উকিল ছাড়া মামলার হাজিরার তারিখ যেভাবে অনলাইনে থেকে জেনে নিবেন। সুপ্রীমকোর্টের সব মামলার কার্যতালিকা অনলাইনে পাবেন। জেলা পর্যায়ের আদালতগুলোর অনলাইনে দেওয়ানী মামলার তারিখ ও কোন অবস্থায় আছে এমনকি অনলাইনে আপনি শুনতে পারবেন আপনার মামলার দিন কি হচ্ছে। তা বিস্তারিত জানতে পারবেন এখান থেকে।
অনলাইনে মামলা কার্যতালিকা দেখতে ভিজিট করুণ
২০২৩ সাল থেকে মোটা মোটি বাংলাদেশের সকল মামলার কাজ্জক্রম অনলাইনে পাওয়া যাচ্ছে। আপনি যদি অনলাইন থেকে এই সকল কাজ্জক্রম দেখতে চান তা হলে এখান থেকে সহজেই দেখতে পাবেন।
অনলাইনে দেওয়ানী মামলার তারিখ চেক করবেন যেভাবে
সুপ্রিম কোর্টের সব মামলা অনলাইনে পাওয়া যাবে। জেলা পর্যায়ের আদালতের কার্যক্রম অনলাইনে প্রকাশের ব্যবস্থা রয়েছে। যদি এই মামলাটি জেলা পর্যায়ের আদালতে চলমান থাকে, তবে আপনি মুহুরি বা পেশকার থেকে উপস্থিতির তারিখ জানতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে।
মামলার কার্যতালিকা | Causelist
আপনি কীভাবে সহজেই ঘরে বসে অনলাইনে আপনার মামলার তারিখ খুঁজে পেতে পারেন সে সম্পর্কে এখানে একটি আলোচনা রয়েছে। চলুন এখান থেকে বিস্তারিত জেনে নিই।
অনেক সময় উকিল এর মাধ্যমে আমরা কাজ গুলো করে থাকি। কিন্তু উকিল আপনার মামলা ঠিক ভাবে পরিচালনা করছে কি না তা অনেকেই যাচাই করি না। এমন কি কিভাবে যাচাই করবো তাও জানি না। উকিলের উপর বিশ্বাস করে মামলা পরিচালনা করার কারনে অনেক সময় মামলা হেরে যেতে হয়।
তার জন্য সরকার এখন থেকে নতুন নিয়মে মামলা পরিচালনা কোন অবস্থানে আছে তার জন্য আপনি ঘরে বসে আপনার মামলার অবস্থান কি তা জানতে পারবেন। এমন কি অনলাইনে শুনানি ও করতে পারবেন। এছাডা মামলার পরবরতি তারিখ আপনি অনলাইনে সহজেই দেখতে পারবেন। তার জন্য নিচের নিয়ম গুলো দেখুন।
অনলাইনে দেওয়ানী মামলার চেক করুণ
- প্রথমেই আপনি ওয়েবসাইটে https://causelist.judiciary.gov.bd/ ভিজিট করুণ
- এর পর ডান পাশে উপরে মামলা অনুসন্ধান এ ক্লিক করুণ
- এবার আপনার মামলা যে বিভাগ সেই বিভাগ ও জেলা নির্বাচন করুণ
- আপনার মামলা যে কোট বা আদলত এ হয়েছে সেই আদালত নিরবাচক করুণ
- দেওয়ানি মামলা গুলো সাধারনত সহকারী জজ আদালত এ হয়ে থাকে।
- এবার আপনার নামে থাকা মামলা নম্বর ও সাল লিখুন
- অনুসন্ধান এ ক্লিক করলে আপনার মামলার তথ্য বের হয়ে আসবে।
- মামলাবিস্তারিত দেখতে ক্লিক করুণ এখানে।
- আপনার মামলার তারিখ এবং কি অবস্থায় আছে আপনি সহজেই দেখতে পারবেন।
দেওয়ানী মামলার দাপ সমূহ
1 দেওয়ানী মামলা কত প্রকার , দেওয়ানী মামলার ধাপ সমূহ এবং একটি মামলার শুরু
2 সমন জারি করা হয়
3 একটি লিখিত প্রতিক্রিয়া পাঠান
4 বিকল্পভাবে বিরোধ নিষ্পত্তি (ADR):
5 বিরোধ নিষ্পত্তির একটি ভিন্ন পদ্ধতি
6 সমস্যা বা এখতিয়ার চিহ্নিত করা
7 ধারা ৩০ এবং সমন জারি
8 চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ (SD)