিন্ন পদের প্রার্থী তালিকা।