BOESL কোরিয়ান ভাষা পারদর্শী অনলাইন চূড়ান্ত নিবন্ধন ২০২৪

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়া কর্মী নির্বাচনের লক্ষে কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ নিয়ে অনলাইন চূড়ান্ত নিবন্ধন ২০২৪ সংক্রান্ত ১১ তম বিদেশি শ্রমিক নিয়োগ পয়েন্ট সিস্টেম এর আওতায় দক্ষিণ কোরিয়া জনবল নিয়োগের লক্ষ্যে রেজিস্ট্রেশন এর সময়সূচী অনুযায়ী ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আপনারা যারা দক্ষিণ কোরিয়ায় ভাষা পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন তা হলে, আপনারা কিছু শর্তে নির্ধারিত ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করে নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন।
কোরিয়ান ভাষা পারদর্শী অনলাইন চূড়ান্ত নিবন্ধন করতে ক্লিক করুণ
আসন্ন অনলাইন নিবন্ধন বিশেষ পদ্ধতিতে কোরিয়ান ভাষা পারদর্শী প্রার্থী ব্যতিত অন্য কোনো প্রার্থীকে নিবন্ধন না করার অনুরোধ করা হলো। বিশেষ পদ্ধতিতে নিবন্ধনকৃতদের পরীক্ষা আগামী ১১ মার্চ ২০২৪ তারিখ হতে শুরু হবে।
ইপিএস প্রোগ্রামের অধীনে, উত্পাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, নির্মাণ এবং মৎস্য (সামুদ্রিক এবং উপকূলীয়) ক্ষেত্রে কর্মসংস্থানের জন্য বাংলাদেশী প্রার্থীদের দক্ষিণ কোরিয়ার নির্ধারিত চাকরির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কোরিয়ান ভাষা পরীক্ষায় (ইউবিটি) অংশগ্রহণ করতে হবে। অনলাইন নিবন্ধন সম্পন্ন হবে. দক্ষিণ কোরিয়ার সেক্টর। কোরিয়ান ভাষার দক্ষতা (আগে এলে আগে পাবেন) নিবন্ধন ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ১১ টা পর্যন্ত।
কোরিয়ান ভাষা পারদর্শী অনলাইন চূড়ান্ত নিবন্ধনঃ eps.boesl.gov.bd

ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়া অনলাইন চূড়ান্ত নিবন্ধন ২০২৪

কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্টে (ইউবিটি) অংশগ্রহণের জন্য, আগ্রহী প্রার্থী যারা কোরিয়ান ভাষায় দক্ষ এবং উপরের শর্ত ৩ এবং ৪ পূরণ করে তাদের ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টা মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। রেজিস্ট্রেশন সাইটে প্রয়োজনীয় তথ্য (যেমন নাম, জন্ম তারিখ, পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতা ও মাতার নাম, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর, রঙিন পাসপোর্টের কপি, সাদা ব্যাকগ্রাউন্ড সহ পরিষ্কার ছবি, নিজস্ব মোবাইল নম্বর এবং ইমেল প্রয়োজন। তথ্য পূরণ করে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

পরিশেষে উত্তীর্ণদের রোস্টারিংয়ের সময় উত্পাদন শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, নির্মাণ এবং মৎস্য খাতে উল্লেখিত SAB-ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

আবেদনটি সম্পূর্ণ করেন, তবে তাদের সবাইকে প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। প্রাথমিক নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন করার পর, প্রার্থী একটি জমা আইডি পাবেন যার বিন্যাস নিম্নরূপ: 240000001 | জমা দেওয়া আইডির শেষ 5টি সংখ্যা প্রাথমিক নিবন্ধিত প্রার্থীর ক্রম নির্দেশ করবে।

কোরিয়া ভাষা পরীক্ষায় নিবন্ধনের পদের সংখ্যা

১। কোরিয়ান ভাষা পারদর্শী বিশেষ ব্যবস্থায় আবেদন ৩০,৬৫২ জন
  • উৎপাদন শিল্প-১৭৪৬০,
  • মৎস্য-৭৭৬০
  • কনস্ট্রাকশন-৪২৬৮ এবং
  • জাহাজ নির্মাণ-১১৬৪);
২। প্রার্থীর যেকোনো একটি ধাপে আবেদন করতে পারবে।
৩। কোনো প্রার্থী একই সাথে দুই ধাপে আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে ধরা হবে।

কোরিয়া ভাষা পরীক্ষায় নিবন্ধনের ফি প্রদান

প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের মধ্যে থেকে প্রথম ৩০,৬৫২ (ত্রিশ হাজার ছয়শত বায়ান্ন) প্রার্থী (জমা আইডি 24000001 থেকে 240030652) চূড়ান্ত নিবন্ধনের জন্য ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টার মধ্যে আগে আসলে আগে পাবেন। এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি এবং দক্ষতা পরীক্ষার সমতুল্য ৩২২০/- (তিন হাজার দুইশত বিশ) টাকা অনলাইন ফি ৫০০/- (পাঁচশত) টাকা মোট ৩৭২০/- (তিন হাজার সাতশ বিশ) চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর কোরিয়ান ভাষার পরীক্ষার জন্য প্রবেশপত্র পেতে অফারযোগ্য বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। শুধুমাত্র প্রথম ৩০৬৫২ (ত্রিশ হাজার ছয়শ বাহান্ন) প্রাথমিক নিবন্ধিত প্রার্থীদের জন্য প্রযোজ্য একজন প্রার্থীর প্রাথমিক নিবন্ধনের পরে তার আবেদন নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। সুতরাং, প্রার্থীরা প্রাথমিক নিবন্ধনের ৫-১০ মিনিট পরে ফি প্রদান করতে পারেন।

কোরিয়া ভাষা পরীক্ষায় নিবন্ধনের প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ:

1।কোরিয়ান পড়া, লেখা এবং বোঝার দক্ষতা থাকতে হবে।
২। শিক্ষাগত যোগ্যতা SSC/সমমান অথবা ডিপ্লোমা
3. বয়সসীমা ১৮ থেকে ৩৯ বছর
4. পাসপোর্ট ১৯ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বৈধ;
5. নাম এবং জন্ম তারিখ এবং ছবি অবশ্যই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিলবে;
6. 3D (Dirty, Difficult and Dangerous) কাজে আগ্রহ থাকতে হবে;
7. ম্যানুফ্যাকচারিং, জাহাজ নির্মাণ, নির্মাণ এবং মৎস্য (অফশোর এবং অফশোর) ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে (শংসাপত্র বাধ্যতামূলক);
8. চোখে বর্ণান্ধতা বা বর্ণ দৃষ্টি সমস্যা মুক্ত হতে হবে;
9. পোষাক, শিষ্টাচার এবং কথোপকথনে মার্জিত হন;
10. মাদকাসক্তি/সিফিলিসে আক্রান্ত ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবে;
11. ফৌজদারি অপরাধের জন্য কারাগারে বা অন্য কোনো দণ্ডে দণ্ডিত ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা;
12. যারা দক্ষিণ কোরিয়ায় আগে অবৈধভাবে অবস্থান করছে তারা কোন ভাবেই যোগ্য বলে বিবেচিত হবে না;
13. দেশ ত্যাগে বাধা আছে এমন ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবে
14. যারা আগে E-9 বা E-10 ভিসায় ৫ বছরের বেশি সময় কোরিয়াতে অবস্থান করে থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।