eps.boesl.gov.bd Online Registration 2024 কোরিয়া নিবন্ধন এডমিট কার্ড ডাউনলোড

বোয়েসেলের (EPS BOESL) মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া জনবল নিয়োগ এর লক্ষ্যে ইপিএস এইচআরডি কোরিয়া ভাষা পারদর্শীদের নিবন্ধনের লক্ষ্যে ২০ এ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ টা থেকে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে যা চলবে ২১ ফেব্রুয়ারি ২০২৪ বেলা ১১টা পর্যন্ত। আপনি যদি একজন প্রার্থী হয়ে থাকেন এবং আপনার কোরিয়া ভাষা জানা থাকে তাহলে আপনিও নিবন্ধন করতে পারেন । দ্রুতই নিবন্ধন প্রার্থীদেরকে দক্ষিণ কোরিয়া নিয়োগ দেওয়া হবে । নিবন্ধন কিভাবে করবেন এবং কত টাকা লাগবে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে ।

বোয়েসেল এর মাধ্যমে  অনলাইন নিবন্ধন বিস্তারিত জানতে ভিজিট করুনঃ boesl.gov.bd

আশা করি এখানে দেওয়া পদ্ধতি অনুসরণ করে নিজে নিজেই ঘরে বসে কম্পিউটার অথবা মোবাইলে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য আপনারা eps.boesl.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে । সেখান থেকেই আবেদন করবেন , কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে.

অনলাইন নিবন্ধন করতে ক্লিক করুণ এখানে eps.boesl.gov.bd

সতর্ক নোটিশঃ অনলাইন নিবন্ধন বিশেষ পদ্ধতিতে কোরিয়ান ভাষা পারদর্শী প্রার্থী ব্যতিত অন্য কোনো প্রার্থীকে নিবন্ধন না করার অনুরোধ করা হয়েছে। বিশেষ পদ্ধতিতে নিবন্ধনকৃতদের পরীক্ষা আগামী ১১ মার্চ ২০২৪ তারিখ হতে শুরু হবে।

কোরিয়া অনলাইন নিবন্ধন যা যা লাগবেঃ

১। প্রার্থী নামঃ
২। প্রার্থী জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
৩। প্রার্থী পাসপোর্ট এর স্ক্যান কপি
৪। প্রার্থী পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
৫। এসএসসি পাসের সাল।
৬। ইমেইল এড্রেস
৭। মোবাইল নাম্বার
৮। প্রার্থীর মাতার নামঃ
৯। প্রার্থী মায়ের জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ
১০। প্রার্থী পিতার নাম
১১। প্রার্থী পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ

বিঃদ্র (পিতা/মাতার NID সংক্রান্ত)
কোরিয়ান ভাষা পরীক্ষা-2024-এ অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন সম্পন্ন করার ক্ষেত্রে, যাদের পিতামাতার NID নেই তাদের বড় ভাই/বোন/চাচা/মামা-মামার নাম ব্যবহার করে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হচ্ছে। NID নম্বর উল্লেখ করুন। তবে নাম লিখার সময় নামের পরে তাদের একজনের নাম (ভাই/বোন/চাচা/মামা) লিখতে হবে। যেমন বড় ভাইয়ের নাম MD JAMAL HOSSAIN (BROTHER)।

BOESL EPS অনলাইন নিবন্ধন করতে ক্লিক করুনঃ eps.boesl.gov.bd

কোরিয়া অনলাইন নিবন্ধন প্রাথীর সংখ্যা

এইচআরডি কোরিয়া চাহিদা অনুযায়ী কোরিয়ান ভাষা পারদর্শীদের অনলাইনে ১ম ধাপে নিবন্ধন করতে পারবেন মোট ৩০,৬৫২ জন যদি। কোনো প্রার্থী ১ম বারের বেশি নিবন্ধন করতে পারবেন না।

  • উৎপাদন শিল্প-১৭৪৬০,
  • মৎস্য- ৭৭৬০
  • নির্মাণ-৪২৬৮ এবং
  • জাহাজ নির্মাণ-১১৬৪);

বোয়েসেল মাধ্যমে কোরিয়ান রেজিস্ট্রেশন জন্য ইমেজ সাইজ

  • পাসপোর্ট এর ছবি যুক্ত পেজ টি স্ক্যান করে ভালো ভাবে কেটে নিন। ইমেজের সাইট হবে ৬০০ X ৪০৩ পিক্সেল এবং ৬০ KB
  • প্রাথীর ছবি ইমেজ সাইট হবে ২৭০ X ৩৪৯ পিক্সেল এবং ১৪ KB। আপনি চাইলে এখান থেকে সরাসরি ইমেজ রিসাইজ করতে পারেন নিচের দেওয়া ইমেজ সাইজ করতে ভিজিট করুণ। www.resizepixel.com ওয়েব পেজে প্রবেশ করে ইমেজ রিসাইজ করুণ।

ক্লিক করুণ এখানে  www.resizepixel.com

বিকাশে ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন পেমেন্ট প্রদান

ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন ফি প্রদান করতে ক্লিক করুণ

দক্ষিণ কোরিয়ার ইপিএস কর্মসূচির আওতায় বাংলাদেশি প্রার্থীদের চাকরির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার নির্ধারিত জব উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, কনস্ট্রাকশন ও মৎস্য (সমুদ্র ও উপকূলবর্তী) খাতে রোস্টারে অন্তর্ভুক্তির জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণে নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে। উক্ত নিবন্ধন কার্যক্রমে নির্ধারিত ফি প্রদানের জন্য বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট প্রদান সংক্রান্ত নির্দেশিকা প্রদান করা হইলো।

আপনার অনলাইন নিবন্ধন সম্পূর্ণ হওয়ার পরে পেমেন্টের জন্য আপনার মোবাইলে নিবন্ধন ফি বাবদ ৩৭২০ টাকা এবং সার্ভিস চার্জ ৪২ টাকা ৭৮ পয়সা কেটে নেওয়া হবে । আপনার মোবাইল থেকে সমপরিমাণ টাকা অবশ্যই আপনার মোবাইলে থাকতে হবে । সবচেয়ে উত্তম হচ্ছে সর্বনিম্ন মোবাইলে চার হাজার টাকা রাখা নিচের দেওয়া পদ্ধতি অনুসরণ করুন।