স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ কার্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা ১৪ জুলাইন ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিউনিটি অরগানাইজার পদের বিপরিতে প্রায় লক্ষাদিক পরিক্ষাথী অংশ গ্রহন করছে। LGED৷ [প্রশ্ন সমাধান] কমিউনিটি অর্গানাইজার নিয়োগ পরীক্ষা ২০২৩। পদে নিয়োগ পরীক্ষা পরে আপনি প্রশ্ন উত্তর দেখতে চাইলে সহজেই এখানে ভিজিট করতে পারেন। এর জন্য আপনি এই পোষ্ট সম্পূর্ণ দেখুন আসা করু প্রতিটি প্রশ্নের উত্তর আপনি এখানে খুজে পাবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্য সহকারী প্রশ্ন সমাধান ২০২৩
এলজিইডির অধীনে ৮৮টি সার্ভেয়ার, ৮৪টি ইলেকট্রিশিয়ান, ১টি মুয়াজ্জিন পদসহ মোট ১৭৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ মে।
এলজিইডি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান কার্য সহকারী পদে
আরো দেখুনঃ LGED “কার্য সহকারী” পদে নিয়োগ এক্সাম রেজাল্ট এবং মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রস্তুতি ২০২৩
এছাড়া ১৭১টি অফিস সহকারী, ২৫৭টি অফিস সহকারী কাম কম্পিউটার কোডার পদসহ মোট ৪২৮টি শূন্য পদের জন্য ১২ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
LGED “কার্য সহকারী” ৭২০টি পদে নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন-সমাধান ২০২৩ PDF
LGED ০৯ জুন ২০২৩ তারিখে নিয়োগ পরীক্ষা
ক্রমিক | পদের নাম | পদের সংখ্যা | প্রশ্ন সমাধান | রেজাল্ |
০১ | কার্য সহকারী | পিডিএফ ভিজিট করুণ | রেজাল্ট ডাউনলোড PDF | |
০২ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ২৫৭টি | পিডিএফ ভিজিট করুণ | রেজাল্ট ডাউনলোড PDF |
১ | গ | ২১ | ক | ৪০ | ক | ৬০ | গ |
২ | খ | ২২ | ক | ৪১ | গ | ৬১ | ঘ |
৩ | ক | ২৩ | ক | ৪২ | গ | ৬২ | খ |
৪ | ক | ২৪ | গ | ৪৩ | গ | ৬৩ | গ |
৫ | ক | ২৫ | গ | ৪৪ | খ | ৬৪ | গ |
৬ | ক | ২৬ | ঘ | ৪৫ | ক | ৬৫ | ক |
৭ | ঘ | ২৭ | খ | ৪৬ | খ | ৬৬ | খ |
৮ | খ | ২৮ | খ | ৪৭ | গ | ৬৭ | ঘ |
৯ | গ | ২৯ | ক | ৪৮ | ঘ | ৬৮ | গ |
১০ | ক | ৩০ | গ | ৪৯ | গ | ৬৯ | ঘ |
১১ | খ | ৩১ | খ | ৫০ | গ | ৭০ | খ |
১২ | খ | ৩২ | খ | ৫১ | গ | ||
১৩ | ক | ৩৩ | ক | ৫২ | খ | ||
১৪ | গ | ৩৪ | খ | ৫৩ | গ | ||
১৫ | ঘ | ৩৫ | খ | ৫৪ | গ | ||
১৬ | ক | ৩৬ | ক | ৫৫ | ঘ | ||
১৭ | ঘ | ৩৭ | খ | ৫৬ | খ | ||
১৮ | খ | ৩৮ | ঘ | ৫৭ | ক | ||
১৯ | খ | ৩৯ | গ | ৫৮ | ক | ||
২০ | খ | ৫৯ | গ |
LGED Work Assistant Jobs Exam Result View PDF
এছাডা আপনারা সিট প্ল্যান দেখতে পারবেন। যেহেতু ঢাকা ১৩৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাই আপনি প্রবেশ পত্র থেকে জানতে পারবেন আপনার কোন কেন্দ্র গিয়ে আপনি পরীক্ষায় অংশ গ্রহন হবে। তাই আপনি এখান থেকে কেন্দ্র তালিকা ভিউ করে দেখতে পারেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রশ্ন উত্তর
LGED অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা সময়সূচী
- Total Vacancy: 400
- Exam Date: 05 May 2023
- Exam Time: 11.00 AM to 12.00 PM
- Exam Type: MCQ
- Exam Centre: Dhaka
- পদের নামঃ বিভিন্ন পদে।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
- বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ৯৩০০-২২৪৯০ (গ্রেড-১৬) টাকা দেওয়া হবে।
অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন পদ্ধতি কি?
