ভূমি উন্নয়ন কর প্রদান অনলাইনে। খাজনা যাচাই করুণ ldtax gov bd

ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করুণ ও চেক করুণ অনলাইন এ তার জন্য land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুণ এবং ভূমি কর প্রদান করুণ। বাংলাদেশ একসময় ভূমি উন্নয়ন কর প্রদান অনেকটা জটিল ছিল যা ভূমি অফিসের প্রধান করতে হতো , তবে বর্তমানে ভূমি অফিসে যাওয়ার প্রয়োজনে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবেন অনলাইনের মাধ্যমে। জমির মালিকানা যাচাই অনলাইন ২০২৩

ভূমি উন্নয়ন কর (খাজনা) দিতে ভিজিট করুণ

এছাড়াও আপনার কাজটি সঠিকভাবে প্রধান হয়েছে কিনা তা আপনি অনলাইনের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। তার জন্য আপনার https://ldtax.gov.bd/ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে দেখে নিতে হবে । আপনার খাজনা কত টাকা তা নির্ভর করব আপনার জমির উপরে এবং আপনি কতবছরের খাজনা প্রদান করবেন তার উপরে। তাই আপনি খাজনা প্রদানের আগে অবশ্যই আপনার কত টাকা খাজনা হয়েছে তা জেনে নিবেন ।

আরো দেখুনঃ

[জন্ম সনদ] অনলাইন নিবন্ধন, সংশোধন, ভেরিফাই ও ডাউনলোডের নতুন নিয়ম ২০২৩ঃ

জমির খতিয়ান (ই-পর্চা) ডাউনলোড করুন বিনামূল্যে। eporcha gov bd

ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের জন্য ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতি

আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং একটি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেই আপনি খাজনা প্রদান করতে পারবেন এবং দু’একদিনের মধ্যেই আপনার খাজনা জমা হয়ে যাবে এবং মোবাইলে মেসেজ আসবে । তারপর আপনি অনলাইনে মাধ্যমে সঠিকভাবে জমা হয়েছে কিনা এবং কত বছরের জন্য জমা হয়েছে তা বিস্তারিত দেখা যাবে।

ভূমি উন্নয়ন কর (খাজনা) রেজিস্ট্রেশন করতে ভিজিট করুণ

নাগরিকরা www.ldtax.gov.bd-এ গিয়ে অনলাইনে ভূমি উন্নয়ন কর নিবন্ধন ও পরিশোধ করতে পারেন। এছাড়াও NID নম্বর, জন্মতারিখ ও শনাক্তকরণ তথ্য প্রদান করে যেকোনো ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুবিধা চালু করা হয়েছে।

https://ldtax.gov.bd/citizen/register

আরো দেখুনঃ ই-নামজারি আবেদন যাচাই করুন অনলাইনে-ভূমি মন্ত্রণালয় land gov bd

ই-পেমেন্ট করতে এন.আই.ডি. যাচাই করুন।

ভূমি করের হার

বাংলাদেশের ১৯৭১ সালে বা বাংলা ১৩৭৮ সালে স্বাধীনতা অর্জিত হলে, সমস্ত অবৈতনিক কর মওকুফ করা হয়েছিল এবং বাংলা ১৩৭৯ থেকে কর বা খাজনা ধার্য করা হয়েছিল। বাংলা ১৯৮২ সাল পর্যন্ত ২৫ বিঘা বা ৮.২৫ একরের বেশি জমির অধিকারী যে কোনও পরিবারের জন্য খাজনা বা  শিক্ষা কর ছিল। ছিল। ২৫ বিঘার কম জমির জন্য শুধুমাত্র শিক্ষা কর দিতে হতো।

বাংলা ১৩৮৩ (১৯৭৬ সাল) থেকে বাংলা ১৩৮৮ পর্যন্ত ভাড়া ছিল ৯০ পয়সা প্রতি বিঘা (৩৩ শতাংশ) ২৫ বিঘা পর্যন্ত এবং ২৫ বিঘার উপরে বিঘা প্রতি ৫ টাকা। বাংলা ১৩৮৯ থেকে বাংলা ৩৯৩ পর্যন্ত ২ একর জমির জন্য ৩ পয়সা প্রতি শতাংশে, ২ একর থেকে ৫ একরের জন্য প্রথম দুই একরের জন্য ৬ এবং তারপরে প্রতিটি শতাংশের জন্য ১৫ পয়সা। প্রথম ৫ একর জন্য ৫১ পয়সা এবং ৫একর থেকে ১০ একর জমির জন্য প্রতি শতাংশের জন্য ৩৬ পয়সা। ১০ একর থেকে ১৫ একর পর্যন্ত প্রথম ১০ একরের জন্য ২৩১ টাকা এবং তারপরে প্রতি শতাংশের জন্য ৬০ পয়সা। ১৫ একর থেকে ২৫ একর পর্যন্ত প্রথম ১৫ একরের জন্য ৫৩১ এবং তার পরে প্রতি শতাংশের জন্য ৬০ পয়সা। প্রথম ২৫ একরের জন্য ১৪৮১ টাকা এবং ২৫ একরের পর প্রতি শতাংশের জন্য ১ টাকা ৪৫ পয়সা।

বাংলা ১৩৯৪ সাল (১৯৮৭ সাল) থেকে বাংলা ১৪০১ সাল (১৯৯৪ সাল) ১ একর জমির জন্য ৩ পয়সা শতাংশ, সব মিলিয়ে এক টাকার কম নয়। ২ একর থেকে ৫ একর পর্যন্ত জমির জন্য ৩০ পয়সা শতাংশ। ৫ একর থেকে ১০ একর পর্যন্ত ৫০ পয়সা শতাংশ। জমি ১০ একরের বেশি হলে ২ শতাংশ। ১৩৯৮ সালের ১ বৈশাখ থেকে ২৫ বিঘা বা ৮.২৫ একর পর্যন্ত কৃষি জমি থেকে সব ধরনের কর প্রত্যাহার করা হয়।

বিশেষ দ্রষ্টব্য: অফিসিয়াল স্কেলে: ৩৩ শতাংশ = ২০ কাঠা = ১ বিঘা এবং ১.৬৫ শতাংশ =১ কাঠা। কিন্তু ঢাকা এলাকায় (মহানগরের বাইরে): ৩০ শতাংশ = ২- কাঠা = ১ বিঘা এবং ১.৫ শতাংশ =.১ কাঠা।