বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ২১ শে ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনধারীদের আবেদন কার্যক্রম অনুজায়ী ফলাফল প্রকাশিত হয়েছে। এই আবেদনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ৬৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে । এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগের লক্ষে স্কুল কলেজ , মাদরাসা ও কারিগরি বিদালয়ে নিয়োগ দেওয়া হবে এই শিক্ষকদের। ১২ মার্চ রোজ রবিবার প্রকাশিত হয় ১ম সুপারিশ তালিকা। এর পর থেকে সবাই অপেক্ষায় আছে ২য় সুপারিশ তালিকার। যদি ২য় তালিকা থেকে আশা করা যায় ৬৮ হাজার কোটা সম্পূর্ণ করা হবে।
৪র্থ গন বিজ্ঞপ্তির ২য় সুপারিশ প্রাপ্তদের ফল প্রকাশ
মোট পদ ৬৮৩৯০
সুপারিশ ৩২৪৩৮ (৪৭.৪% সুপারিশপ্রাপ্ত)
অবশিষ্ট ৩৫৯৫২ (৫৩.৬% পদ শূন্যই রয়েছে) আশা করি শ্রীগই ২য় তালিকা রেজাল্ট দিবে।
NTRCA V Roll Form [৪র্থ গণবিজ্ঞপ্তি] পুলিশ ক্লিয়ারেন্স ভি-রোল ফরম ও সুপারিশ পত্রDownload PDF
যে প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন উক্ত প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে প্রতিষ্ঠানের EIIN নাম্বারের শুরুতে ০১৩০৯ যোগ করে কল করুন
৪র্থ গণবিজ্ঞপ্তি পুলিশ ভেরিফিকেশন ফরম ২০২৩। [Apply Link]
২য় সুপারিশ প্রাপ্ত মেধা তালিকা কবে প্রকাশ পাবে।
৪র্থ গণ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক ভাবে নিয়োগের লক্ষ্যে ১ম মেধা তালিকায় সুপারিশ প্রাপ্ত ৩২ হাজার ৪৩৮ জন কে নির্বাচন করা হয় । প্রথম মেধা তালিকা হিসেবে এবং আরো ৩৬ হাজার প্রার্থী নিয়োগের অপেক্ষায় আছে । তারই ধারাবাহিকতা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে একটি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে শীগ্রই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হবে।
২য় সুপারিশ প্রাপ্ত মেধা তালিকা পিডিএফ
একটি সূত্রে জানিয়েছে ৩৬ হাজার পদে ‘বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি’ দেবে এনটিআরসিএ । তবে এখনো চূডান্ত হয় নাই। ৪র্থ গণ বিজ্ঞপ্তি এখনো ৩৬ হাজার শিক্ষক নিয়োগ বাকি তা হলে কি ২য় মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। এখনো চূডান্ত খবর আসে নাই তবে একটি সূত্রের নিয়োজ ৪র্থ বিশেষ গণ বিজ্ঞপ্তি দিবে NTRCA.
৩৬ হাজার শিক্ষক নিয়োগের অপেক্ষায় আছে । সেক্ষেত্রে ২য় মেধা তালিকা সুপারিশ প্রাপ্ত নিয়োগের লক্ষ্যে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই । যাহারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন , আসন খালি থাকা সাপেক্ষে তারা নিয়োগ প্রাপ্ত হবেন । তাই আশা করা যায় দ্বিতীয় মেধা তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে । যাহারা অপেক্ষায় আছেন আশা করা যাচ্ছে তাদের জন্য একটি ভালো নিউজ আসবে।
৪র্থ গণবিজ্ঞপ্তি ফলাফল আবার যাচাই কবে NTRCA

NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ২য় মেরিট লিস্ট Download PDF
NTRCA [৪র্থ গণবিজ্ঞপ্তি] সুপারিশ প্রাপ্তদের তালিকা
আপনি যদি অনলাইনে ফলাফল না পেয়ে থাকেন তা হলে আপনারা আবেদন কৃত USER ID ও PASS WORD দিয়ে আপনি ফলাফল দেখতে পারবেন। এছাডা আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন তা হলে আপনারা মোবাইল নাম্বার এ ফলাফল দেখতে পারবেন। SMS এর মাধ্যমে ফলাফল দেখতে পারবেন।
Enter Batch and Roll and click Find to get result of recruitment (public circular 21-12-2022)
NTRCA [৪র্থ গণবিজ্ঞপ্তি] ২য় মেধা তালিকা
এনটিআরসিএ চাকরির পরীক্ষার ফলাফল কীভাবে পরীক্ষা করা যায়
NTRCA চাকরির পরীক্ষার ফলাফল দেখতে, নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুন:
NTRCA ৪র্থ গণবিজ্ঞপ্তি ২য় মেধা তালিকা Result Click Here
- বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (NTRCA) অফিসিয়াল ওয়েবসাইট http://ntrca.gov.bd/ এ যান।
- হোমপেজের উপরের মেনুতে “ফলাফল” ট্যাবে ক্লিক করুন।
- পরীক্ষার ধরন নির্বাচন করুন, যেমন “স্কুল লেভেল” বা “কলেজ লেভেল।”
- আপনার রোল নম্বর লিখুন এবং পরীক্ষার বছর নির্বাচন করুন।
- ছবিতে দেখানো নিরাপত্তা কী লিখুন।
- “জমা দিন” বোতামে ক্লিক করুন।
- আপনার NTRCA চাকরির পরীক্ষার ২য় মেধা তালিকা ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।