কত নাম্বারে পরিক্ষা হবে?
LGED অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমধান
পরীক্ষা শেষ হবে ১২টা দিকে পরীক্ষা শেষ হবার পর পরই আপনারা অনলাইন থেকে প্রশ্ন উত্তর খুজতে থাকবেন। আপনাদের জন্য এই পোষ্ট দেওয়া প্রশ্নের উত্তর এখান থেকে দেখতে পারবেন। আপনাদের জন্য এখানে দেওয়া প্রশ্নের উত্তর গুলো দেওয়া হয়েছে। আসাহ করি আপনারা উত্তর গুলো দেখে সহজেই বুজতে পারবেন আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে।
গণিতের সমধানঃ ২৫ মার্ক
১। x-y=2 এবং xy=15 হলে, (x+y) এর মান কত?
(x+y)2=(x−y)2=4xy=22+4×15=4+60=64x+y=√64 = 8 ans
২। একটি আয়তকার কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ?
উত্তরঃ 50√5 বর্গমিটার ।
৩। ১ ভাগ ০ = কত? উত্তর অসীম
4. Question
দেয়া আছে, m – 1/m = 2
সুতরাং , m4 + 1/m4 = (m2 )2 + (1/m2 )2
= (m2 + 1/m2)2 – 2.m2.1/ m2
= {(m – 1/m)2 + 2.m.1/m}2 – 2
= (22 + 2)2 – 2
= 62 – 2
= 34
৫। প্রশ্ন 8, 11, 17, 29, 53 ………ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ব্যাখ্যা: প্রথম পদ+3 = 8+3 = 11
দ্বিতীয় পদ+6=11+6=17
তৃতীয়পদ+12=17+12 =29
চতুর্থপদ+24=29+24 = 53
তাহলে পঞ্চমপদ+48=53+48=101.
৮। 15 টাকা 25 টাকার শতকরা কত?
25 x P = 15
:. P = (15 × 100)/25 = 60%
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা প্রশ্ন সমধান ভিউ
আপনি যদি প্রশ্ন গুলো উত্তর দেখতে চান তা হলে আপনি ভিউ করে দেখতে পারেন। এছাডা আপনি ইমেজ থেকে দেখে নিতে পারেন প্রশ্ন উত্তর গুলো। আজকের নেওয়া পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর পেতে এখান ভিজিট করতে পারেন। আসা করি আপনার পরীক্ষার প্রশ্নের সমাধান গুল সহজেই জানতে পারবেন।
নিচে প্রশ্নের উত্তর গুল পরীক্ষা শেষে আপনি পেয়ে যাবেন।
উদাহরণ ১: যদি 1+2+3+…+n এর সমষ্টি হয় T তবে, 1+3+5+…+n তে কতগুলো অজোগর সংখ্যা রয়েছে? উত্তর: যদি n এর মান জ্ঞাত থাকে তবে সমাধান T = n(n+1)/2 হবে। এখন, অজোগর সংখ্যা হল স্থানীয়ভাবে অর্থ্যপূর্ণ সংখ্যা, তাই সংখ্যাটি বর্গমূল হলে স্থানীয়ভাবে অর্থ্যপূর্ণ সংখ্যা হয়। তাই, যদি n এর মান জ্ঞাত হয় তবে অজোগর সংখ্যা হবে (n+1)/2।
প্রশ্নঃ ঢাকা শহরের জনসংখ্যা হলো ১ কোটি ২৫ লক্ষ। এর দশগুণ হলো কত?
উত্তরঃ ঢাকা শহরের জনসংখ্যা = ১ কোটি ২৫ লক্ষ = ১২৫০০০০০ জন
দশগুণ = ১২৫০০০০০ x ১০ = ১২৫০০০০০০
তাই, ঢাকা শহরের জনসংখ্যা দশগুণ হলো ১২৫০০০০০০।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা রেজাল্ট ভিউ
অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা যেহেতু ২৪ তারিখে অনুষ্ঠিত হয়েছে তাই ফলাফল আপনারা এখান থেকে দ্রুত পেয়ে যাবেন। যাহারা এই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করেছেন এখান থেকে আপনি এই নিয়োগ পরীক্ষার ফলাফল দেখতে চাইলে ভিজিট করুণ এখানে
অফিস সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা রেজাল্ট