[ডিপ্লোমা ইন] সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তির লক্ষে 2022-2023 শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষা ২৬ মে অনুষ্ঠিত হয়েছে ১০০ মার্কের এমসিকিউ আকারে নেওয়া ভর্তি পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা শেষে এমসিকিউ প্রশ্নের প্রতিটি উত্তর এখানে দেখুন। এমসিকিউ এর উত্তর দেখে আপনি নিশ্চিন্ত হয়ে নিন আপনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন কিনা। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল আপনি ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি হতে পারবেন । আসুন এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর গুলো দেখি। আরো দেখুনঃ নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা রেজাল্ট। কত মার্ক পেয়েছেন জেনে নিন ২০২৩

ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

আরো দেখুনঃ

সরকারী ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার বিএসসি নার্সিং প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩ দেখতে ক্লিক করুণ

[ডিপ্লোমা ইন] সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩ ক্লিক করুণ

সাধারণ জ্ঞান
১) সর্ব দক্ষিণের দ্বীপ – ছেরা দ্বীপ
২) জাপানকে কিসের দেশ বলা হয়? – উদীয়মান সূর্যের দেশ
৩) ডিজিটাল বাংলাদেশ ঘোষণা কবে দেন? – ২০২১ সালের ১২ ডিসেম্বর
বিব্রেইনার
৪) শেখ রাসেল দিবস কবে? – ১৮ অক্টোবর
৫) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? – ভুটান
৬) সাগরকন্যা বলা হয় কোন জেলাকে?- পটুয়াখালী ( কুয়াকাটা )
৭) ভারতের কোন জায়গায় বাংলা ভাষায় কথা বলা হয়? – কলকাতা
8.আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? – ফ্রান্সের প্যারিসে
9) বাংলা সনের প্রবর্তক কে? – আকবর ( ডিপ্লোমা )

১০) রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করে?- স্পীকার

১১) বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কি? – পদ্মা সেতু

সাধারণ বিজ্ঞান
১) অগ্নি নির্বাপক রূপে কাজ করে কোনটি? – CO2
২) তুঁতের রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4.5H2O

বাংলাঃ
———
১) শরৎচন্দ্রের মুদ্রিত প্রথম রচনা কোনটি? – মন্দির যা একটি গল্প
২) দম্পতি= জয়া ও পতি কোন সমাস? – দ্বন্দ্ব
৩) কাজী নজরুলকে কি ধরনের কবি বলা হয়? – বিদ্রোহী কবি বা জাতীয় কবি
৪) সূর্যের প্রতিশব্দ নয় কোনটি?
৫) রাষ্ট্রপতি কোন লিঙ্গ? – উভয় লিঙ্গ
৬) কিংবদন্তী অর্থ? বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ ব্যক্তি বা ব্যাক্তির কাজ।
৭) চশমা কোন ভাষার শব্দ? – ফারসি

গণিত

১) সমকোণী এিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য ৬ হলে ছোট কোণ?

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে পাশকৃত ছাত্র-ছাত্রীরাই কেবলমাত্র ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি হতে পারবেন। এই ভর্তি পরীক্ষার MCQ আকারে হচ্ছে এবং এর প্রশ্নের ধরন গণিত বিজ্ঞান বিষয়ের উপর মূলত করা হয়ে থাকে এছাড়াও বাংলা-ইংরেজি বিষয়গুলো নেওয়া হয়ে থাকে ডিপ্লোমা ইন নার্সিং এর ভর্তি পরীক্ষা শেষে কেবলমাত্র প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন । এছাড়াও পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করতে পারবো এখান থেকে দেখতে পারবেন সবার আগে দেখুন নার্সিং ডিপ্লোমা ভর্তি প্রশ্ন সমাধান।

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং এ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

  • আবেদন শুরু –  ১৫ মার্চ ২০২৩
  • আবেদনের শেষ তারিখ – ১৩ এপ্রিল ২০২৩
  • টাকা জমাদানের শেষ তারিখ  –  ১৫ এপ্রিল ২০২৩
  • আবেদন ফি – ৭০০ টাকা (নার্সিং) / ৫০০ টাকা (মিডওয়াইফারি)
  • ভর্তি পরীক্ষা  – ২৬ মে ২০২৩ ( সকাল ১০ টা)

ভর্তি পরীক্ষার মানবন্টন

১৫০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে । তার মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ এবং সময় থাকবে ১ ঘন্টা । আর বাকি ৫০ নম্বর জিপিএ – এর জন্য বরাদ্দ থাকবে । ভর্তি পরীক্ষার ৪০ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে ।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
  • বাংলা – ২০
  • ইংরেজী – ২০
  • গণিত – ১০
  • সাধারন বিজ্ঞান – ২৫
  • সাধারন জ্ঞান – ২৫

সারাদেশের ১০০ টি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি -এর জন্য মোট ৪৯৮০ টি আসন রয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী এ সংখ্যা আরো বাড়ানো হতে পারে ।

  • বিএসসি ইন নার্সিং – ১২০০ টি
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি- ২৭৩০ টি
    ডিপ্লোমা ইন মিডওয়াইফারি -১০৫০ টি

সরকারি ও মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল

ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে আপনার সরকারী ও মিডওয়াইফারি ওয়েবসাইট www.bnmc.gov.bd এ প্রবেশ করে রেজাল্ট দেখুন। সরকারি এবং মিডওয়াইফারি ওয়েবসাইট থেকে  ফলাফল প্রকাশ করে থাকে।

সরকারি ও মিডওয়াইফারি ওয়েবসাইটে প্রবেশ করে অফিসিয়াল ফলাফল সেকশন খুঁজে দেখুন। পরীক্ষার ফলাফল প্রকাশের পরে এই সেকশনে আপনি রেজাল্ট লিংক বা অন্যান্য তথ্য পেতে পারেন। একবার রেজাল্ট পেজে প্রবেশ করে আপনি আপনার রোল নম্বর বা অন্যান্য আইডি প্রদান করে ফলাফল দেখতে পারবেন।

সরকারি ও মিডওয়াইফারি ডিপ্লোমা ইন নার্সিং রেজাল্ট

সরকারি ও মিডওয়াইফারি ওয়েবসাইটের ঠিকানা পাওয়া যাবে সরকারী ওয়েবসাইট বা মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে যাওয়ার মাধ্যমে। আপনার নিকটবর্তী সরকারী বা মিডওয়াইফারি সংস্থার অফিসে যোগাযোগ করে ওয়েবসাইটের ঠিকানা জানতে পারেন।