[চূড়ান্ত প্রস্তুতি] ২য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন-সমাধান-২০২৪ পিডিএফ

প্রাইমারি ২য় ধা‌পের পরীক্ষা ০২ ফ্রেব্রুয়ারি ২০২৪  অনুষ্ঠিত হচ্ছে বলে ধারনা করা হচ্ছে। ৩ বিভাগ থেকে নেওয়া হচ্ছে এই নিয়োগ পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষায় সব চেয়ে বেশি আবেদন কারী পরীক্ষা অংশ গ্রহন করবেন। যেহেতু পরীক্ষার সম্ভাব্য সময় প্রকাশিত হয়েছে তাই আপনি এখন থেকেই চূডান্ত প্রস্তুতি নিন। পরীক্ষার আগে ২য় ধাপের প্রবেশ পত্র ডাউনলোড এর নোটিশ দিয়ে থাকবে। প্রথম ধাপের পরীক্ষা শেষে এখন ২য় ধাপের প্রশ্ন সমাধান দেখুন।

 প্রাইমারি ২য় ধাপের প্রস্তুতি Click Here

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ আবেদন এর সময়সূচী

  • প্রাথমিক শিক্ষক ২য় ধাপে বিজ্ঞপ্তি প্রকাশঃ ২২ মার্চ ২০২৩
  • ২য় ধাপে আবেদন শুরুঃ ৩০ মার্চ ২০২৩ সকাল ১০ঃ৩০মি থেকে
  • ২য় ধাপে  আবেদন শেষ তারিখঃ ১৪ এপ্রিল ২০২৩ রাত ১১ঃ৫৯মি পর্যন্ত
  • প্রাথমিক শিক্ষক ২য় ধাপে আবেদন বিভাগঃ রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের
  • ২য় ধাপে প্রবেশ পত্র ডাউনলোড করার লিঙ্কঃ https://dpe.teletalk.com.bd/
  • ২য় ধাপে পরীক্ষার তারিখঃ ২৬ জানুয়ারি ২০২৪ সকাল ১০টা থেকে ১১টা
  • ২য় ধাপে মোট পরিক্ষাথীঃ ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।

২য় ধাপের প্রাথমিক শিক্ষক পরীক্ষার মান বণ্টন ও প্রস্তুতি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বিষয়ভিত্তিক মানবন্টন

বাংলা -২০বাংলা সাহিত্য- ৩
বাংলা ব্যাকরণ -১৭
গনিত- ২০পাটিগনিত ৮/৯
বীজগনিত ৫/৬
জ্যামিতি ৫
 সাধারণ জ্ঞান- ২০বাংলাদেশ  বিষয়াবলী ৭/৮
আন্তর্জাতিক বিষয়াবলী ৫/৬
সাম্প্রতিক  বিষয়াবলী ৫/৬
ইংরেজি – ২০
মৌখিক পরীক্ষা -২০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বিষয় বাংলা

আমি আপনার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বাংলা বিষয়ে কিছু এমসিকিউ (Multiple Choice Questions – MCQ) প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নগুলি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উপযোগী হতে পারে:

শব্দটি “প্রতিবেশিক” কোন ধাতু থেকে বানানো হয়েছে?
a. বেশ
b. প্রতি
c. বেশি
d. প্রতির

“আমি বই পড়ছি” বাক্যে, “পড়ছি” শব্দের কোনটি?
a. ক্রিয়া
b. বিশেষণ
c. সর্বনাম
d. সংযোজক

নিচের কোন বাক্যে “বিভাজন সম্পন্ন বাক্য” রয়েছে?
a. আমি বই পড়তেছি এবং তুমি খেলা খেলতেছো।
b. আমি বই পড়তেছি কারণ বই আমার প্রিয়।
c. আমি বই পড়তেছি, তাদের বই পড়তে দেখি না।
d. আমি বই পড়তেছি; তুমি কি করতেছো?

“উষা আমাদের সকলকে শেষে পৌঁছিয়েছে” বাক্যে, “শেষে” শব্দটির অর্থ কি?
a. আগে
b. পরে
c. সবশেষে
d. সবসময়

“কথার অর্থ বা শব্দের অর্থ” নিয়ে অধ্যয়ন করা হয় কোন বিভাগে?
a. ব্যাকরণ
b. শব্দবিজ্ঞান
c. কথাবিজ্ঞান
d. অকৃত্রিম

“আমি বাড়ি যাচ্ছি” বাক্যে, “যাচ্ছি” শব্দটির কোনটি?
a. ধাতু
b. বিশেষণ
c. সর্বনাম
d. অব্যয়

