eticket.railway.gov.bd ক্লিক করে ট্রেনের অগ্রিম ঈদ টিকিট কাটুন ২০২৫

ঈদুল আজহায় ২০২৩ ট্রেন যাত্রায় অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেয়া হচ্ছে। তবে শতভাগ অনলাইনে দেয়া হলেও অগ্রিম টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন হচ্ছে এবার। অনলাইনে দুই ভাগে অগ্রিম টিকিট ছাড়া হচ্ছে যাত্রীদের জন্য। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে ১৪ জুন ২০২৩ তারিখ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। eticket.railway.gov.bd ক্লিক করে ট্রেনের টিকিট কাটুন

ট্রেনের অগ্রিম ঈদ উল আযহা  টিকিট কাটুন Click Here

“একজন যাত্রী তার এনআইডি দিয়ে ৪টির বেশি টিকেট সংগ্রহ করতে পারিবে না মনে রাখবেন ঈদের অগ্রিম টিকেট ফেরত যোগ্য নহে”

ট্রেনের অগ্রিম টিকেট কাটার সময়সূচী

ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল ৮টা থেকে। আর দ্বিতীয় ভাগে দুপুর ১২টায় পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগেরবারের মতোই টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে ঢুকতে দেয়া হবে না।
জানা গেছে, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ জুন দেয়া হতে পারে ২৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট
টিকিট ইস্যু তারিখযাত্রার তারিখ অনলাইনে টিকিট 
১৪ জুন ২০২৩২৪ জুন ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
১৫ জুন ২০২৩২৫ জুন ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
১৬ জুন ২০২৩২৬ জুন ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
১৭ জুন ২০২৩২৭ জুন ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
১৮ জুন ২০২৩২৮ জুন ২০২৩অনলাইন ট্রেনের টিকিট

ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট

এদিকে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেয়া শুরু হতে পারে ২২ জুন থেকে। সেই হিসাবে আগামী ২২ জুন দেয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন দেয়া হবে ৩ জুলাইয়ের টিকিট, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের এবং ২৬ জুন দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট।
টিকিট ইস্যু তারিখফিরতি টিকেট তারিখ অনলাইনে টিকিট 
২২ জুন ২০২৩০২ জূলাই ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
২৩ জুন ২০২৩০৩ জূলাই ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
২৪ জুন ২০২৩০৪ জূলাই ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
২৫ জুন ২০২৩০৫ জূলাই ২০২৩অনলাইন ট্রেনের টিকিট
২৬ জুন ২০২৩০৬ জূলাই ২০২৩অনলাইন ট্রেনের টিকিট

ঈদের আগে চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

এবার কোরবানির ঈদেও বিভিন্ন রুটে আট জোড়া ট্রেন পরিচালনা করা হতে পারে। তবে ঈদের আগেই নতুন এক জোড়া ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা-চিলাহাটি রুটে ট্রেনটি চলবে। তবে কোন সময়ে চলবে, তা চূড়ান্ত হয়নি।
এবারও ঈদের ১০ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। আগে ঈদের পাঁচ দিন আগে অগ্রিম টিকিট দেয়া হতো। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।
অনলাইনে দুই শিফটে টিকিট দেয়ার বিষয়ে রেলের কর্মকর্তারা বলছেন, গত ঈদে অনলাইনে টিকিট বিক্রিতে সফল হওয়ায় এবারও অগ্রিম টিকিট অনলাইনে দেয়া হবে। আর অনলাইনে একসঙ্গে টিকিট ছাড়লে চাপ পড়ে সার্ভারে। তাই এবার সার্ভারের লোড কমানোর জন্য দুই শিফটে টিকিট দেয়া হবে। এতে যাত্রীদেরও সুবিধা হবে।
এদিকে ঈদে আসনবিহীন টিকিট মোট আসনের ২৫ শতাংশ দেয়া হবে। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রার দিন এসব টিকিট দেয়া হবে স্টেশনের কাউন্টার থেকে। এবার ঈদযাত্রায় ট্রেনের মোট আসন হবে প্রায় ৩২ হাজার।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রী তোলা হবে

ঈদুল আজহায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে তিন জোড়া ট্রেন চালানো হবে।
  • পঞ্চগড় ঈদ স্পেশাল-১ ও ২ ট্রেন।
  • লালমনিরহাট ঈদ স্পেশাল-৩ ও ৪ এবং
  • ঢাকা-চিলাহাটি রুটে নতুন নীলসাগর এক্সপ্রেস ট্রেন.