HSC পরীক্ষার ফলাফল ২৬ শে নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হচ্ছে। যে সকল শিক্ষার্থী এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এইচএসএসসি পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনারা এই ফলাফল ওই দিন সকাল ১১টার মধ্যে মধ্যেই অনলাইনে দেখতে পারবেন। এছাড়াও এই রেজাল্ট দেখে আপনারা সন্ধ্যা ছয়টার পরে কুমিল্লা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইট থেকে রেজাল্ট শীট ডাউনলোড করতে পারবেন।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৪
আরো দেখুনঃ [সকল বোর্ড] এইচএসসি পুনঃনিরীক্ষণের রেজাল্ট ২০২৪ PDF Click Here
আসুন কিভাবে রেজাল্ট দেখবেন এবং রেজাল্ট শিট বা মার্কশিট ডাউনলোড করবেন তা নিয়ে বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে তা দেখে নেই এবং সকল কলেজের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনাদের কলেজের ফলাফল কেমন হয়েছে তা জানতে পারবেন। যদি কারো রেজাল্ট কাঙ্ক্ষিত না হয়ে থাকে তা হলে এইচএসসি ফলাফল পূনঃ নিরিক্ষনের জন্য আবেদন করার পব্ধতি এখানে দেওয়া হয়েছে।
Comilla Board HSC Exam Result 2023 Click Here
আরো দেখুনঃ সরকারি স্কুলে ভর্তি-২০২৪ ডিজিটাল লটারির রেজাল্ট পিডিএফ নতুন নিয়মে দেখুন ক্লিক করুণ
কুমিল্লা শিক্ষা বোর্ডের রেজাল্ট ২০২৪
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার সকল কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল আপনি এখান থেকে PDF ফরম্যাটে দেখতে পারেন। এখানে আপনি কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনার ফলাফলের দেখতে পাবেন। চলুন এখানে আলোচনা করা যাক কিভাবে ফলাফল চেক করবেন।
web.comillaboard.gov.bd/bisecb ফলাফল দেখুন
- ব্রাহ্মণবাড়িয়া জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
- চাঁদপুর জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
- কুমিল্লা জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
- ফেনী জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
- লক্ষ্মীপুর জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
- নোয়াখালী জেলা সকল কলেজ ২০২৪ এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশীট সহ দেখুন
যাহারা কুমিল্লা শিক্ষা বোড এর অধীনে এই বছর এইচএসসি পরীক্ষা অংশ গ্রহন করেছেন। আপনারা দ্রুত ফলাফল দেখতে মোবাইল এসএমএস এর মাধ্যমে এখানের দেওয়া পব্ধতি অনুসরন করুণ। টেলিটক মোবাইল সিমের মেসেজ অপশনে গিয়ে HSC টাইপ করুন, স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখুন, রোল নম্বর লিখুন, স্পেস দিয়ে পাসের বছর লিখুন এবং 16222 নম্বরে পাঠান।
এইচএসসি রেজাল্ট দেখুন মোবাইল SMS>> HSC<> Board<> Roll<> Year এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ – HSC COM 123456 2023 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে। ফিরতি SMS ফল জানা যাবে।
এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ ওয়েবসাইট থেকে দেখুন
- এছাড়াও আপনি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি এইচএসসি ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেখতে পারেন।
- প্রথমেই আপনি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ প্রবেশ করুণ।
- এখান থেকে পরীক্ষা নির্বাচন করুনঃ HSC/Alim
- এবার পরীক্ষার সাল নির্বাচন করুনঃ 2023
- শিক্ষা বোর্ড চয়েজ করুনঃ Comilla
- রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ঘর পূর্ণ করুণ
- এখান থেকে কেপ্সার এর ঘর পূরন করে নিন।
- এবার Submit বাটনে ক্লিক করুণ।
- আশা করি আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট পূনঃ নিরীক্ষণ জন্য আবেদন
এইচএসসি পরীক্ষার রেজাল্ট যদি আশানুরূপ না হয়ে থাকেন তা হলে আপই এই রেজাল্ট পূনঃ নিরীক্ষন করতে পারবেন মোবাইল এসএমএস এর মাধ্যমে। আসুন কুমিল্লা শিক্ষা বোর্ড এর যেসকল শিক্ষথী পূনঃ নিরীক্ষন এর আবেদন করতে আগ্রহী তাহারা কিভাবে আবেদন করবেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
টেলিটক মোবাইল সিমের মেসেজ অপশনে গিয়ে RSC টাইপ করুন, স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখুন, Roll নম্বর লিখুন, স্পেস দিয়ে Subject কোড লিখুন এবং 16222 নম্বরে পাঠান।
এইচএসসি রেজাল্ট পূনঃনীরিক্ষন মোবাইল SMS>> RSC<> COM<> Roll<> Subject Code এবং পাঠিয়ে দিন 16222 পর্যন্ত।
উদাহরণ – RSC COM 123456 101 এবং পাঠিয়ে দিন 16222।
পূনঃ নিরীক্ষন এর আবেদন এর সময়সূচী ২৭ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ০৩ ডিসেম্বর ২০২৪ এবং প্রতি পত্রের জন্য আবেদন ফি ১৫০টাকা