[রেজাল্ট] LGED কমিউনিটি অর্গানাইজার নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৪

LGED কমিউনিটি অরগানাইগার পদের আজকের নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান দেখুন। আজ ০৯ জুন ২০২৪ নেওয়া পরীক্ষায় আপনি যদি অংশ গ্রহণ করে থাকেন তা হলে এখান থেকে সহজেই প্রশ্নের সঠিক সমাধান দেখতে পারবেন।

LGED কমিউনিটি অর্গানাইজার রেজাল্ট

আজকের কমিউনিটি অর্গানাইজার পদে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় পরীক্ষার পর পরই। আজকের নেওয়া পরীক্ষার রেজাল্ট আপনি যদি পেতে চান তা হলে নিচের নেওয়া LGED ওয়েবসাইট ভিজিট করুন। এছাডা আমাদের এই সাইটে পিডিএফ আকারে দেওয়া হয়েছে রেজাল্ট পিডিএফ কপি।

এলজিইডির কমিউনিটি অর্গানাইজার সময়সূচি

  • পদ সংখ্যা : ২০৬
  • গ্রেড : ১৪
  • বেতন: মোট =১৬,৭০০/- (মূল বেতন: ১০,২০০/- + বাড়িভাড়া ৪,৮০০/- + চিকিৎসা ভাতা ১,৫০০/- + টিফিন ভাতা ২০০/-) ( এছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা)
  • পরীক্ষার সময়সূচি: ০৯ জুন ২০২৪.
  • পরীক্ষার ধরন: MCQ 70 mark
  • পরীক্ষার সময়সূচি: ১১টা থেকে ১২টা

LGED কত নাম্বারে পরিক্ষা হবে?

৭০ নাম্বারের পিলিমিনারি (এমসিকিউ) পরিক্ষা প্রথম ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে।
১) বাংলা-২০ মার্ক
২) ইংরেজি-২০ মার্ক
৩) সাধারন জ্ঞান -১০ মার্ক
৪) গণিত -২০ মার্ক
বাংলা, ইংরেজি, সাধারন জ্ঞান, গণিত কি কি পড়বেন এবং বিগত সালের প্রশ্ন-সমাধান গুলো দেখতে পারেন।

কমিউনিটি অর্গানাইজার -২০২৪ প্রশ্ন সমাধান

১. জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের নাম কী?
>>>নয়েলিন হেইজেল (পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন)

২. সিঙ্গাপুরে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিরক্ষা সম্মেলনের নাম কী?
>>> ‘সাংগ্রি-লা-ডায়ালগ’

৩. রেকটিফাইড স্প্রিরিটে কত শতাংশ ইথানল থাকে?
>>> ৯৫.৬ শতাংশ

৪. পরবর্তী জলবায়ু সম্মেলন ‘ COP-28 ‘ কোথায় অনুষ্ঠিত হবে?
>> সংযুক্ত আরব আমিরাত

৫. আইল অব উইট ( Isle of weight) কোন দেশের দক্ষিণ উপকূলের একটি বিখ্যাত দ্বীপ?
>>>যুক্তরাজ্য

৬. সম্প্রতি “ডাম” নামক ম্যালওয়্যার এর সাইবার আক্রমণ হয়েছে কোথায়?

কমিউনিটি অর্গানাইজার -২০২৪ কাজ্জক্রম

(1) অফিসের যাবতীয় আসবাবপত্রের রেজিষ্টার্ড সংরক্ষন করন।
(2) মটর সাইকেল/বাইসাইকেল এর রেজিষ্টার্ড সংরক্ষন করন।
(3)মহিলা কর্মী(এলসিএস) দ্বারা রাস্তা মেরামত করন কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করন।
(4) মহিলা কর্মী(আরইআরএমপি) দ্বারা রাস্তা মেরামত করন কাজ কাজ বাস্তবায়নে পরিদর্শন করিবেন ও বিল প্রস্তুত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করন।
(5) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমিতির মাধ্যমে উপকারভোগীদের কাজে সহায়তা করন।
(6)সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।
নিয়োগ হবে : উপজেলা পর্যায়ে

এলজিইডির কমিউনিটি অর্গানাইজার রেজাল্ট

যাহারা আজকে পরিক্ষায় অংশ গ্রহন করেছেন এখান থেকে আপনি সহজেই রেজাল্ট ডাউনলোড করে দেখতে পারবেন।  তার জন্য LGED ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ  বোডে থেকে এই ফলাফল আপনি সহজেই দেখতে চাইলে ভিজিট করুন এখানে।

এলজিইডির কমিউনিটি অর্গানাইজার রেজাল্ট