BUP স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। নতুন নিয়মে আবেদন, প্রবেশপত্র ডাউনলোড

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) ২০২৪ সালের স্নাতক কোর্স ভর্তি জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2023-2024 সেশনের ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির জন্য। BUP চার বছরের অনার্স/ইঞ্জিনিয়ারিং (আইসিই এবং সিএসই) প্রোগ্রাম ।

BUP স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

2022 এবং 2023 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্য ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। একজন প্রার্থী যেকোন সংখ্যক অনুষদে ভর্তির জন্য আবেদন করতে পারেন । ভর্তি পরীক্ষায় যে উত্তিন্ন হবেন তিনিই ভর্তি হতে পারবেন। বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা (লিখিত) বিভিন্ন তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়াকরণ ফি অ-ফেরতযোগ্য।

BUP স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচী

  • অনলাইন আবেদন জমা শুরু: ১৭ ডিসেম্বর ২০২৩
  • অনলাইন আবেদন জমা শেষ: ০৪ জানুয়ারী ২০২৪
  • আবেদন ওয়েবসাইটঃ www.bup.edu.bd
  • লিখিত পরীক্ষা জন্য নির্বাচিত তালিকাঃ ০৭ জানুয়ারী ২০২৪
  • অ্যাডমিট ডাউনলোডঃ ১৪ জানুয়ারি ২০২৪ admission.bup.edu.bd
  • নির্বাচিত প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৪

অনলাইন আবেদন নির্দেশাবলী

কীভাবে আবেদন করবেন’ লিঙ্কে পাওয়া যাবে আবেদনের বিস্তারিত পদ্ধতি (ভিডিও) BUP এর ওয়েবসাইটে পাওয়া যাবে: www.bup.edu.bd

ধাপ ১ঃ প্রথমে admission.bup.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করুণ এবং পোগ্রাম নির্বাচন করে একটি একাউন্ট খুলুন।

ধাপ ২ঃ আবেদন ফর্ম পুরন করার পর আবেদন ফি জমা দিন এবং প্রতিটি অনুষদের জন্য আবেদন প্রক্রিয়াকরণ ফি ১০৫০ টাকা (শুধু এক হাজার পঞ্চাশ)। আবেদন প্রক্রিয়াকরণ ফি আপনার পছন্দের কার্ড/মোবাইলের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে । আর্থিক পরিষেবা/ইন্টারনেট ব্যাঙ্কিং। সার্ভিস চার্জ প্রযোজ্য। বিস্তারিত পেমেন্ট পদ্ধতি ভর্তির ওয়েবসাইট admission.bup.edu.bd-এ ‘

ধাপ ৩ঃ এই ধাপে আবেদন ফি সম্পূন হলে মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড এর ম্যাসেজ আসবে এবং তা দিয়ে লগইন করুণ।

ধাপ ৪ঃ আবেদন ফর্ম সম্পূর্ণ হবার পর নতুন করে বেসিক তথ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করুণ। এখানে একটি ইমেজ ও সিগনাসার প্রয়োজন পডবে। ছবির সাইট ৩০০X৩০০ প্রিক্সেল ১৫০KB কম হবে  এবং সাইন ৩০০X৮০ প্রিক্সেল এবং ৬০ KB কম হবে।

ভর্তির যোগ্যতা আবেদন নির্দেশাবলী

(1) একজন প্রার্থীকে SSC/সমমান এবং HSC/সমমান পাশ করতে হবে
যেকোনো গ্রুপ থেকে পরীক্ষা।
(2) বিজ্ঞান গ্রুপের প্রার্থীদের অবশ্যই মোট জিপিএ 9.00 ইঞ্চি পেতে হবে
এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ প্রতিটি পরীক্ষায়
(3) বিজনেস স্টাডিজ গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.50 পেতে হবে।
(4) মানবিক গ্রুপের প্রার্থীদের SSC/সমমান এবং HSC/সমমান পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় ন্যূনতম GPA 4.00 সহ মোট GPA 8.00 পেতে হবে।
(5) শিক্ষার সাধারণ শংসাপত্র (GCE) ‘0’ এবং ‘A’ স্তরের পটভূমির প্রার্থীদেরকে নিম্নোক্ত স্কেলের ভিত্তিতে সর্বনিম্ন 26.5 পয়েন্ট সহ যথাক্রমে ন্যূনতম 05 (পাঁচ) এবং 02 (দুই) বিষয়ে পাস করতে হবে:

FacultyFour-Years Honor’s Program
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি
  • ইকোনমিকস
  • ইংলিশ
  • পাবলিক এডমিনিস্টেশন
  • সোশ্যিয়লোজি
বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)
  • বিবিএ – সাধারণ
  • ফিনান্স
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
  • মার্কেটিং
  • ম্যানেজমেন্ট
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)
  • ইন্টারন্যাশনাল রিলেশনস
  • ল (আইন)
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম
  • বিএসএস (অনার্স) ইন পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)
  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্টাল সায়েন্স
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএ (বিএ)

লিখিত পরীক্ষা পূর্ণ মার্ক

প্রার্থীদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় (MCQ) আকারে দেওয়া হবে। পূর্ণ মার্ক  নিম্নরূপ:
(a) ইংরেজি – ৪০ মার্ক
(b) সাধারণ জ্ঞান – ৪০ মার্ক
(c) বাংলা -২০ মার্ক

BUP স্নাতক ভর্তি পরীক্ষায় প্রবেশ পত্র ডাউনলোড

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল স্নাতক করছে ভর্তির প্রবেশপত্র ডাউনলোড করার ক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইট admission.bup.edu.bd প্রবেশ করুন এবং ওখানে দেওয়া ওয়েবসাইট ডাউনলোডে ক্লিক করে সহজে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে।

লিখিত পরীক্ষা নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে:

অনুষদআসন সংখ্যালিখিত পরীক্ষার তারিখলিখিত পরীক্ষার সময়
বিজনেস স্টাডিজ অনুষদ৫০০২০ জানুয়ারি ২০২৪দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ৩৫০১৯ জানুয়ারি ২০২৪সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ২৫০১৯ জানুয়ারি ২০২৪দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ১৫০২০ জানুয়ারি ২০২৪সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত