BOESL কোরিয়ান ভাষা পারদর্শী [মোবাইল অ্যাপস] অনলাইন চূড়ান্ত নিবন্ধন ২০২৪

BOESL এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানির লক্ষ্যে অনলাইন চূড়ান্ত নিবন্ধন-২০২৪ {কোরিয়ান ভাষা পারদর্শী} কার্যক্রম শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২১ ফেব্রুয়ারি বিকেল ১১টা পর্যন্ত চলবে এই নিবন্ধন।   যারা কোরিয়ান ভাষা পারদর্শী আছেন আপনারা ঘরে বসেই অনলাইনে আপনার হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল অ্যাপস ব্যবহার করে সহজেই অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। কিভাবে মোবাইল অ্যাপস ব্যবহার করে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে । ইতিমধ্যে বোয়েসেল তাদের ফেজবুজ পেজে এই ব্যাপারে একটি নোটিশ প্রদান করেছে।

কোরিয়ান ভাষা পারদর্শীদের অনলাইন চূড়ান্ত নিবন্ধনঃ ২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টা

কোরিয়ান ভাষা পারদর্শীদের মোবাইল অ্যাপস অনলাইন চূড়ান্ত নিবন্ধন

মোবাইলের মাধ্যমে আপনি কিভাবে চূডান্ত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন বিস্তারিত ওখানে উল্লেখ করা হয়েছে । কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন যে কোনো এন্ড্রয়েড মোবাইল থেকে সম্পন্ন করা যাবে। এক্ষেত্রে কোন থার্ড পার্টির সহযোগিতার প্রয়োজন নেই। এ সংক্রান্ত গাইডলাইন তৈরি করা হচ্ছে, শিঘ্রই এ পেইজে প্রচার করা হবে।

 অনলাইন চূড়ান্ত নিবন্ধনঃ মোবাইলে বোয়েসেল অ্যাপস ক্লিক করুণ 

ছবি ও পাসপোর্ট সংক্রান্তঃ কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন যে কোনো এন্ড্রয়েড মোবাইল থেকে সম্পন্ন করা যাবে। নিবন্ধনের প্রস্তুতির জন্য নির্ধারিত ফরমেটে পাসপোর্ট ও ছবি তৈরি করে রাখুন। মনে রাখবেন পাসপোর্ট ও রঙিন ছবি পরিস্কার না হলে এইচআরডি কোরিয়ার ডেটাবেজ সার্ভারে আপলোড করা যাবেনা। পাসপোর্ট ও ছবি তৈরির নমুনা ১ম কমেন্টসে পাওয়া যাবে।

কোরিয়া অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশন এর জন্য আপনাদের আরো সুবিধার্থে জন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি।  আশা করি আপনাদের উপকারে আসবে , কোরিয়া অনলাইন নিবন্ধন জন্য আপনার হাতে থাকতে হবে একটি স্মার্টফোন । এই স্মার্টফোন দিয়ে আপনি সহজেই মোবাইলে বোয়েসেল অ্যাপস এর মাধ্যমে সহজেই আপনার কোরিয়া অনলাইন নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন । এমনকি মোবাইল বিকাশ অ্যাপস মাধ্যমে আপনাকে ফ্রি প্রদান করতে হবে । আসুন বিস্তারিত নিয়ম গুলো জেনে নেই-

অনলাইন চূড়ান্ত নিবন্ধন জন্য ক্লিক করুনঃ eps.boesl.gov.bd

কোরিয়ান ভাষা পারদর্শীদের মোবাইলে মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন

  • আপনার হাতে থাকা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে BOESL Apps ইন্সটল করুণ
  • এবার বোয়েসেল অ্যাপস প্রবেশ করুণ।
  • ওখানে EPS TOPIK লিখা অংশে ক্লিক করুণ।
  • এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে
  • নিবন্ধন নম্বর পাওয়ার পর আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন ফি জমা দেওয়া সম্পূর্ণ হলে আপনি প্রবেশ পত্র ডাউনলোড করে নিতে পারবেন।

কোরিয়া ভাষা পরীক্ষায় নিবন্ধনের ধাপ

১। কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে ৩০,৬৫২ জন নিবন্ধন এর জন্য বিভিন্ন খাতে সুযোগ দেওয়া হবে।
  • উৎপাদন শিল্প-১৭৪৬০,
  • মৎস্য-৭৭৬০
  • কনস্ট্রাকশন-৪২৬৮ এবং
  • জাহাজ নির্মাণ-১১৬৪);
২। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৩। কোনো প্রার্থী একের অধিক আবেদন করলে অবশ্যই তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

কোরিয়া ভাষা পরীক্ষায় প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা সারটিফিকেট
২। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে পরীক্ষার সময় (সনদ বাধ্যতামূলক)।
৩। প্রাথির বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর
৪। পাসপোর্ট-এর মেয়াদ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে প্রাথীর নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে তার জন্য ভিডিও দেখে নিন।
৭।  উত্পাদন, জাহাজ নির্মাণ, নির্মাণ এবং মৎস্য (অনশোর এবং অফশোর) ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে (সার্টিফিকেট বাধ্যতামূলক);
৮। বর্ণান্ধতা বা রঙ দৃষ্টি সমস্যা থেকে মুক্ত হতে হবে;
.৯। পোশাক, আচরণ এবং কথোপকথনে মার্জিত হন;
১০। মাদকাসক্তি/সিফিলিসে আক্রান্ত ব্যক্তিরা অযোগ্য বলে বিবেচিত হবে;
১১। ফৌজদারি অপরাধের জন্য কারাগারে বা অন্য কোনো দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা;
১২। যারা দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে বসবাস করছেন তারা অযোগ্য হবেন;
১৩।  দেশ ত্যাগ করতে বাধা দেওয়া ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবে এবং
১৪।  যারা E-9 বা E-10 ভিসায় কোরিয়ায় 5 বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তারা অযোগ্য হবেন।