ভূমি মন্ত্রনালয় নতুন সেবা চালু করেছে প্রবাসীদের জন্য। অনেকে বিদেশ থেকে নিজের জমির কাগজ পত্র ঠিক করতে পারে না। এতে করে অনেক প্রবাসীর হয়রানি শিকার হতে হয়। সেই কথা মাথায় রেখে ভূমি মন্ত্রণালয় প্রবাসী ভূমি সেবা চালু করেছে, যাতে ই-নামজারি, ই-মিউটেশন, ই-ল্যান্ড ট্যাক্স দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
প্রবাসীদের জন্য ডিজিটাল ভূমি সেবা
প্রবাসী ভূমি সেবা নিবন্ধন
আপনি প্রবেসে যে দেশে থাকেন না কেনো এখন থেকে আপনি প্রবাসী ভূমি সেবা সাহায্য নিতে পারবেন। আপনি অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। আপনার অনলাইন নিবন্ধন এর জন্য জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র দিয়ে প্রথমে আবেদন করতে হবে। নিবিন্ধন প্রক্রিয়া শেষ হলেই কেবল মাত্র আপনি অনলাইন এর সকল ভুমি সেবা পাবেন।
প্রবাসী ভূমি সেবা নিবন্ধন করতে ক্লিক করুণ
যে সকল ভুমি সেবা পাবেন
ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যেসকল ভূমি সেবা পাওয়া যাবে তা এখানে উল্লেখ করা হয়েছে। আশা করি এই সকল সেবা প্রবাসীদের কাজে দিবে।
১. ভূমি মন্ত্রণালয় স্মার্ট বাংলাদেশ, ভিজিট করুণ এখানে
২.স্মার্ট সিটিজেন, ভিজিট করুণ এখানে
৩. স্মার্ট গভর্নমেন্ট, ভিজিট করুণ এখানে
৪. স্মার্ট ইকোনমি ভিজিট করুণ এখানে
৫. স্মার্ট সোসাইটির সাথে যুক্ত বেশ কিছু ডিজিটাল ও স্মার্ট উদ্যোগ নিয়েছে। ভিজিট করুণ এখানে
এখন থেকে সকল ভূমি অফিসকে সকল কাজ্জক্রম অনলাইনে করার ঘোষণা দেওয়া হয়েছে। সকল প্রকার খাজনা, আবেদন ফি অনলাইনে দেওয়ার বেবস্থা করা হচ্ছে যাহারা প্রবাসী তাহারা অনলাইনের এই সকল সেবা বিদেশে বসেও নিতে পারবেন।
ভূমি উন্নয়ন কর: নাগরিক নিবন্ধন [অনলাইনে] জমির খাজনা দেওয়ার নতুন নিয়ম ২০২৪
অনলাইনে এই সকল ভূমি সেবার কারনে ভূমি সেবা উদ্যোক্তা ভিত্তিক, সাইবার নিরাপত্তা, বিশেষায়িত প্রতিষ্ঠান নিয়োগ, অ্যাপের মাধ্যমে ভূমি সেবা প্রদান, এখন এই সেবার কারনে ভূমি সেবা অনলাইন ফি দৈনিক সরকারি কোষাগারে জমা হচ্ছে। জমির প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা। ক্লাউড সার্ভার, QR কোড স্ক্যান করে ল্যান্ড সার্ভিস ফি প্রদানের সুবিধা সহ সকল সেবা অনলাইনে করা যাচ্ছে।
ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে অভিবাসীদের যে সকল সেবা দিয়ে থাকেন।
ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে অভিবাসীদের বিভিন্ন সেবা প্রদান করছে। এর মধ্যে একটি হল ল্যান্ড সার্ভিস হটলাইন নম্বর এ পরামর্শ নেওয়া। বিদেশে বসে ডাকযোগে জমি সংক্রান্ত ই নামজারি, বিএস, আরএস ও সিএস সহ সকল খতিয়ান বা পচা সংগ্রহ করতে পারবেন এবং যে কোন ধরনের ভূমি পরামর্শ পরিষেবা নিতে পারবেন।
ই-নামজারি আবেদন যাচাই করুন অনলাইনে-ভূমি মন্ত্রণালয় land gov bd
ভূমি মন্ত্রণালয় রোবোটিক ভূমি সেবা সিস্টেম
ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যেই রোবোটিক সিস্টেমের মাধ্যমে ভূমি সেবার তথ্য দিচ্ছে , ডিজিটাল ভূমি সেবা তথ্যের নিয়মিত হালনাগাদ করা হয়ে থাকে, প্রতিমাসে প্রায় ৩ লাখ নামজারী মামলার অনলাইন নিষ্পত্তি, ঘরে বসে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডাক বিভাগের মাধ্যমে জমির রেকর্ড ও মানচিত্র প্রাপ্তি, জমি অধিগ্রহণ। ১৬১২২/৩৩৩ কল সেন্টারে কল করে পরিষেবা। , QR কোড ভিত্তিক ভূমি পরিষেবা, স্মার্ট ল্যান্ড পয়েন্ট, ভূমি পরিষেবা গ্রহণের জন্য নির্দেশিকা চূড়ান্ত করা হয়েছে। আশা করা যায় এখন থেকে প্রবাসীরা দ্রুত এই সকল সেবা পাবেন।