আমরা যখন জরি জমির কেনাবেচা করি তখন রেজিস্ট্রি হবার পরে একটি সাটিফাইড দলিল এবং তার সাথে একটি রশিদ দেওয়া হয়। যে দলিলটি রেজিস্ট্রেশন দেওয়া হয় সেই দলিলটি মূল দলিল না । মূল দলিল দেওয়া হয় ভূমি অফিস থেকে অনেক দিন পরে। মূলত মালাম বই এ দলিলের সকল তথ্য উঠানোর পর এই দলিল প্রদান করে থাকে, তার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। যখন মূল দলিল প্রদান করে থাকে তখন মূল দলিল যখন সংগ্রহ করবেন তখন অবশ্যই আপনাকে রশিদ দেখাতে হবে। তবে কিভাবে রশিদ না থাকলে দলিল সংগ্রহ ক্ষেত্রে কিছুটা বিডম্বনা পডতে হয়। তবে কিভাবে আপনি দলিল সংগ্রহ করবেন তা নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে।
রশিদ হারিয়ে গেলে মূল দলিল ফেরত আবেদন ফরম
রশিদ হারিয়ে গেলে মূল দলিল ফেরত পাওয়ার উপায়
রসিদ হারানোর দলিল ফেরত আবেদন কারী লিখিত আবেদন
- ১১১ (চ) (১) রসিদ হারানোর অভিযোগ সহকারে দলিল ফেরত প্রদানের অনুরোধ সংবলিত লিখিত আবেদন করতে হবে এবং মূল রসিদ যাহার নিকট প্রদান করা হইয়াছিল তাহার দ্বারা দাখিলকৃত হইবে।
- এইরূপ আবেদন প্রাপ্তির পর নিবন্ধনকারী কর্মকর্তা দাখিলকারীকে সনাক্তক্রমে রসিদ হারানোর বিষয়টি প্রমাণীত করাইয়া লইবেন।
- যেক্ষেত্রে দাখিলকারী গ্রহীতা নহে, সেইক্ষেত্রে প্রাপ্তিস্বীকার পত্র সহ একটি নোটিস গ্রহীতার নিকট প্রেরণ করা হইবে (যাহার খরচ আবেদনকারী বহন করিবেন) এবং রসিদ হারানোর বিষয়ে সাক্ষ্য প্রদানের জন্য তাহাকে যুক্তিসংগত সময় প্রদান করা হইবে।
- দলিলটি নিবন্ধিত না হইয়া থাকিলে, সাদা কাগজে রসিদের একটি প্রতিলিপি দেওয়া যাইবে; পক্ষান্তরে যদি দলিলটি নিবন্ধিত হইয়া থাকে, তাহা হইলে দলিলটি ফেরত দেওয়া যাইবে।
- হারানো রসিদটির পরিবর্তে নিবন্ধনকারী কর্মকর্তা এক খন্ড সাদা কাগজের ১ পৃষ্ঠায় নিম্নের প্রত্যায়ন লিপিবদ্ধ করিয়া মুড়িপত্রে লাগাইয়া রাখিবার ব্যাবস্থা করিবেন।
যে ভাবে আবেদন লিখবেন তার একটি নমুনা দেখানো হইলো। এর পর নিবন্ধনকারী কর্মকর্তা থেকে একটি প্রত্যয়ন প্রদান করবে যাহা নিচে উল্লেখ করা হয়েছে।
রসিদ হারানোর আবেদনকারী দলিল দাখিলকারী নহে
রসিদ হারানোর আবেদনকারী খরচ/ফি
- (৩) ফিসের তালিকার দফা ‘চ (১) (অ) বা (আ)’ এর অধীন তল্লাশি ফিস আদায় করিতে হইবে এবং সাদা কাগজে উপর্যুক্ত (১) অনুচ্ছেদে উল্লিখিত প্রত্যায়ন লিপিবদ্ধ করিতে হইবে। যেক্ষেত্রে তল্লাশী বা পরিদর্শন ফিস আদায়যোগ্য সেইক্ষেত্রে, নির্ধারিত ফরমে, আবেদনপত্র প্রযোজ্য।
- ১১১ (ছ) রসিদ হারানোর ক্ষেত্রে আবেদনকারীর টিপছাপ প্রদান করিতে হইবে.
- রসিদ হারানোর অভিযোগে দলিল ফেরত প্রদানের আবেদনের ক্ষেত্রে এই উদ্দেশ্যে সংরক্ষিত ভিন্ন টিপছাপ রেজিস্টারে আবেদনকারীর টিপছাপ গ্রহন করিতে হইবে।
- রেজিস্টারের ২ নং কলামের শিরোনামের স্থলে “আবেদনকারীর নাম, স্বাক্ষর ও দলিলে বর্ণিত তাহার সামাজিক ও পেশাগত অবস্থান” হাতে লিখিয়া পরিবর্তন করিতে হইবে।
- দলিলটি ফেরত দেওয়ার পূর্বে, নিবন্ধনকারী কর্মকর্তা দলিলে বিদ্যমান পূর্বের টিপছাপের সহিত, যদি থাকে, বর্তমানে গৃহীত টিপছাপের তুলনা করিয়া স্বয়ং সন্তুষ্ট হইবেন যে, এইরূপ ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নাই।