ডাকযোগে [খতিয়ান বা পর্চা] সার্টিফাইড কপি সংগ্রহ করবেন যেভাবে

ঘরে বসে জমির খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি ডাক যোগে আপনি কিভাবে পাবেন তা নিয়ম মূলত এখানে আলোচনা করা হয়েছে। বর্তমানে জমির যেকোনো ধরনের খতিয়ান বা পর্চা যে নামে নামে ডাকেন না কেন আপনি অনলাইন থেকে আবেদন করে সহজে ঘরে বসেই সংগ্রহ করতে পারবেন। খতিয়ান এর সার্টিফাইড অরজিনাল কপি পেতে গেলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং ডাকযোগের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ।

CS, SA, RS, BS দাগ নম্বর দিয়ে খতিয়ান বা পর্চার কপি সংগ্রহ করতে ভিজিট করুণ

আগের মত এখন আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। মোটামুটি আপনি আপনার হাতে পেয়ে যাবেন খতিয়ান বা মিউটেশন। যেভাবে আপনি সহজে আবেদন করবেন এবং ডাকযোগে সংগ্রহ করবেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আসুন আমরা একে একে যেন নেই।

সার্টিফাইড কপি আবেদন করবেন যেভাবে

ডাক এর মাধ্যমে খতিয়ান প্রাপ্তির জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। তার আগে আপনি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম যাচাই করতে ভিজিট করুন।

খতিয়ান সার্টিফাইড কপি আবেদন ভিজিট করুণ

যাচাই করার পর আপনি সহজেই আবেদন করে আপনার কাঙ্ক্ষিত  খতিয়ান এর সার্টিফাইড কপি সংগ্রহ করতে ভিজিট করুণ এখান থেকে। আশা করি আপনি সহজেই আবেদন করতে পারবেন। যেভাবে আপনি সার্টিফাইড খতিয়ান এর কপি পেতে আবেদন করবেন তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

  • প্রথমে আপনি এই ওয়েবসাইট ঠিকানায় ভিজিট করুণ
  • eporcha.gov.bd/khatian-search-panel এই লিঙ্কে।
  • এরপর আপনার খতিয়ানের ধরন সিলেক্ট করে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা সিলেক্ট করতে হবে। 

এবার অধিকতর অনুসন্ধান অংশে ক্লিক করুণ। আপনার পেজে দেখবেন নিচের দেওয়া ইমেজ এর মত নতুন পেজ আসবে। এখান থেকে আপনি খতিয়ান আবেদন ক্লিক করতে হবে। 

খতিয়ান আবেদন ফরম থেকে আবেদন করুণ

খতিয়ান এর আবেদন ফরমটি ভালো করে পডুন এবং এখানে যে তথ্য চাওয়া হয়েছে তা ফিল আপ করুণ। খতিয়ান সার্টিফাইড কপি আবেদন ফরম পুরন করতে ক্লিক করুণ

আবেদন করতে যা যা লাগবে।

  • জাতীয় পরিচয় পত্র
  • মোবাইল নম্বর
  • নাম ঠিকানা, ইমেইল আইডি

আপনাকে কাছে থাকা NID থাকা সকল তথ্য মাধ্যমে এই ফরমটি পূরন করুণ। এবং পরবরতি ধাপে এগিয়ে যান।

খতিয়ান আবেদন ফরম ফি প্রদান করুণ

আপনি আপনার কাঙ্ক্ষিত খতিয়ান যেহেতু ডাক যোগে পেতে চাচ্ছেন তা জন্য আপনাকে ১৪০টাকা ফি প্রদান করতে হবে। তা হলে কেবল আপনি সারটিফাইড কপি হাতে পাবেন।

খতিয়ান আবেদন ফরম ফি প্রদান করতে ক্লিক করুণ

ফি পরিশোদের মাধ্যম হচ্ছে বিকাশ, রকেট , নগদ এছডা অনলাইন বিভিন্ন মাধ্যমে আপনি এই ফি প্রদান করতে পারবেন। আসুন আমরা এখান থেকে সহজেই আবেদন ফি প্রদান করে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করি।

খতিয়ান সার্টিফাইড কপি যেভাবে ডাকযোগে সংগ্রহ করবেন

খতিয়ানের অনলাইন আবেদনের সার্টিফাইড কপি সংগ্রহের জন্য আপনি যদি ফি প্রদান করে থাকেন, তাহলে সাত কাজ্য দিবসের মধ্যে এই খতিয়ানের সার্টিফাইড কপি ডাকযোগে আপনার ঠিকানা বরাবর চলে আসবে । মনে রাখবেন আপনার সচল মোবাইল নম্বর থেকে ডাকযোগ এর ডাক পিয়ন কল করবেন এবং আপনি তার কাছ থেকে সহজেই জেলা প্রশাসক এর কার্যালয় এর সিল যুক্ত খাম সংগ্রহ করবেন। যদি আপনি এই সময়ের মধ্যে না পেয়ে থাকেন তা হলে জেলা প্রশাসক এর কার্যালয় যোগাযোগ করুণ।