SSC পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহঃ ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সময়সূচী প্রকাশিত হয়েছে। যেহেতু ১৫ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে পরীক্ষা ষুরু হচ্ছে তাই সকল মাধ্যমিক বিদ্যালয় এর প্রাধান কে জানানো যাচ্ছে যে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী মাধ্যমিক শিক্ষা শাখা হতে বিতরণ করা হবে । কেন্দ্র সচিব নিজ অথবা তার অধিকারপ্রাপ্ত কোন শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অফিস চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
SSC পরীক্ষার প্রবেশপত্র সময়সূচী ২০২৪
কোন অবস্থাতেই অনুমুধিত শিক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা হবে না । অনুমোদিত শিক্ষক অথবা প্রধান শিক্ষক সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র ৮ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বিতরণ সম্পন্ন করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ত্রুটি বা কম বেশি সংশোধন করিয়ে নেওয়ার জন্য অবশ্যই তাকে ৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৩ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিকে) নিকট অনুযায়ী আবেদন পত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে । অন্যথায় পরীক্ষায় কোন প্রকার জটিলতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দায়ী থাকবেন।
SSC পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড
অ্যাডমিট কার্ড বিতরণ সময়সূচী ২০২৪।
মাধ্যমিক শিক্ষা বোর্ড এর নোটিসে বলা হয়েছে, এসএসসি (SSC) পরীক্ষা ২০২৪ -এর প্রার্থীদের প্রবেশপত্র (নিয়মিত ও অনিয়মিত) নিজ নিজ বিদ্যালয় অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে বোর্ড সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধি শিক্ষা অফিস থেকে ৭ ফ্রেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। পরীক্ষার্থীরা তাদের স্কুল থেকে ৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে”
SSC পরীক্ষার প্রবেশপত্রঃ dshe.gov.bd
SSC পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড
- এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরুঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে
- নিন নিন স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে এসএসসি পরীক্ষার্থীরা।
- প্রাতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যালয় অফিস দেওয়া হবে অ্যাডমিট কার্ড।
- অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে।
- সংশোধনের জন্য আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারির থেকে ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৪ থেকে।
Exam Management System SSC 2024 নির্দেশিকা এবং প্রবেশপত্র অনলাইন সংগ্রহ
২০২৪ এসএসসি পরীক্ষা Exam Management System SSC 2024 সিস্টেম এসএসসি 2024 ব্যবহারের নির্দেশিকা এবং অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ।
মাধ্যমিক প্রার্থীদের প্রবেশপত্রে বিবরণ সমত পরীক্ষা করা উচিত?
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৪ সালে এসএসসি পরীক্ষা মোট ২০ লাখ ২৬ হাজার পরিক্ষাথী অংশ গ্রহন করছে। ইতিমধ্যে পরীক্ষার শুরুর তারিখ অনুজায়ী প্রবেশপত্র সংগ্রহ সময়সূচী প্রকাশিত হয়েছে। যখন প্রবেশ পত্র বিতরন করা হবে তখন অবশ্যই অভিবাবক সাথে যাওয়া উচিৎ সংগ্রহ করা জন্য এবং নিম্নলিখিত বিবরণগুলি যাচাই করা উচিত।
- Candidate’s Full Name ( প্রার্থীর পুরো নাম)
- Roll Number (রোল নাম্বার)
- Registration Number ( রেজিস্ট্রেশন নম্বর)
- Exam Center Name and Code (পরীক্ষা কেন্দ্রের নাম ও কোড)
- Date and Time of the Exam ( পরীক্ষার তারিখ ও সময়)
- Subject-wise Exam Schedule ( বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচী)
- Exam Venue Address (পরীক্ষার স্থানের ঠিকানা)
- Photograph of the Student (পরিক্ষাথীর ছবি)
- Signature of the Student , Exam Authority & Exam Instructions (শিক্ষার্থীর স্বাক্ষর, পরীক্ষা কর্তৃপক্ষ এবং পরীক্ষার নির্দেশাবলী)
- School Name (স্কুলের নাম)
- School Code (স্কুল কোড)
- Student’s Date of Birth (পরিক্ষাথীর জন্ম তারিখ)
- Gender Category (লিঙ্গ বিভাগ)