প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষা ফল প্রকাশ হচ্ছে আজ ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখ দুপুর ১২টা। শিক্ষামন্ত্রী এই ফল প্রকাশ উদ্ভদন করবেন। প্রায় ৬ লক্ষ ছাত্র/ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করেন। আপনাদের ছেলে সন্তান যাহারা অংশ গ্রহন করেছেন। http://180.211.137.51 ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। আসুন ফলাফল http://www.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে আপনি ফলাফল দেখুন। এছাডা আপনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ফলাফল দেখতে পারবেন।
প্রাইমারি সমাপনী বৃত্তি পরীক্ষা ফল প্রকাশ
প্রাইমারি সমাপনী বৃত্তি পরীক্ষা তালিকা নিম্নয়ের পব্ধতি
বৃত্তি দুটি বিভাগে প্রদান করা হয় সেগুলো হলোঃ
বৃত্তির অর্থের পরিমাণঃ
ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ প্রতিমাসে ৩০০ টাকা করে প্রতি বছর ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হবে এবং সময়কাল ৩বছর তবে এই বছর থেকে ২৫% বাডাবে বলে ধারনা করা যাচ্ছে।
সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তঃ প্রতিমাসে ২২৫ টাকা করে প্রতি বছর দুই হাজার ৭০০ টাকা। পাবে তাদের ও সময়কাল ৩ বছর অথাত ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়া হবে এই টাকা।
২০২২ সালে প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। তবে সবার প্রত্যাশা এই বছর থেকে বৃত্তি টাকা বাডাবে।
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি রেজাল্ট ওয়েবসাইট
SL | প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি রেজাল্ট ওয়েবসাইট | রেজাল্ট ডাউনলোড |
01 | http://www.dpe.gov.bd/ | প্রাইমারি বৃত্তি রেজাল্ট ডাউনলোড |
02 | http://180.211.137.51 | বৃত্তি রেজাল্ট ডাউনলোড |
০৩ | http://www.dme.gov.bd/ | ইবতেদায়ী বৃত্তি রেজাল্ট ডাউনলোড |
03 | http://www.mopme.gov.bd/ | বৃত্তি রেজাল্ট ডাউনলোড |
ইবতেদায়ী মাদরাসা শিক্ষা বৃত্তি রেজাল্ট দেখুন

মোবাইলে এসএমএস মাধ্যমে ফলাফল জানার পদ্ধতিঃ
শিক্ষার্থীরা অনেক সহজেই তাদের মোবাইল ফোন ব্যবহার করে ফলাফল জানতে পারেন। এখানে কিছু পদক্ষেপ দেওয়া হলো যা অনুসরণ করে ফলাফল পেতে পারেন:
১. প্রথমেই শিক্ষার্থীর নিজস্ব মোবাইল নম্বর টি স্কুল / কলেজ অথবা পরীক্ষার নির্দেশিকা অনুযায়ী রেজিস্টার করে নিশ্চিত হতে হবে যে তাঁর ফোন নম্বরটি ফলাফল দেখতে পারবে।
২. পরীক্ষার ফলাফল প্রকাশের সময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএমএস পাওয়ার আগে অবশ্যই তাঁর মোবাইল নম্বর রেজিস্টার করা থাকতে হবে।
৩. ফলাফল প্রকাশের পর প্রতিটি শিক্ষার্থী তাঁর মোবাইলে একটি এসএমএস পাবেন। এসএমএসে পরীক্ষার ফলাফল উল্লেখ থাকবে।
- ইবতেদায়ী সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল দেখতে চাইলে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখুন EBT
- এরপর একটি স্পেস দিয়ে আপনার Thana/Upazila Code No. লিখতে হবে।
- এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার Roll Number এন্ট্রি দিন।
- এরপর পরীক্ষার বছর 2023 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরনঃ EBT<space>Thana/Upazila Code Number<space>Roll Number<space>Year and Send to 16222
প্রাথমিক শিক্ষা বৃত্তি রেজাল্ট ওয়েবসাইট ২০২৩
প্রাইমারি বিদ্যালয় এর ৫ম শ্রেণী পাশ ছাত্র/ছাত্রী দের মধ্যে থেকে প্রতিটি বিদ্যালয় এর ২০% শিক্ষাথী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মোট ১০০ নম্বরে নেওয়া হয় এই নিয়োগ পরীক্ষায় থেকে ৮০% মার্ক যাহারা পাবে। তাহারা ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে এই বৃত্তি দিয়ে থাকবে। আপনারা পরিবারের যদি কেউ এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে থাকে তা হলে আপনারা বৃত্তি/ স্কলারশিপ এর ফলাফল এখান থেকে দেখতে পারবেন।
প্রাইমারি শিক্ষা বৃত্তি রেজাল্ট দেখুন
প্রাথমিক বৃত্তি শিক্ষার্থীদের জন্য SMS মাধ্যমে দেখুন
- প্রাথমিক সমাপনী পিএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল দেখাতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখুন DPE
- এরপর একটি স্পেস দিয়ে আপনার Thana/Upazila Code No. লিখতে হবে।
- এরপর আর একটি স্পেস দিয়ে আপনার পিএসসি পরীক্ষার Roll Number লিখুন।
- এরপর পরীক্ষার বছর 2023 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরনঃ DPE<space>Thana/Upazila Code No.<space>Roll Number<space>Year and Send to 16222