NSI ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা ১৬ই জুন এবং ১৭ ই জুন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে । আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন বা করবেন ইতিমধ্যে আপনাদের প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি কিছু প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন এবং পরীক্ষা শেষেই কেবলমাত্র প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। আমরা এখানে প্রতিটি পদের প্রশ্নের উত্তর আলাদাভাবে দিয়ে থাকবো।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

যেহেতু এই পোস্টটি করা হয়েছে এনএসআই এর ফিল্ড স্টাফ পদের নিয়োগ পরীক্ষার জন্য তাই এখানে কেবলমাত্র পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা শেষে প্রশ্নের সঠিক সমাধান দেখতে পাবেন।

NSI নিয়োগ রেজাল্ট ডাউনলোড করতে ভিজিট করুণ এখানে

পদের নাম : NSI ফিল্ড স্টাফ। পদের সংখ্যা : ১৭৫ টি। শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃতি কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( SSC ) বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ। উচ্চতা : পুরুষ প্রার্থী :- ৫ ফুট ৪ ইঞ্চি

NSI নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা- (NSI/CNP) এর পরীক্ষার সময়সূচী

  • পরীক্ষার তারিখ: ১৬ ও ১৭ জুন ২০২৪ (প্রবেশপত্র দেখুন)
  • পদের নাম: বিভন্ন পদ।
  • পদসংখ্যা: ২৮৯ টি।
  • পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে।
  • পরীক্ষার স্থান: ঢাকা।
  • প্রবেশপত্র: প্রকাশিত।

NSI এর পরীক্ষার বিস্তারিত সিলেবাস

মিলিয়ে সর্বমোট ১০০ মার্কস এর ১০০টি এমসিকিউ থাকলেও ২০১৫ সালে বিজ্ঞান থেকে ৫ মার্কস ও সাধারণ জ্ঞান থেকে ৪৫ মার্কস এসেছিল যেখানে অংক থেকে ২০ মার্কস ছিল। এছাড়া বাংলা থেকে ১০ মার্কস, ইংরেজি থেকে ১০ মার্কস এঁর পাশাপাশি আইসিটি তে ১০ মার্কস ছিল।
লিখিত পরীক্ষা সাধারণত ১০০ মার্কের হয় এবং প্রিলির ফলাফল ঘোষণার পর ৩-৪ দিন পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, NSI এবার “চলমান নিয়োগ প্রক্রিয়ায় অনুষ্ঠিতব্য বাছাই প্রক্রিয়াসমূহ অন্য সকল নিয়োগ প্রক্রিয়া হতে সম্পূর্ণরূপে ভিন্ন এবং নিরুপম হতে যাচ্ছে” মর্মে যেহেতু ঘোষণা দিয়েছে, সেহেতু, সাধু সাবধান ! যেকোনো প্রক্রিয়ায় সিলেকশন হওয়ার জন্য প্রস্তুত থাকুন। NSI Agent রা যেকোনো পরিস্থিতির জন্যই তো আসলে প্রস্তুত থাকে।

প্রধানমন্ত্রীর কার্যালয়(NSI) এর নিয়োগের প্রিলি পরীক্ষার সিলেবাস

মোট – ১০০ নম্বর
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার সিলেবাস

প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণঃ
সহকারী পরিচালক (AD) – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)
১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর