বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ব্যক্তিগত ফলাফল ২০২৩ প্রকাশ। ১৫ এপ্রিল ২০২৩ তারিখে ৪৬ তম কেন্দ্রীয় ফল প্রকাশ হয়েছে । আপনারা যারা এই চূডান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সম্পূর্ণ ফলাফল আপনারা এখান থেকে দেখতে পারবেন। Check Exam Result
বেফাকুল ব্যক্তিগত ফলাফল ২০২৩ দেখুন
৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৪ হিজরি ১৪২৯ বঙ্গাব্দ ১৫ এপ্রিল ২০২৩ এই নিয়োগ চূড়ান্ত পরীক্ষার ফলাফল এখানে থেকে আপনারা দেখুন। কাওমি মাদ্রাসা বোর্ডের কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরীক্ষার ফলাফল আপনারা অনলাইন থেকেই দেখতে হবে। যারা এখনও ফলাফল পান নাই এখানে ভিজিট করে অনলাইন থেকে সরাসরি ফলাফল দেখুন।
৪৬তম ব্যক্তিগত ফলাফল কেন্দ্রীয় পরীক্ষা রেজাল্ট
রেজাল্ট দেখতে ভিজিট করুনঃ wifaqedu.com
বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৩, ফলাফল পূনঃনিরীক্ষনের আবেদন
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এখন পর্যন্ত অনলাইনে বা এসএমএসের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট বা খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করার ব্যবস্থা চালু করেনি। একজন শিক্ষার্থী যে তার ফলাফল পুনঃপরীক্ষার জন্য আবেদন করতে চায় সে তার/তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বোর্ডের সাথে যোগাযোগ করে তা করতে পারে।
বেফাক এ যাদের ফলাফল খারাপ হয়েছে আপনারা চ্যালেঞ্জ জানাতে আবেদন করতে পারেন অনলাইন তার জন্য ভিজিট করুণ এখানে।
আপনার যদি কোন কিতাবে আশানুরূপ রেজাল্ট না এসে থাকে তা হলে একটি আবেদন ফরম পূরন করে জামা দিতে হবে। এরপর মাদরাসার মুহতামিমের একটি সনদ মুহতামিমের স্বাক্ষর ও সীল দিয়ে বেফাক অফিসে জমা দিতে হবে। তার জন্য বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ কিছু টাকা ফি দেওয়া লাগবে। আবেদনের শেষ তারিখ: ২২ মে ২০২৩ তারিখ থেকে পরীক্ষার চ্যালেঞ্জের আবেদন গ্রহণ করবে। তাই দেরি না করে আবেদন সম্পূর্ণ করুণ।
befaq result challenge চেক করুণ
৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৪ হিজরি/১৪২৯ বঙ্গাব্দ/২০২৩ ঈসাব্দ
শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হয়েছে।
সরাসরি রেজাল্ট দেখতে https://wifaqedu.com/ ওয়েবসাইট ভিজিট করুণ। ফলাফল দেখতে ক্লিক করুণ বেফাক রেজাল্ট।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রেজাল্ট সারাংশ
দেশের কওমি মাদ্রাসাভিত্তিক সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে সারাদেশে .৫০৬টি পুরুষ ৯৫২ টি মহিলা , ৩৪৯টি হিফজ ও ২৩ট ইলমুত তাজবীদ ওয়াল কিরআত কেন্দ্রে মোট ৬টি স্থরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেফাকুল ব্যক্তিগত ফলাফল ২০২৩ PDF Download
অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৭১ হাজার ৩০৬ জন। এতে পুরুষ পরীক্ষার্থী ৮৫ হাজার ৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১ লক্ষ ৫৪ হাজার ৭৭৫ জন। হিজবুল কোরআন পুরুষ পরীক্ষা ২৮৮০১ জন। মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন। ইলমুত তাজবীদ ওয়াল কিররাত পরীক্ষার্থী ১২৯৩ জন। পাশের হার ৭৪.০৯% ।
- মুমতাজ( স্টার মার্ক)=৩৮৯২২ জন।
- জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) =৪৩৪১১জন।
- জায়্যিদ (দ্বিতীয় বিভাগ)= ৪৯০৫১ জন
- মাকবুল(ত্বৃতীয় বিভাগ)=৭৫০৬৬ জন
- মোট উত্তিন্ন পরীক্ষাথী=২০৬৪৫০
Wifaq/Befaq Result 2023 PDF Download Merit List Wifaqedu.com
কাওমি মাদরাসা বেফাক ব্যক্তিগত ফলাফল 2023
কাওমি মাদরাসা একটি বেফাক (Bangladesh Qawmi Madrasa Education Board) এর অধীন একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটি ব্যক্তিগত ফলাফল দেখার নিয়ম এবং প্রক্রিয়া এর সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলি পালন করা যাবে:
১. প্রথমে কাওমি মাদরাসা এর অফিসিয়াল ওয়েবসাইট http://wifaqresult.com/result এ যেতে হবে।
২. ওয়েবসাইটে গিয়ে “ব্যক্তিগত ফলাফল” অপশন সিলেক্ট করতে হবে।
৩. এখন সেখানে রয়েছে দুইটি সিলেকশন অপশন, “পরীক্ষার সাল” এবং “বিভাগ”। এখান থেকে নির্দিষ্ট পরীক্ষার সাল এবং প্রয়োজন অনুযায়ী বিভাগ নির্বাচন করতে হবে।
৪. তারপরে সাবমিট অপশন চাপ দিয়ে ফলাফল দেখতে হবে।
৫. আপনি নির্দিষ্ট পরীক্ষার সাল এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ের ফলাফল দেখতে পারবেন।
৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৪ হিজরি/১৪২৯ বঙ্গাব্দ/২০২৩ ঈসাব্দ রেজাল্ট
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
কাওমি মাদরাসা (বেফাক) ব্যক্তিগত ফলাফল ২০২৩
কাওমি মাদরাসা ( বেফাক) ফলাফল ২০২৩ দেখুন
মারহালা/ শ্রেণী | ছাত্র | ছাত্রী |
তকমীল (মাস্টার্স-ডিগ্রী) | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
ফজিলত (স্নাতক) | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
হিফজুল কুরআন | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
সানাবিয়া উলইয়া (এইচএসসি) | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
কিরাত | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
মুতাওয়াসিতাহ (এসএসসি) | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
এবতাদাইয়াহ (প্রাথমিক) | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ | রেজাল্ট পিডিএফ ক্লিক করুণ |
