একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৪ ফি প্রদান ও যে কাগজপত্র লাগবে জেনে নিন

একাদশ শ্রেনীতে ভর্তি রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ০৫ সেপ্টেম্বের ২০২৪ তারিখে ১ম ধাপের ভর্তি রেজাল্ট হাতে পাওয়ার পর আপনি দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। আসুন এখান থেকে দেখে নেই কিভাবে আপনি সহজেই প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করবেন তা নিয়ে বস্তারিত আলোচনা করা হয়েছে

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন পদ্ধতি বিস্তারিত জানতে ক্লিক করুণ

Dhaka, Rajshahi, Cumilla, Jashore, Chattogram, Barishal, Sylhet, Dinajpur, Mymensingh, and Bangladesh Madrasah Education Board একাদশ শ্রেনীতে ভর্তি ১ম মেধা তালিকা না পেয়ে থাকলে এখানে ভজিট করুণ

xiclassadmission.gov.bd

একাদশ ভর্তি নিশ্চায়ন করার নিয়ম

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০৭/০৯/২০২৪ তারিখ হতে ১০/০৯/২০২৪ তারিখ রাত ১২ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩৩৫/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬/০৯/২০২৪ হতে ০৫/১০/২০২৪ পর্যন্ত।

ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ প্রকাশ ও মাইগ্রেশন

মোট তিনটি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে ।

প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে কলেজে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সমূহ সংক্রিয় ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিচায়নের পর ও একজন পরীক্ষাটি কলেজ নির্বাচন পরিবর্তন করতে পারবে মাইগ্রেশন হবে । মাইগ্রেশন সর্বদাই পছন্দ অনুসারে উপরের দিকে যাবে ।

সরাসরি ফি প্রদান করবেন যেভাবে

  • একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেওয়া কলেজ পছন্দ ক্রম ও এসএসসি/সম্মান পরীক্ষার ফলাফল কোটা ইত্যাদি ভিত্তিতে শুধুমাত্র একটি কলেজের সিলেকশন হবে।
  • নির্বাচিত শিক্ষার্থীদের নিজেই অনলাইন বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য কি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করবেন । উল্লেখযোগ্য যে প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীর সিলেকশন ও আবেদন বাতিল হবে । আবেদন বাতিল পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুন করে আবেদন করতে পারবে ।
  • যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজে সিলেকশন না পেয়ে থাকেন তারা আবেদন পুন্ররায় ফি বেতিত। যারা ইতিপূর্বে কোন কলেজে আবেদন করেন নাই তারা আবেদন ফি প্রদান সাপেক্ষে আবেদন করতে পারবে বিস্তারিত ফলাফল সম্বন্ধে জানতে ভিজিট করুণ এখানে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৪ দেখুন ৪ পদ্ধতিতে

XI CLASS ADMISSION SYSTEM (SESSION 2023 – 2024)
Application FeeRegistrion Fee
bKash
bKash payment video
৩৩৫
Nagad৩৩৫
Rocket৩৩৫
Sonali Bank web
Sonali Bank Esheba
৩৩৫
Upay৩৩৫

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ তালিকা:

  • চূড়ান্ত ভর্তি ফরম নিজ নিজ কলেজ অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। তবে কিছু কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে ভর্তির ফরম পূরণ করছে।
  • এসএসসি সাইড অরিজিনাল মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২টি ফটোকপি।
  • এসএসসি পাসের মূল সার্টিফিকেট/প্রশংসাপত্র এবং ২টি ফটোকপি।
  • এসএসসি পাশের আসল প্রবেশপত্র/প্রবেশপত্র এবং ২টি ফটোকপি।
  • এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ২টি ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 5-10 কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের 2-5 কপি ছবি।
  • 2-5 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 2-5 কপি স্ট্যাম্প সাইজের ছবি বাবা/অভিভাবকের।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতামাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের 2টি সত্যায়িত ফটোকপি।
  • লেসন ব্রেক বা এডুকেশন ব্রেক সার্টিফিকেট। (শুধুমাত্র 2020 এবং 2021 সালে SSC পাশকারীদের জন্য প্রযোজ্য)
  • কোটা সনদ মুক্তিযোদ্ধা, পোষ্য কোটার আবেদনকারীদের জন্য প্রযোজ্য।