আজকের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৫ [সকল জেলা]

ইসলামিক ফাউন্ডেশন ইফতার ও সেহরির সময়সূচি ২০২৪ অনুযায়ী সারা দেশের সকল জেলা ও উপজেলা এবং বিভাগীয় সহর অনুযায়ী সময়সূচী প্রকাশ করেছে। সেই আলোকে আলাদা ভাবে আমাদের এই সাইট থেকে প্রতিদিনের সেহরি ও ইফতারের সময়সূচী এবং দোয়া ও মোনাজাত ২০২৪ এর বিস্তারিত দেওয়া হয়েছে আপনারা দেখে নিন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।

আজ রমজান ইফতার ও সেহেরি সময়সূচী জেনে নিন এখান থেকে।

Bangladesh Ramadan Calendar 2024: ১২ মার্চ ২০২৪

বড় বড় ও গুরুত্বপূর্ণ শহরের আজকের ইফতার ও সেহরীর সময়সূচী দেহে নিন।

ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ দেখুন এখানে

রমজানতারিখসেহরী (AM) শেষ সময়ইফতার (PM) শুরু সময়
০১১২ মার্চ ২০২৪০৪ঃ৪০০৬ঃ২৬
০২১৩ মার্চ ২০২৪০৪ঃ৩৯০৬ঃ২৬

নিচের দিকে জেলা ভিত্তিক সময়সূচী প্রকাশ করা হয়েছে। এছাডা আপনি ইসলামী ফাউন্ডেশেসন এর দেওয়া ২০২৪ সালের সমজানের সময়সূচী দেখতে পারবেন।

জেলা ভিত্তিক (ইসলামিক ফাউন্ডেশন) ইফতার ও সেহরির সময়সূচি ২০২৪

রমজান মাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ আমল ও দোয়া সমূহ। রমজান ২০২৪

সেহরি খাওয়ার আগে ও পরে দোয়া

সেহেরি এবং ইফতার সময়ে নিম্নলিখিত দুটি দু’আ পড়া উচিত

সেহেরি খাওয়ার সময় দু’আ হল:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِي وَسِعَتْ كُلَّ شَيٍْء

এর অর্থ হল, “হে আল্লাহ! আমি তোমার রহমত চাই যা সকল কিছুতে ব্যাপক প্রসারিত।”

সেহরি খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন

সেহেরি খাওয়ার পড়ে দু’আ হল:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

অথবা 

اللَّهُمَّ إِنِّي أَصُومُ صَوْمَ شَهْرِ رَمَضَانَ فَتَقَبَّلْ مِنِّي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ

অর্থ: হে আল্লাহ! আমি রমজান মাসের রোজা রাখি। তুমি আমার পূর্ববর্তী কাজ এবং পরবর্তী কাজকে গ্রহণ কর।

ইফতার আগে ও পরে যে দুআ পডবেন

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

অর্থ: হে আল্লাহ! তোমার জন্য আমি রোজা রাখি এবং তোমার রিয়াজে আমি ইফতার করি।

ইফতার খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন

بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতুওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)

এছাড়াও, সেহেরি এবং ইফতারে আমালগুলির জন্য দুআ করা যেতে পারে। এই আমলগুলির জন্য সাধারণত পাঠ করা হয়:

সেহেরি আমলগুলি:

  • রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি সেহেরি খাওয়ার জন্য উঠে থাকে তার জন্য আল্লাহ তালা করুন দুআ করেন যে, ‘হে আল্লাহ! আমাদের জন্যে বরকত দিন এবং আমাদের জন্যে পরিচিতি দিন। আমাদের জন্যে দিন যেন আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত এবং বরকত হয়। হে আল্লাহ! তুমি ক্ষমাশীল এবং সদয এবং আমাদের জন্যে প্রতিক্রিয়াশীল।”

ইফতারের ও সেহেরির আমলগুলো আরো দেখুন

ইসলামিক ফাউন্ডেশন ইফতার ও সেহরির সময়সূচি ২০২৪

১৪৪৪ হিজরি সালের পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪

জেলা ভিত্তিক ইফতার ও সেহেরি সময়সূচী ২০২৪