মেরিন একাডেমি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন ২০২৪ dos.gov.bd

সরকারি/বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। এইচএসসি পাশে নেওয়া হয়ে থাকে শিক্ষাথীদেরকে। আপনি যদি নিদিষ্ট যোগ্যতা সম্পূর্ণ হয়ে থাকেন তা হলে আজই আবেদন সম্পূর্ণ করুণ। আবেদন করবেন কিভাবে তা এখানে বিস্তারিত আলচনা করা হয়েছে। রেজাল্ট দেখুন পিডিএফ

মেরিন একাডেমি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি সময়সূচী

  • ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশঃ ১২ অক্টোবর ২০২৪
  • ভর্তি আবেদন শুরুঃ ১৩ অক্টোবর ২০২৪
  • ভর্তি আবেদন শেষঃ ০৫ নভেম্বর ২০২৪
  • ভর্তি পরীক্ষার তারিখঃ ইমেইলে জানিয়ে দেওয়া হবে
  • ভর্তি পরীক্ষার রেজাল্টঃ এখনো প্রকাশিত হয় নাই
  • ভর্তি পরীক্ষার ধরনঃ MCQ লিখিত, শারীরিক ও ভাইভা

বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন ২০২৪

বাংলাদেশ মেরিন একাডেমি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট dos.gov.bd এ প্রবেশ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সাধারণভাবে নিম্নলিখিত পদক্ষেপগুলির মাধ্যমে সম্পন্ন হয়:

মেরিন একাডেমি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন করুণ এখানে

  1. প্রথমে ওয়েবসাইট dos.gov.bd এ যেতে হবে।
  2. ওয়েবসাইটে গিয়ে, আপনাকে ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি আবেদন সম্পর্কিত সেকশন খোলতে হবে।
  3. সেকশনে, ভর্তি আবেদনের জন্য প্রয়োজনীয় ফরম এর বিস্তারিত নির্দেশনা পেতে পারেন।
  4. আবেদন ফরম পূরণ করুন, যেহেতু আপনি ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে চান।
  5. প্রয়োজন হলে সব আবশ্যক ডকুমেন্ট এবং তথ্য প্রদান করুন, যেমন শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীর ছবি, আইডি প্রুফ, স্বাক্ষর, ইমেইল ও মোবাইল নম্বর ইত্যাদি।
  6. আবেদন ফি প্রদান করুণ
  7. আবেদনটি সঠিকভাবে পূরণ করার পর, আবেদনকারীর স্বাক্ষর সহ আবেদনপত্রটি সাবমিট করুন।

অবশ্যই মনে রাখা গুরুত্বপূর্ণ যে, অনলাইন আবেদনের সময়কে সঠিকভাবে পালন করতে আপনার আবেদনের সময়সীমা এবং সময় পরিস্থিতি সঠিক রাখা গুরুত্বপূর্ণ। আপনি সময়ে সঠিক প্রদর্শন না করতে পারেন তাহলে আপনার আবেদন সর্বোচ্চ সম্ভাব্য মুল্যায়ন থাকতে পারে।

প্রয়োজনীয়তা বিবেচনা করে আসন কম বেশি হতে পারে।

চূডান্ত নির্বাচন এর ধাপ সমূহ

এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার প্রাপ্ত জিপিএ এবং ভতি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথী নির্বাচন করা হবে।

  • এসএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর এর ১৫গুন=৭৫নম্বর (সর্বোচ্চ)
  • এইচএসসি/সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নম্বর এর ২৫গুন=১২৫নম্বর (সর্বোচ্চ)
  • লিখিত পরীক্ষা এমসিকিও – ১০০ নম্বরের
  • মোট নম্বর = ৩০০ মার্ক
  • লিখিত পরীক্ষার পাস মার্ক = ৪০%

মেরিন একাডেমির ভর্তি পরীক্ষার পূর্ণ মার্ক

মেরিন একাডেমি পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে।

  1. পদাথ বিজ্ঞান- ২৫ মার্ক
  2. গণিত- ২৫ মার্ক
  3. সাধার জ্ঞক-১৫ মার্ক
  4. বাংলা-১০ মার্ক
  5. ইংরেজি ২৫ মার্ক
  6. এমসিকিউ পরীক্ষার পর শারীরিক পরীক্ষা অংশ গ্রহন করবে এবং এর পর মোখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেরিন একাডেমি ভর্তি যোগ্যতা

ক) বয়স: ৩০ জুন ২০২২ তারিখে সর্বাধিক ২২ বছর (পুরুষ/মহিলা)।

খ) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ ৩.৫০। পদার্থবিদ্যা এবং গণিতে আলাদাভাবে একটি জিপিএ 3.50 এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3.00 বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় IELTS গড় স্কোর 5.5।

গ) ইংরেজি মাধ্যমের ছাত্র: 5টি বিষয়ের মধ্যে O লেভেলে ন্যূনতম 3 গ্রেড A এবং 2 B গ্রেড থাকতে হবে এবং A লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে B গ্রেড সহ পাশ হতে হবে (উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত সহ)। শারীরিক মান (সর্বনিম্ন): উচ্চতা 5′-4″; মহিলা 5′-2″। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থা BMI

ঘ)  চার্ট অনুযায়ী হতে হবে (BMI সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 27; অর্থাৎ 5′-4″);

ঙ) 45-71 কেজি: 5′-6: 48-76 কেজি)। নটিক্যাল ক্যাডেটদের জন্য দৃষ্টিশক্তি 6/6:

চ)  ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য 6/12 (চশমা সহ 6/6 হতে হবে)।

ছ) বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে। নাগরিকত্ব বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।