২০২২ ২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস বা ডিগ্রি ১ম বর্ষ করছে ভর্তির কার্যক্রম এর প্রথম মেধার তালিকা আজ প্রকাশ হচ্ছে । আজ ১০ই অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৪ঃ০০ টায় প্রকাশ করা হবে এই রেজাল্ট। ভর্তির ফলাফল আপনারা দুটি পদ্ধতিতে দেখতে পারবেন।
NU ডিগ্রি ১ম বর্ষ ভর্তি ফলাফল ২০২৩ প্রকাশ
১। মোবাইল এসএমএসের মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখুন বিকেল ৪টায় ।
২। অনলাইনের মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট পেতে রাত ৯ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রথম মেধা তালিকায় স্থান কত শিক্ষার্থী বর্তমানে কোথায় ও ভর্তি থাকলে তাকে অবশ্যই ১৭ই অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে ডিগ্রিতে ভর্তি হতে হবে।
এমএসের মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখতে ভিজিট করুণ এখানে
SMS মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখবেন যেভাবে
National University ডিগ্রি ১ম বর্ষ ভর্তি রেজাল্ট বা মেধা তালিকা দেখতে নিম্নলিখিত ভাবে আপনার ফোনে SMS পাঠাতে পারেন:
- আপনার মোবাইল ফোনে যান এবং নতুন একটি SMS লিখুন.
- SMS এর লেখাগুলি দেখানোর জন্য এই ফরম্যাট ব্যবহার করুন: nu<space>atdg<space>roll no
nu atdg আপনার_রোল_নাম্বার
যেমন, আপনি ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখতে আবেদন করা ফ্রমে রোল নাম্বার প্রদান করা থাকে সেই রোল নম্বর ব্যাবহার করবেন রেজল্ট দেখতে।
- এই SMS টি (National University) এর অফিসিয়াল নম্বরে পাঠান: 16222
- একটি ফিরে আসা SMS পেতে আপনার মোবাইলে একটি কনফার্মেশন SMS পেতে হবে।
এই নম্বরে SMS পাঠাতে আপনার মোবাইল অপারেটর এবং সার্ভিস প্রোভাইডার দ্বারা নির্দিষ্ট চার্জ লেগে আসতে পারে, তাহলে সঠিক তথ্য প্রদান করার আগে আপনার মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্স সমূহ
ডিগ্রির তিন বছরের শিক্ষা ব্যবস্থার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলো কোর্স রয়েছে। ডিগ্রি ভর্তি ২০২৩ অনুযায়ী কোর্সগুলো হলো:
Bachelor of Arts- BA
Bachelor of Science- BSC
Bachelor of Sports- B Sports
Bachelor of Music- BMU
Bachelor of Social Science- BSS
Bachelor of Business Studies- BSS
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভর্তি কার্যক্রম
কোন মেধা তালিকা স্থান তথ্য কোন শিক্ষার্থী কোর্স পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চূড়ান্ত প্রতি ফর্মে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট করে YES অপশন সিলেক্ট করতে হবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর কোন পছন্দ ক্রমান অনুযায়ী নির্দিষ্ট কলেজে কোস ভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে মেধা ভিত্তিতে ভর্তি হতে পারবেন ।
এখানে মেধা তালিকার কার্যক্রম ও ভর্তি সময় সুচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে
- ১ম মেধা তালিকা চূডান্ত ভর্তি ফরম পূরন ও প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহ তারিখ ১০ অক্টোবর ২৩ থেকে ১৮ অক্টোবর ২৩।
- ১ম মেধা তালিকা চূডান্ত ভর্তি ফরম পূরন ও রেজিষ্ট্রেসহ্ন ফি ৪৮৫টাকা প্রদান ১১ অক্টোবর ২৩ থেকে ১৯ অক্টোবর ২৩।
- কলেজ কর্তৃক ১ম মেধা তালিকা চূডান্ত ভর্তি অনলাইন নিশ্চায়ন করার তারিখ ১১ অক্টোবর ২৩ থেকে ২২ অক্টোবর ২৩।
- কলেজ কর্তৃক ১ম মেধা তালিকা চূডান্ত ভর্তি ও রেজিষ্ট্রেসহ্ন ফি ৪৮৫টাকা প্রদান পূর্বক প্রিন্ট কপি সংগ্রহ ২৫ অক্টোবর ২৩ থেকে ৩১ অক্টোবর ২৩।