এসএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [ICT] পরীক্ষা ২০২৩ প্রশ্ন সমাধান পিডিএফ

এসএসসি পরীক্ষা ২০২৩ প্রশ্ন সমাধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান দেখুন। এখান থেকে আপনারা সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারবেন। আসুন প্রশ্নের সঠিক উত্তর দেখি। ১০ মে ২০২৩ তারিখে ICT উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে সকল শিক্ষা বোড এর প্রশ্ন সমাধান এখান থেকে আসুন প্রশ্নের সঠিক উত্তর দেখি।

ICT এসএসসি প্রশ্ন সমাধান দেখুন

আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এখান থেকে সঠিক প্রশ্নের উত্তর দেখুন দেখুন, লিখিত ২৫ মার্ক এবং MCQ মার্ক মোট ৫০ মার্ক এর পরীক্ষা অংশ গ্রহন করতে হবে। আসুন এখান থেকে প্রশ্নের সঠিক উত্তর দেখি।

ICT এসএসসি প্রশ্ন সমাধান পিডিএফ ২০২৩

আরো দেখুনঃ ICT এসএসসি চূডান্ত সাজেশন পিডিএফ ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপর কিছু প্রশ্ন।উত্তর কমেন্টে দেওয়া হবে। মিলিয়ে দেখো তোমার কয়টা হয়। সকল শিক্ষা বোড এর ICT প্রশ্ন উত্তর এখান থেকে দেখতে পারো।

এসএসসি পরীক্ষা ২০২৩ সকল শিক্ষা বোর্ড প্রতিদিনের প্রশ্ন সমাধান

এসএসসি পরীক্ষার ২০২৩ চট্টগ্রাম বোর্ড ICT প্রশ্ন সমাধান ডাউনলোড পিডিএফ ।

এসএসসি ঢাকা বোর্ড ২০২৩ ICT প্রশ্ন উত্তর পিডিএফ ডাউনলোড।

এসএসসি পরীক্ষার ICT প্রশ্ন উত্তর দিনাজপুর বোর্ড ২০২৩ পিডিএফ ।

 

এসএসসি ICT প্রশ্ন উত্তর ২০২৩ কুমিল্লা বোর্ড ডাউনলোড পিডিএফ ।

এসএসসি পরীক্ষার ICT প্রশ্ন উত্তর ময়মনসিংহ বোর্ড ২০২৩ পিডিএফ ।

SSC Exam সিলেট বোর্ড ২০২৩ ICT প্রশ্ন সমধান ডাউনলোড পিডিএফ

SSC Exam বরিশাল বোর্ড ২০২৩ Download ICT Question Solution পিডিএফ

SSC Examর ২০২৩ রাজশাহী বোর্ড  ICT Question Solution দেখুন

এসএসসি পরীক্ষা (I.C.T) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হতে ৪০টি

গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হল যা পরীক্ষা আসতে পারে।
.
প্রশ্ন ও উত্তরঃ
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged
Names
And Number – ICANN এর প্রতিষ্ঠা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর ক্যালিফোর্নিয়া )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর
প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট্র)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার
মালিক প্রতিষ্ঠান?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩
খ. ১৮৪২
গ. ১৯৫৩
ঘ. ১৯৯১
২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব?
ক. চার্লজ ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
৩. ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস
খ. বিলগেটস
গ. মার্ক জুকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
৪. একুশ শতকের সম্পদ হলো-
ক. কৃষি
খ. শিল্প-বাণিজ্য
গ. জ্ঞান
ঘ. খনিজ সম্পদ
৫. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Industrialization
খ. E-mail
গ. Internationalization
ঘ. Internet
৬. মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার কারণ কী?
ক. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
খ. অর্থের ব্যবহার
গ. ইন্টরনেট
ঘ. তথ্যের ক্রমবিকাশ
৭. শিল্প বিল্পব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
৮. মানুষ কোনটির উপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. জ্ঞানের উপর
খ. ইচ্ছার উপর
গ. যন্ত্রের উপর
ঘ. তথ্যের উপর
৯. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. স্টিভ জবস
খ. অ্যাডা লাভলেস
গ. চার্লজ ব্যাবেজ
ঘ. জগদীশ চন্দ্র বসু
১০. চার্লস ব্যাবেজ ছিলেন একজন-
ক. প্রকৌশলী ও গণিতবিদ
খ. চিত্রকর
গ. গবেষক
ঘ. শিক্ষক
১১. চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
ক. ১৭৯১
খ. ১৭৯৩
গ. ১৭৯২
ঘ. ১৭৯৪
১২. চার্লজ ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮৬৯
খ. ১৮৭০
গ. ১৮৭১
ঘ. ১৮৭৪
১৩. বেতার কেন্দ্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করা হয়?
ক. ম্যাক্সওয়েল
খ. মার্ক জুকারবার্গ
গ. অ্যাডা লাভলেস
ঘ. গুগলিয়েলমো মার্কনি
১৪. কোন শতকে মেইন ফ্রেম কম্পিউটার তৈরি হয়?
ক. আঠোরো
খ. উনিশ
গ. বিশ
ঘ. একুশ
১৫. কোন কোম্পানি প্রথম মেইনফ্রেম কম্পিউটার তৈরি করে?
ক. আইবিএম
খ. গুগল
গ. মাইক্রোসফট
ঘ. এ্যাডোবি
২য় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
১. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. কম্পিউটার স্লো হয়ে যায়
খ. কমিউটারের গতি বেড়ে যায়
গ. এন্টিভাইরাস কাজ করে না
ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. কম্পিউটার
ঘ. ইন্টারনেট
৩. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
ক. খুবই অল্প
খ. অনেক
গ. কম
ঘ. অনেক বেশি
৪. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. আনইনস্টল
খ. হালনাগাদ
গ. রিপেয়ার
ঘ. নতুন তৈরি
৫. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে
খ. বদলালে
গ. ইন্টারনেট সংযোগ করলে
ঘ. ইন্টারনেট বন্ধ করলে
৬. টেম্পেরারি ফাইলসমূহ মুছতে কী ব্যবহার করা যায়?
ক. হার্ডওয়্যার
খ. ক্যাশমেমোরি
গ. সফটওয়্যার
ঘ. টেম্পোরারি সলভার
৭. হার্ডডিস্কের জায়গা খালি হলে-
ক. কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়
খ. কম্পিউটারের গতি কমে যায়
গ. কম্পিউটারের গতি বেড়ে যায়
ঘ. সবগুলো
৮. কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
ক. সাউন্ড বক্স
খ. গেম
গ. ওয়েব ক্যাম
ঘ. ইন্টারনেট
৯. ইন্টারনেট ব্যভহার করতে প্রয়োজন হয়-
ক. ইন্টারনেট
খ. ব্রাউজার
গ. মোবাইল
ঘ. ক্যামেরা
১০. এন্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. হার্ডওয়্যার
ঘ. ক ও খ উভয়েই
১১. এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়?
ক. সফটওয়্যার প্রতিষ্ঠানে গিয়ে
খ. কম্পিউটারে
গ. ইন্টারনেটে
ঘ. ওয়েবসাইটে
১২. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী
ক. মেমোরির জায়গা বাড়ানো
খ. কম্পিউটারে কাজের গতি বজায় রাখা
গ. কম্পিউটারের কাজের গতি কমানো
ঘ. ভাইরাস প্রতিরোধ করা
১৩. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
ক. পুরনো হয়ে যাওয়া
খ. রক্ষণাবেক্ষণের অভাব
গ. এ বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
ঘ. কম ব্যবহার করা
১৪. কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ কর?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
১৫. ডিজিটাল কপির অপর নাম কী?
ক. হার্ড কপি
খ. প্রোগ্রামিং
গ. সফট কপি
ঘ. ডিজিট কপি
২য় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা
১. টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে?
ক. কম্পিউটার স্লো হয়ে যায়
খ. কমিউটারের গতি বেড়ে যায়
গ. এন্টিভাইরাস কাজ করে না
ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ?
ক. তথ্য
খ. উপাত্ত
গ. কম্পিউটার
ঘ. ইন্টারনেট
৩. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব-
ক. খুবই অল্প
খ. অনেক
গ. কম
ঘ. অনেক বেশি
৪. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. আনইনস্টল
খ. হালনাগাদ
গ. রিপেয়ার
ঘ. নতুন তৈরি
৫. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?
ক. প্রতিদিন ব্যবহার করলে
খ. বদলালে
গ. ইন্টারনেট সংযোগ করলে
ঘ. ইন্টারনেট বন্ধ করলে
৬. টেম্পেরারি ফাইলসমূহ মুছতে কী ব্যবহার করা যায়?
ক. হার্ডওয়্যার
খ. ক্যাশমেমোরি
গ. সফটওয়্যার
ঘ. টেম্পোরারি সলভার
৭. হার্ডডিস্কের জায়গা খালি হলে-
ক. কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়
খ. কম্পিউটারের গতি কমে যায়
গ. কম্পিউটারের গতি বেড়ে যায়
ঘ. সবগুলো
৮. কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না?
ক. সাউন্ড বক্স
খ. গেম
গ. ওয়েব ক্যাম
ঘ. ইন্টারনেট
৯. ইন্টারনেট ব্যভহার করতে প্রয়োজন হয়-
ক. ইন্টারনেট
খ. ব্রাউজার
গ. মোবাইল
ঘ. ক্যামেরা
১০. এন্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার
খ. প্রোগ্রাম
গ. হার্ডওয়্যার
ঘ. ক ও খ উভয়েই
১১. এন্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়?
ক. সফটওয়্যার প্রতিষ্ঠানে গিয়ে
খ. কম্পিউটারে
গ. ইন্টারনেটে
ঘ. ওয়েবসাইটে
১২. ডিস্ক ক্লিনআপ এর কাজ কী
ক. মেমোরির জায়গা বাড়ানো
খ. কম্পিউটারে কাজের গতি বজায় রাখা
গ. কম্পিউটারের কাজের গতি কমানো
ঘ. ভাইরাস প্রতিরোধ করা
১৩. কম্পিউটার ধীরগতি হওয়ার কারণ কী?
ক. পুরনো হয়ে যাওয়া
খ. রক্ষণাবেক্ষণের অভাব
গ. এ বিষয়ে বিশেষজ্ঞ না হওয়া
ঘ. কম ব্যবহার করা
১৪. কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পূর্ণ কর?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
১৫. ডিজিটাল কপির অপর নাম কী?
ক. হার্ড কপি
খ. প্রোগ্রামিং
গ. সফট কপি
ঘ. ডিজিট কপি