যে নামাজ জীবনে একবার হলেও পডতে হয় তা হচ্ছে সালাতুল তাজবিহ। বেশির ভাগ মানুষ এই নামাজ পডার জন্য শবে বরাত এর রাত্রী কে বেঁচে নিয়ে থাকে। আজ ৭ই মার্চ প্রবিত্র শবে বরাত রাত্রী। আসুন সালাতুত তাসবিহ নামাজ পড়লে পুরনো সব গুনাহ / পাপ মাপ হয়ে যায়। এর অনেক সোওয়াব রয়েছে। যা অতুলনীয়। নবী করিম( সা.) তার অনুসারীদের সালাতুত তাসবিহ নামাজ পড়তে উৎসাহিত করতেন। সালাতুত তাসবিহ নামাজ পড়লে বিপদ -আপদ, চিন্তা, পাপ কাজ থেকে আল্লাহ মুক্ত রাখে।
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
উচ্চারণ: সুবহানাল্লা-হি ওয়ালহাম্দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার।
অর্থ: আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ মহান। এই চারটি তাসবিহ আল্লাহর নিকট অধিক প্রিয়। এই চারটি তাসবিহ দিয়ে এই রাতে আপনারা সালাতুত তাসবিহ নামাজ পড়ে নিতে পারেন।
সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম
সালাতুত তাসবিহ নামাজ চার রাকাত। চার রাকাতে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হবে। প্রতি রাকাতে ৭৫ বার করে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর, যে কোনো সুরা পড়তে পারেন।
১ম রাকাত:
১। সানা পড়ার পরে তাসবিহ টি ১৫ বার পড়তে হবে।
২।তারপর ওয়াক্ত নামাজের নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা বড় সূরার তিন আয়াত পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
৩। রুকুর তাসবিহ পরার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
৪। এরপর রুকু হতে দাড়িয়ে গিয়ে “রাব্বানা লাকাল হামদ” পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
৫।এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
৬। প্রথম সিজদা থেকে বসে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
৭।এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
২য় রাকাত
৮।সুরা ফাতিহা পড়ার আগে তাসবিহ টি ১৫ বার পড়তে হবে ।
৯।তারপর ওয়াক্ত নামাজের নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা বড় সূরার তিন আয়াত পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
১০।এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পরার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
১১। এরপর রুকু হতে দাড়িয়ে গিয়ে “রাব্বানা লাকাল হামদ” পড়ার পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে।
১২।এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
১৩। প্রথম সিজদা থেকে বসে তাসবিহ টি ১০ বার পড়তে হবে ।
১৪।এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহ টি ১০ বার পড়তে হবে । এরপর ২য় রাকাতের আওাহিয়্যাতু পড়তে হবে।
এরপর ২য় রাকাতের মত করে ৩য় ও ৪র্থ রাকাত শেষ করে নামাজ শেষ করে। আরো তাসবিহ পড়বেন।
তাসবিহ:: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি; আসতাগফিরুল্লাহ; ওয়া আতুবু ইলাইহি।’