ইন্সিটিউট অব হেল্থ টেকনোলজি (IHT) এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে আপনাকে ফলাফল দেখার জন্য দুটি ধাপ অতিক্রম করতে হবে । প্রথমে মেধাতালিকা থেকে আপনি ফলাফল ডাউনলোড করে দেখতে পারবেন দ্বিতীয়ত অনলাইন থেকে আপনি ফলাফল দেখতে পারবেন। মেধা তালিকার পাশাপাশি আপনার অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ করা হবে ।
IHT Admission Result Search 2024
২০২৪-২৫ খ্রিঃ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন হেল্থ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্স এ ছাত্রী-ছাত্রী ভর্তি (মার্কসের ভিত্তিতে) ফলাফল প্রকাশ।
মেধা তালিকা থেকে ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার পরেই অপেক্ষামান তালিকা ছাত্র-ছাত্রীদেরকে সিট আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তি করা হবে । আসুন মেধা তালিকা এবং অপেক্ষামান তালিকার ফলাফল আমরা এখান থেকে সরাসরি দেখে নেই। আপনারা পিডিএফ ফাইল টি এখান থেকে ডাউনলোড করে ও ফলাফল দেখতে পারবেন । আসুন সবার আগে মেধাতালিকা দেখি।
MATS Admission Result Search 2024
MATS & IHT ভর্তি ফলাফল অনলাইন দেখুন
MATS & IHT এর ভর্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে । আপনারা যারা এই বছর শিক্ষা বর্ষ ২০২৪-২০২৫ সালে ডিপ্লোমা আইসিটি এবং ম্যাটস এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । আপনারা এখান থেকে সরাসরি ফলাফল দেখতে পারবেন । আপনার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র যে রুল নাম্বার আছে তা এখানে দিন এবং সাবমিট বাটনে ভিজিট করলে আপনার ফলাফল দেখা যাবে ।
অনলাইন থেকে আপনার ফলাফল দেখার একমাত্র মাধ্যম হচ্ছে এখানে। http://result.dghs.gov.bd/iht_mats/ এই ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল ভিজিট করে দেখতে পারবেন। আসুন ফলাফল এখান থেকে সরাসরি দেখে নেই।
IHT-MATS Result 2024-25
MATS & IHT নিয়োগ ফলাফল মেধা ও অপেক্ষামান তালিকা
আপনারা যাহারা এই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। আসুন এখান থেকে ফলাফল দেখে নেই। প্রথমেই আপনি মেধা তালিকা থেকে ফলাফল ডাউনলোড করে মেধা তালিকা অনুযায়ী ফলাফল দেখুন। যদি আপনি মেধা তালিকায় উত্তিন না হয়ে থাকেন তা হলে আপনি অপেক্ষামান তালিকা থেকে ফলাফল দেখুন।
- মেধা তালিকা ফলাফল ডাউনলোড PDF
- অপেক্ষামান তালিকা ডাউনলোড PDF
- আই এইচটি ভর্তি পরীক্ষার তালিকা দেখতে এখানে ভিজিট করুন
- আই এইচটি ভর্তি পরীক্ষার অপেক্ষামান তালিকা দেখতে এখানে ভিজিট করুন
- ম্যাটস ভর্তি পরীক্ষার তালিকা দেখতে এখানে ভিজিট করুন
- ম্যাটস ভর্তি পরীক্ষার অপেক্ষামান তালিকা দেখতে এখানে ভিজিট করুন
MATS & IHT নিয়োগ ফলাফল ডাউনলোড করুণ
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ইন্সিটিউট অব হেল্থ টেকনোলজি (IHT) এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) তে ছাত্র-ছাত্রী ভর্তির ফলাফল। IHT-MAT-Admission-Notification-for-Academic-Year-2024-2025 । ওয়েবসাইট https://dghs.gov.bd থেকে রেজাল্ট এর পিডিএফ ফাইল ডাউনলোড করুণ।
MATS & IHT নিয়োগ ফলাফল পিডিএফ
MATS & IHT নিয়োগ ফলাফল যেভাবে তৈরি করা হয়
আইএইসটি ও ম্যাটস এর ভর্তির ফলাফল প্রকাশের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের একঘন্টা লিখিত পরীক্ষা মাধ্যমে নির্বাচিত করা হবে এবং তার সাথে যুক্ত করা হবে এসএসসির ফলাফল ম্যাটস এবং আইএইসটির উভয় ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষার প্রাপ্ত জিপিএ এর ২০গুণ যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে অর্থাৎ এসএসসি জিপিএ X ২০গুন+লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর ।
MATS & IHT নিয়োগ ফলাফল
ক) অপেক্ষামান তালিকা ও মেধা তালিকার ভিত্তিতে অনুষদের ফলাফল তৈরি করা হবে । অপেক্ষামান তালিকা পরীক্ষার্থীদের মেধাক্রমের উপর ভিত্তি করে করা হবে। নির্বাচিত প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে অসমর্থ হলে অপেক্ষমান তালিকা হতে তা পূরণ করা হবে। ভর্তির সময় ছাত্র-ছাত্রী গনকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অধ্যক্ষের জমা দিতে হবে । মেডিকেল বোর্ড কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত হলে তার নির্বাচন বাতিল করা হবে । কোনক্রমেই আন্তঃ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
খ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ও অপেক্ষমান তালিকার ক্ষেত্রে কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
গ) ভর্তির জন্য সাময়িকভাবে নির্বাচিত তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।
MATS & IHT ভর্তি জন্য যা লাগবে
আবেদনপত্রে যে সমস্ত তথ্য ও সনদপত্রের উল্লেখ্য আছে তার মূলকপি ভর্তির সময় অবশ্যই প্রদান করতে হবে।
ক) এসএসসি বা সমমান পরীক্ষা পাশের প্রমাণপত্র হিসেবে প্রধান শিক্ষকের দেওয়া প্রশংসাপত্র ।
খ) এসএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট।
গ) স্থায়ী ঠিকানা উল্লেখ পূর্বক নাগরিকত্বের সনদপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ।
ঘ) উপজাতিদের জেলায় জেলা প্রশাসক সনদপত্র এবং জেলা গুষ্টি ক্রতিক চারিত্রিক বৈশিষ্ট্য সনদপত্র।
ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ১৮ অক্টোবর ২০২৪ প্রকাশিত তথ্য অনুযায়ী সনদপত্র প্রদান করতে হবে।