সমাস “সুন্দর বউ” শব্দটির কোন ধরণ?
a. দ্বন্দ্ব
b. কর্মধারয়
c. তত্পুরুষ
d. বহুব্রীহি

নিচের কোনটি কারক নয়?
a. করণ
b. কর্ম
c. করক
d. করণীয়

“তিনি বই পড়তে পারেন এবং লেখা খুব ভালো” বাক্যে, “এবং” শব্দটির কোন অংশ?
a. যোগক
b. ক্রিয়া
c. সর্বনাম
d. সংযোজক

নিচের কোন শব্দটি বিশেষণ?
a. আসল
b. গভীর
c. যাত্রাবাড়ি
d. পাথর

এই প্রশ্নগুলি বাংলা ভাষার জ্ঞান এবং ব্যবহার পরীক্ষার জন্য সমৃদ্ধ হতে পারে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বিষয় ইংরেজি

আমি আপনার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি বিষয়ে কিছু এমসিকিউ (Multiple Choice Questions – MCQ) প্রশ্ন তৈরি করেছি। প্রশ্নগুলি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উপযোগী হতে পারে:

What is the correct plural form of “child”?
a. childs
b. childrens
c. childes
d. children

Choose the correct sentence:
a. She don’t like pizza.
b. She doesn’t likes pizza.
c. She not like pizza.
d. She doesn’t like pizza.

Identify the antonym of “victory”:
a. Success
b. Defeat
c. Achievement
d. Triumph

Select the sentence with the correct use of a preposition:
a. The cat is sleeping in the chair.
b. The cat is sleeping at the chair.
c. The cat is sleeping on the chair.
d. The cat is sleeping under the chair.

Which word is a synonym for “happy”?
a. Sad
b. Joyful
c. Angry
d. Tired

Choose the correct form of the verb:
She __________ to the store yesterday.
a. go
b. goes
c. went
d. going

What is the correct order of the alphabet?
a. A, C, B, D
b. B, A, C, D
c. A, B, D, C
d. A, B, C, D

Identify the adverb in the following sentence:
The dog barked loudly.
a. dog
b. barked
c. loudly
d. The

Choose the correctly punctuated sentence:
a. I can’t believe it’s Monday already.
b. I cant believe its Monday already.
c. I can’t believe its Monday already.
d. I can’t believe it’s monday already.

What is the past tense of the verb “sing”?
a. Singing
b. Sang
c. Sings
d. Singed

এই প্রশ্নগুলি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনার ইংরেজি ভাষার জ্ঞান ও ব্যবহারের স্তর মোতাবেক তৈরি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বিষয় গণিত

একটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত বিষয়ের জন্য এমসিকিউ (MCQ) প্রশ্ন তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলি সাধারণভাবে একটি প্রথামিক গণিত জ্ঞান ও ব্যবহার পরীক্ষার জন্য উপযোগী হতে পারে:

যদি 3 + 5 = 8 হয় তাদের যোগফল কত?
a. 10
b. 12
c. 8
d. 15

একটি চারকোণের ক্ষেত্রফল হলে মোট কতটি শৃংগ থাকতে পারে?
a. 3
b. 4
c. 5
d. 6

২৫ টি আম থেকে ৭ টি আম বাদ দিলে মোট কতটি আম থাকবে?
a. 15
b. 18
c. 20
d. 22

যদি ৬ × ৪ = ২৪ হয় তাদের গুণফল কত?
a. 26
b. 30
c. 36
d. 42

একটি ট্রেন ৫০ মাইল দুরে যাচ্ছে এবং প্রতি ঘণ্টা ১০ মাইল চলছে। একঘণ্টা পর ট্রেনটির কত মাইল দুরে আসবে?
a. 40
b. 45
c. 50
d. 55

একটি বই ১২৫ পৃষ্ঠা আছে এবং এক দিনে ২৫ পৃষ্ঠা পড়তে পারে। এক সপ্তাহে তার কত পৃষ্ঠা পড়তে পারবে?
a. 100
b. 125
c. 150
d. 175

একটি বৃদ্ধি হয়ে ২৫ হলে, সেই বৃদ্ধির আদি সংখ্যা কত?
a. 20
b. 21
c. 22
d. 23

একটি দলে ১০ জন ছাত্র আছে এবং তাদের কাছে ২৫ টি আম আছে। প্রতিটি ছাত্র সমান সংখ্যক আম পাবে কতটি?
a. 2
b. 5
c. 10
d. 25

একটি চৌকটি বাক্সের দৈর্ঘ্য ৮ সেমি এবং চওড়া ৫ সেমি। এর ক্ষেত্রফল কত?
a. 30 সেমি²
b. 35 সেমি²
c. 40 সেমি²
d. 45 সেমি²

একটি ক্রিকেট ম্যাচে একটি দল ২০০ রান করলো এবং একটি দল ২৫ ওভারে ১৫০ রান দিয়ে বোলিং শেষ করলো। বাকি রান কত?
a. 25
b. 30
c. 40
d. 50

এই প্রশ্নগুলি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত বিষয়ের মৌলিক জ্ঞান পরীক্ষার্থীদের সম্মিলিত করার জন্য তৈরি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বিষয় সাধারণ জ্ঞান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান বিষয়ে কিছু এমসিকিউ (Multiple Choice Questions – MCQ) প্রশ্নের উদাহরন দেখাচ্ছি:

বাংলাদেশের কোন নদী বিশ্বের সবচেয়ে দীর্ঘ?
a. জামুনা
b. গঙ্গা
c. ব্রহ্মপুত্র
d. মেঘনা

বাংলাদেশের রাষ্ট্রপতি কে?
a. আব্দুল হামিদ
b. শেখ হাসিনা
c. ইউসুফ আবদুল্লাহ
d. মহামুদ উল্লাহ

বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কোনটি?
a. সবুজ, লাল, হলুদ
b. সবুজ, লাল, সাদা
c. সবুজ, লাল, কালো
d. হলুদ, লাল, কালো

বাংলাদেশের কোন জেলা হলুদ হাঁটি দিয়ে পরিচিত?
a. মৌলভীবাজার
b. নোয়াখালী
c. বাগেরহাট
d. মাগুরা

বাংলাদেশের প্রধান বন্দর হলো:
a. চট্টগ্রাম বন্দর
b. মংলা বন্দর
c. খুলনা বন্দর
d. নারায়ণগঞ্জ বন্দর

বাংলাদেশের জনসংখ্যা কত?
a. প্রায় 140 মিলিয়ন
b. প্রায় 160 মিলিয়ন
c. প্রায় 180 মিলিয়ন
d. প্রায় 200 মিলিয়ন

বাংলাদেশের কোন জাতীয় উদ্যানটি বিশ্ব ধর্মতত্ত্ব স্থল হিসেবে বিশ্ববিদ্যালয় হয়েছে?
a. আহসান মঞ্জিল
b. সোহরাওয়ার্দী উদ্যান
c. শাহজালাল উদ্যান
d. সুন্দরবন

বাংলাদেশের কোন জিলা হলো সোনারগাঁ প্রদেশ?
a. ঢাকা
b. রাজশাহী
c. নোয়াখালী
d. নারায়ণগঞ্জ

বাংলাদেশের কোন নগরী হলো “রাজধানী শহর”?
a. ঢাকা
b. চট্টগ্রাম
c. খুলনা
d. সিলেট

বাংলাদেশের কোন নদী বিশ্বের সবচেয়ে বৃহত্তম দ্বীপ, সমৃদ্ধ বন্যা, ও তার প্রাকৃতিক সাধারণ সৌন্দর্য্যের জন্য প্রসিদ্ধ?
a. সন্দ্বীপ
b. সান্দীপ
c. সমুদ্র দ্বীপ
d. সান্দ্রীপ

এই প্রশ্নগুলি সাধারণ জ্ঞানের একটি সারমর্মিক সংকলন হিসেবে ব্যবহার করা হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সময়সূচী ও সিলেবাস

ধাপআবেদন তারিখজেলা সমূহ পরীক্ষার তারিখ প্রস্তুতি সিলেবাস
২য় ধাপে৩০ মার্চ ২০২৩রাজশাহী বিভাগে জেলা সমূহঃ  রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট

ময়মনসিংহ বিভাগে জেলা সমূহঃ ময়মনসিংহ জেলা সমূহ: ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোণা

খুলনা বিভাগের জেলা সমুহ: খুলনা, কুষ্টিয়া,বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ,মাগুরা,মেহেরপুর,নড়াইল, সাতক্ষীরা।

২৬ জানুয়ারি ২০২৪ ২য় ধাপে চূডান্ত সিলেবাস ডাউনলো

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শূন্য পদের সংখ্যা

প্রাথমিক সহকারী শিক্ষক পদে তিন ধাপে ১১ লাখ ৪৯ হাজার ৪৩১ জন আবেদন করেছেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাবিভাগ সমূহমোট চাকরিপ্রার্থী আবেদন শূন্য পদের সংখ্যানিয়োগ পরীক্ষার তারিখ
২য় ধাপময়মনসিংহ, খুলনা ও রাজশাহী৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জনখুলনায় ৯৪০,
ময়মনসিংহে ৫৯৯,
রাজশাহীতে ১ হাজার ৫৮টি
২৪ জানুয়ারি ২০২৪