২০২৩ সাল থেকে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম-২০২১ (প্রাথমিক স্কুল ও ইবতেদায়ী মাদ্রাসায়) বিস্তরণ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ লক্ষে এই কোর্সে মাধ্যমে আপনি সম্পূর্ণ করতে পারেবন।
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বেশকিছু গুণগত পরিবর্তন আনতে প্রাইমারি পর্যায়ের শিক্ষকদের জন্য প্রণীত জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিগত ২৩ মার্চ, ২০২২ তারিখে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (NCCC) কর্তৃক অনুমোদিত হয়। তারই ধারাবাহিকতায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর ভিত্তিতে নতুন বাংলাদের বিনির্মাণের লক্ষে সরকার জাতীয় শিক্ষাক্রম ২০২১ (প্রাথমিক স্তর) প্রণয়ন করেছে।
মুক্তপাঠ বিনামূলে কোর্স করে এখানে ভিজিট করুণ
তাই প্রাথমিক ও ইবতেদায়ী সকল শিক্ষকের শিক্ষাক্রমের ধারণার ব্যাপক বিস্তরণের লক্ষে ব্লেন্ডেড পদ্ধতিতে (অনলাইন ও অফলাইন) প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যাহাতে করে শিক্ষক গণ শ্রেণী কক্ষে সহজেই শিক্ষাথীদের পডাতে পারেন। এই কোর্স প্রশিক্ষনের লক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপতর ইতিমধ্যে একটি নোটিশ প্রদান করেছে। এবং সকল শিক্ষকদের এই প্রশিক্ষনের জন্য আহবান করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-লার্নিং প্ল্যাটফর্ম (dpe.muktopaath.gov.bd) ও কোর্স সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন।
মুক্তপাঠ প্রাইমারি ও ইবতেদায়ী শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণ
আপনারা যাহারা এই কোর্স করতে আগ্রহী আপনাদের অনলাইনে এই কোর্স করার আগে মুক্তপাঠ আপনাকে রেজিস্টেশন করতে হবে এবং আপনি লগইন করে কোর্স সম্পূর্ণ করার পর একটি পরীক্ষা দেওয়া হবে অনলাইনে এবং আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এই সার্টিফিকেট আপনি সংরক্ষন রাখবে ভবিষ্যতে আপনারা কাজে আসবে এই সার্টিফিকেট।
মুক্তপাঠ প্রাইমারি ও ইবতেদায়ী শিক্ষকদের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশনাবলী
আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করুন । এখানে আপনাদের জন্য রেজিষ্টেশন এর নিয়ম গুল দেওয়া হয়েছে আসা করি এই নিয়ো গুল দেখে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই আপনি রেজিস্ট্রেশন করার আগে আপনাকে আগে নিয়ম গুল ভালো করে পডতে হবে।
আপনি https://dpe.muktopaath.gov.bd/register ভিজিট করুণ প্রথমেই তার পর নিচের লিখা গুল ভালো করে পডুন
১। প্রথম ঘরে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
২। আপনার পেশা নির্বাচন করুন। যেহেতু আপনি শিক্ষক তাই পেশা শিক্ষন দিন
৩। আপনার জেন্ডার নির্বাচন করুন। আপনি পুরুষ অথবা মহিলা নির্বাচন করুণ।
৪। ইমেইল অথবা ফোন নম্বর পূরণ করুন। আপনার একটি gmail ID লাগবে যদি না থাকে নিজের মোবাইল নাম্বার দিন।
৫। আপনার পাসওয়ার্ড পূরণ করুন। আপনি এমন পাসওয়ার্ড দিন যাহাতে মনে রাখতে পারেন। তবে ৮ সংখ্যা যেন হয়।
৬। পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় পূরণ করুন। অথাত উপরের পাসওয়ার্ড আবার লিখুন।
৭। “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন এবং আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুণ
৮। আপনার ইমেইল অথবা ফোন নম্বর চেক করুন, একটি ভেরিফিকেশন কোড/লিংক পাঠানো হয়েছে।
৯। ভেরিফিকেশন কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
১০৷ আন্তর্জাতিক নিবন্ধনের জন্য ইমেল ব্যবহার করুন।
আপনার অ্যাকাউন্ট থাকলে লগইন করুন
- প্রথম ঘরে সম্পূর্ণ ইমেইল অথবা ফোন নম্বর পূরণ করুন যাহা দিয়ে আপনি রেজিস্টেশন করেছেন।
- পাসওয়ার্ড দিন । রেজিস্ট্রেশন সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ঠিক সেই পাসওয়ার্ড এখানে লিখুন।
- “লগইন” বাটনে ক্লিক করুন এবং আপনার প্রশিক্ষণ এর জন্য প্রস্তুতি নিন।