বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের লক্ষ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে । ইতিমধ্যে আপনারা শিক্ষা-প্রতিষ্ঠানের-তালিকা পেয়েছেন । বিষয়ভিত্তিক অনুসারে কোন প্রতিষ্ঠানে কতজন শিক্ষক নিয়োগ কোন বিষয়ের উপর কতজন নিবে তার তালিকা প্রকাশ করা হয়েছে। যদি না পেয়ে থাকেন এখানে ক্লিক করে জেনে নিন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য আবেদন করতে হলে নিচের দেওয়া নিয়মকানুনগুলো আগে পরে নিন এবং নিচে আবেদন করার জন্য লিংক দেওয়া হয়েছে । এখানে ভিজিট করে সহজেই আপনারা আবেদন করতে পারেন । আসুন আমরা আবেদন সম্পন্ন করি আজ ২৯ শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন শুরু এবং শেষ হচ্ছে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ
৪র্থ গণবিজ্ঞপ্তি- ২০২২
Read Carefully Before Proceed
- একটি রোল, ব্যাচ এবং রেজিষ্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে।
- ফি জমাদানের পূর্ব পর্যন্ত আবেদনটি ড্রাফট হিসেবে সংরক্ষিত থাকবে।
- আবেদন প্রক্রিয়ার যে কোন পর্যায়ে আপনি লগআউট করতে পারেন। পুনরায় লগইন করে ড্রাফট আবেদন-এর অবশিষ্ট ধাপ সম্পন্ন করা যাবে। এই সময় ইতিমধ্যে পূরণকৃত যেকোন তথ্য পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারেন।
- আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা স্বতন্ত্র ট্রাকিং নম্বর প্রদান করা হবে যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
- নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে এবং পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন।
- আবেদন সংক্রান্ত কোন সাহায্যের জন্য কাস্টোমার কেয়ার-এ যোগাযোগ করুন। এছাড়াও, উপরের মেনু থেকে Help লিংক-এ ক্লিক করে আপনার প্রশ্ন সাবমিট করতে পারেন।
চতুর্থ গণবিজ্ঞপ্তি অনুসারে যেহেতু স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরী প্রতিষ্ঠান ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দিবে সরবো মোট ৬৮ হাজার ৩৯০ জন নিয়োগ দিবে। তাই আসুন জেলা ও উপজেলা ভিত্তিক কোন শিক্ষা প্রতিষ্ঠানে কত জন নিয়োগ দিবে তা এখান থেকে জেনে নেই।
Payment Instruction
- Application fee is Tk. 1000
- Application fee payment deadline You will pay the fee within 72 hours of applying .
- SMS must be sent from any Tele talk prepaid number.
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি শূন্য পদের-তালিকা অনলাইন থেকে দেখুন
১। প্রথমে আপনাকে এনটিআরসি এর ওয়েবসাইটে http://www.ntrca.gov.bd/ প্রবেশ করতে হবে।
২। ওয়েবসাইটে প্রবেশের পর আপনি যে ইন্টারফেস দেখবেন তার আমাদের সেবাসমূহ তে দেখুন চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022 ।
৩। এখানে শূন্য পদের তালিকা দেখুন এই লেখাতে ক্লিক করে আপনার কাংখিত শূন্যপদের পিডিএফ তালিকা দেখতে পারবেন।
৪। এছাডা আপনার চাইলে http://ngi.teletalk.com.bd/ ওয়েবসাইট এ প্রবেশ করে সহজেই দেখে নিতে পারেন শুন্য পদের তালিকা।
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি আবেদন করতে ভিজিট করুণ
নিচের দেওয়া পিডিএফ ফাইলটি ভিউ করুন অথবা এনটিআরসি এর ওয়েবসাইটে http://www.ntrca.gov.bd/ প্রবেশ করতে ভিজিট করে সরাসরি শুন্য পদের তালিকা দেখুন এখানে। আপনারা যাহারা জুজ্ঞ আপনারা সহজেই আবেদন সম্পূর্ণ করছেন। এখন সময় এসেছে ফলাফল দেখার জন্য । আপনি যদি সঠিক ভাবে আবেদন করে থাকেন তা হলে আপনি জুজ্ঞতা অনুযায়ী নিয়োগ ফলাফল এ ভালো রেজাল্ট আসতে পারেন। তাই আপনার জন্য এই ফলাফল দেখা জরুরী। আসুন আমরা সহজেই ফলাফল দেখি। এছাডা আপনি কোন প্রতিষ্ঠানে আবেদন করেছেন তা এখান থেকে আবেদন সম্পূর্ণ করুণ। সবার আগে আসুন ফলাফল দেখি।
NTRCA ৪র্থ গনবিজ্ঞপ্তি ফলাফল