জমির [মৌজা ম্যাপ] বিনামূল্যে অনলাইনে অনুসন্ধান করে ডাউনলোড করুন

জমির মৌজা ম্যাপ বিনামূল্যে অনলাইনে অনুসন্ধান করা যাচ্ছে।মৌজা ম্যাপ অনুসন্ধান করার আগে আপনাকে জানতে হবে জমির মৌজা ম্যাপ কি? আপনার সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। মৌজা ম্যাপ হচ্ছে জমির অবস্থন নিম্নয়ের একটি মাধ্যমে। এই মাধ্যমে আপনার জমিটির সঠিক অবস্থান কোথায় আছে তা নির্ণয় করা যাবে। আপনি মৌজা ম্যাপ অনুসন্ধান করার ক্ষেত্রে কোন ধরনের ফি প্রদান করার প্রয়োজন নেই। নীচের দেওয়া পব্ধতি অনুসরন করে সহজেই অনুসন্ধান  করেতে পারবেন।  সরাসরি অনুসন্ধান করতে এখানে map.land.gov.bd ক্লিক করুণ

মৌজা ম্যাপ অনুসন্ধান করতে ভিজিট করুণ

বর্তমানে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ অনুসন্ধান করে সহজেই সংরক্ষণ করতে পারেন । তবে মৌজা ম্যাপ আপনি সংগ্রহ করলেই হবে না কোন ধরনের মৌজা ম্যাপ প্রয়োজন তা আপনাকে আগে বুঝে নিতে হবে। আপনি সিএস, আরএস, বিএস এর মৌজা ম্যাপ অনুসন্ধান করেছেন কি না অনুসন্ধানের আগে আপনার কিছু বিষয় জানা জরুরি যাহা। না জানলে আপনি মৌজা ম্যাপ সংগ্রহ করে কোন লাভ হচ্ছে না ।

মৌজা ম্যাপ আবেদন করতে ভিজিট করুণ

এছাড়াও আপনি পুরাতন মৌজা ম্যাপ সংগ্রহের জন্য ঢাকা রেকর্ড অধিদপ্তরে ঠিকানায় যোগাযোগ করতে পারেন । ঠিকানা হচ্ছে সাত রাস্তা মোর, তেজগাও,ঢাকা

আরো দেখুনঃ  মৌজা ম্যাপ অনুসন্ধান, মৌজা ম্যাপ পিডিএফ ডাউনলোড , মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড , মৌজা ম্যাপ ডাউনলোড বাংলাদেশ ,জমির মৌজা ম্যাপ , অনলাইনে মৌজা ম্যাপ , উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা , মৌজা কিভাবে বের করবো

অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ অনুসন্ধান

আপনি যেখানে থাকেন তা কেন অনলাইনের মাধ্যমে জমির মৌজা ম্যাপ যে কোন জেলার বা উপজেলার নকশা বা মৌজা ম্যাপ  অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।
মৌজা ম্যাপ বা নকশা অনলাইনে দেখতে যে তথ্যগুলো লাগবেঃ
১। ম্যাপের ধরণঃ CS/SA/RS/BRS/BS
২। মৌজার জে এল নাম্বার।
৩। সিট নাম্বার অথবা দাগ নাম্বার.।
৪। মৌজার নাম।
৫। থানার নাম।
৬। জেলার নাম।
৭। বিভাগের নাম।
আপনি উপদের দেওয়া তথ্য নিজের কাছে রাখুন এবার অনলাইন থেকে কিভাবে দেখবেন তা এখান থেকে জেনেনিন।

মৌজা ম্যাপ বা নকশা অনলাইনে অনুসন্ধান

  • বিভাগ:
  • জেলা:
  • থানা/উপজেলা:
  • মৌজা:
  • সিট নং:
  • প্লট:

  1. প্রথমেই land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে উপরের দেওয়া তথ্য পুরন করুণ।
  2. এর পর্ব ভূমি মৌজা ম্যাপ  অনুসন্ধান ভিজিট করুণ।
  3. নতুন একটি আবেদন ফরম আসবে এই আবেদন ফরম এ দেওয়া তথ্য দিয়ে আবেদন সম্পূর্ণ করুণ।
  4. আবেদন করার সময় আপনার জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।
  5. এবার প্রতিটি মৌজা ম্যাপ জন্য সরকারি ফি প্রদান সম্পূর্ণ করুণ
  6. সকল তথ্য সম্পূর্ণ হবার পর সাবমিট বাটনে কিল্ক করুণ।
  7. আপনি অনলাইন থেকে মৌজা ম্যাপ ডাউনলোড করুণ।
  8. আবেদন সম্পূর্ণ হবার ন।দিনের মধ্যে আপনি নিদিষ্ট ঠিকানায় ডাক যোগে আবেদন কৃত মৌজা ম্যাপ চলে আসবে।

সরাসরি রেকড অফিস থেকে মৌজা ম্যাপ সংগ্রহ

ভূমি মন্ত্রণালয়ের ১৯/০৮/২০১৫ খ্রিঃ তারিখে প্রকাশিত, ৩১.০০.০০০০.০০৪৯.০০৭.০০৫.১৩-৩০৪ নং স্মারক-এর পরিপত্র অনুযায়ী। আপনি ম্যাপ সংগ্রহ করতে কিছু ফি প্রয়োজন পডবে যাহা নিচে দেওয়া হয়েছে। এবং কিভাবে সংগ্রহ করবেন তা নিয়ে আলোচনা করা হয়েছে।

ক্রমিক নংআইটেমের নামসরকার নির্ধারিত মূল্য
০১মৌজা ম্যাপ (মুদ্রিত)৫০০/-
০২থানা ম্যাপ(মুদ্রিত)৭০০/-
০৩জেলা ম্যাপ(মুদ্রিত), সাদা-কালো৮০০/-
০৪জেলা ম্যাপ(মুদ্রিত), রঙিন১,০০০/-
০৫বাংলাদেশ ম্যাপ (মুদ্রিত)১,৫০০/-
০৬খতিয়ান (মুদ্রিত)১০০/-

সরকার কর্তৃক নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে উপজেলা সেটেলমেন্ট অফিসের আওতাধীন প্রকাশনা ক্যাম্প থেকে মৌজা মানচিত্র সংগ্রহ করা যেতে পারে;

  • রেকর্ড ভলিউম বা বালাম বই সহ মৌজা মানচিত্র চূড়ান্ত প্রকাশনা সম্পন্ন হলে জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়।
  • মৌজা ম্যাপ মুদ্রিত কপি জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে সংগ্রহ করা যাবে মজুদ থাকা সাপেক্ষে।
  • মৌজা ম্যাপ হেড অফিস কাস্টোডিয়ান পরিচালক (জরিপ), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, সাত রাস্তা তেজগাঁও, ঢাকা-১২০৮।
  • ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে মৌজা মানচিত্রের স্ক্যান কপি প্রদানের ব্যবস্থা রয়েছে।
  • আবেদনের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে মৌজা মানচিত্রের স্ক্যান কপি সংগ্রহ করা যাবে।
  • মৌজা ম্যাপ ছাড়াও অন্যান্য ম্যাপ যেমন থানা ম্যাপ, জেলা ম্যাপ এবং বাংলাদেশের মানচিত্র ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহ করা যেতে পারে।