NTRCA মাধ্যমে ৪র্থ গণবিজ্ঞপ্তির চুডান্ত ভাবে নিয়োগ লক্ষে শিক্ষক নিয়োগ তালিকা দেখুন। এই বিজ্ঞপ্তির মাধ্যমে NTRCA এর কর্তৃপক্ষ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৬৮ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের লক্ষে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কিন্তু যোগ্য প্রার্থী না থাকায় প্রাথমিকের জন্য ৩২ হাজারেরও বেশি প্রাথীকে নিয়োগের প্রাথমিক সুপারিশ করে কর্তৃপক্ষ। তার মধ্যে ২৭ হাজার ৭৫৪ জন শিক্ষককে প্রথমবারের মতো অনলাইনে পুলিশ ভেরিফিকেশন এর ফরম পূরণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।
NTRCA মাধ্যমে ৪র্থ গণবিজ্ঞপ্তির চুডান্ত তালিকা
তারই ধারাবাহিকতায় আজকে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ৪র্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ তালিকা। আপনি যদি এখনো এই নিয়োগ প্রাপ্তদের তালিকা না পেয়ে থাকেন তাহলে এখান থেকে সহজেই তালিকা দেখতে পারবেন এবং এই তালিকা থেকে শিক্ষকদের দ্রুতই তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ সম্পন্ন করা হবে । তাই এই তালিকা দেখতে আপনি যেভাবে দেখবেন তা এখানে উল্লেখ করা হয়েছে।
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি Download PDF
NTRCA [৪র্থ গণবিজ্ঞপ্তি] সুপারিশ চূডান্ত তালিকা
আপনি যদি অনলাইনে ফলাফল না পেয়ে থাকেন তা হলে আববেদন কৃত USER ID ও PASS WORD দিয়ে আপনি ফলাফল দেখতে পারবেন। এছাডা আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন তা হলে আপনারা মোবাইল নাম্বার এ ফলাফল দেখতে পারবেন। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
Enter Batch and Roll and click Find to get result of recruitment (public circular 2023)