[চূড়ান্ত সাজেশন] IHT ও MATS ডিপ্লোমা মেডিকেল ভর্তি পরীক্ষা প্রস্তুতি-২০২৩

আইএইচটি ও ম্যাটস এ নিয়োগ পরীক্ষা ভর্তি পরীক্ষা ২০২৩ চূডান্ত প্রশ্ন সাজেশনঃ ২২ সেপ্টেম্বের ২০২৩ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইএইচটি ও ম্যাটস ডিপ্লোমা ভর্তি পরীক্ষা । এই ভর্তি পরীক্ষার মাধ্য্যমে ডিপ্লোমা ইন মেডিকেল ভর্তি করা হবে ছাত্র-ছাত্রীদের । ভর্তি পরীক্ষা অনেকেই আবেদন করে থাকেন তাই এই প্রতিযোগিতা মূলক ভর্তি পরীক্ষা সরকারি এবং বেসরকারি মিলিয়ে অনেক পরীক্ষা দিবে।

IHT ও MATS ভর্তি প্রস্তুতি

আরো দেখুনঃ 

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার আগে পরীক্ষার প্রস্তুতি কেমন এবং আপনি বিগত সালের প্রশ্ন গুলো যদি খুঁজে থাকেন এবং এই ভর্তি পরীক্ষায় আপনি সম্পূর্ণ করার জন্য আপনার কি কি প্রস্তুতি দরকার তা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে ।আসুন আমরা বিস্তারিত ধাপে ধাপে আলোচনা করি এবং ভর্তি পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন করে চূড়ান্ত সাজেশন, শর্ট সাজেশন আপনারা এখানেই পেয়ে যাবেন । এখান থেকে আপনারা আপনাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন।

IHT ও MATS ভর্তি নমুনা প্রশ্ন সমাধান

   

IHT ও MATS ডিপ্লোমা মেডিকেল ভর্তি

এসএসসি পাশ পরীক্ষার্থীদের ভর্তির জন্য বিভিন্ন কলেজে আবেদন করতে হয় এবং টেকনিক্যাল বিষয়ে পডা শুনা করার জন্য প্যারামেডিকেল ভর্তি জন্য অনেকেই আগ্রহী। প্যারামেডিকেল বাংলাদেশ একটি জনপ্রিয় সেক্টর। বিভিন্ন বিষয়ে এখানে পডা লেখা করানো হয়ে থাকে। এখানে ছাত্র-ছাত্রীদের ভর্তি করার জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগে। ১০০ মার্ক এর এমসিকিউ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়। আসুন ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে নিচের প্রশ্নের সমাধান গুলো আমরা দেখে নেই। আশা করি ভালো উপকৃত হবেন।

IHT ও MATS ভর্তি চূড়ান্ত সাজেশন দেখুন

IHT ও MATS ভর্তি পরীক্ষা 2023 সার সংক্ষেপ দেখুন

ভর্তি পরীক্ষার সময়সূচী
  • আবেদন শুরু: ২১ আগস্ট ২০২৩
  • আবেদন শেষ: ০৯ সেপ্টেম্বর ২০২৩
  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: 17-19 সেপ্টেম্বর  2023
  • মোট মার্কস: 100 (MCQ)
  • পরীক্ষার তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টা থেকে ১১টা
  • প্রয়োজনীয়তা: এসএসসি পাস 2022-2023 এবং কমপক্ষে জিপিএ 2.5 (জীববিজ্ঞান সহ)
  • আবেদন ফি: 700 টাকা
  • আবেদনের লিংক: dghs.teletalk.com.bd

MATS & IHT ভর্তি পরীক্ষার মানবন্টন

সকল আগ্রহী প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এসএসসি সিলেবাস অনুযায়ী। ভর্তি পরীক্ষায় মোট নম্বর ১০০ নম্বর এর এমসিকিউ প্রশ্ন থাকবে।

-বাংলা- ১৫
ইংরেজী- ১৫
অংক-১৫
পদার্থ ১৫
রসায়ন- ১৫
জীববিজ্ঞান- ১৫
সাধারন জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ- ১০
লিখিত পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং উত্তর পত্র OMR মেশিনে দেখা হবে।
MATS এবং IHT উভয় ক্ষেত্রেই ভর্তি পরীক্ষার ফলাফলের সহিত এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA এর ২০ গুন যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। অর্থাৎ এসএসসি (GPA X 20 ) + লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর। কোন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মেডিসাকসেস ভর্তি

আইএইচটি এবং MATS ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র তথ্যাদি অধ্যক্ষের কার্যালয়ে জমা দিতে হবে .

MATS & IHT ভর্তি হতে যা যা লাগবে

আগামী ০৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পজন্ত সরকারি ইন্সটিটিউট শিক্ষার্থী ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। এই তারিখের মধ্যে আপনার ভর্তির কার্যক্রম শেষ করতে হবে । আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে অপেক্ষমান তালিকার ছাত্র-ছাত্রীদের ভর্তি করানো হবে। ভর্তি সময় সাথে যেসব ডকুমেন্ট লাগবে যা আগে থেকেই জেনে রাখুন।

  • SSC পাশের মূল সার্টিফিকেট
  • SSC পাস এর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সম্বলিত নাগরিকত্ব সনদ পত্রের মূল কপি
  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে।
  • উপজাতিদের ক্ষেত্রে কমিশনারের নিকট হতে সনদপত্র
  • মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের চূড়ান্তভাবে ভর্তি প্রক্রিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সার্টিফিকেট জমা দিতে হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষের আইএইচটি- ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি পরীক্ষায় যে অনুষদে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাঁকে সেই অনুষদে হতে হবে। বিষয়/অনুষদে পরিবর্তন আবেদন কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় । ভর্তির পর কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে তার ৩০ দিনের মধ্যেই অভিভাবকের সম্মতি অধ্যক্ষের নিকট লিখিত ভাবে ভর্তি বাতিলের আবেদন করে মূল সার্টিফিকেট মার্কশিট ফেরত নিতে পারবেন ।

একাডেমিক ট্রান্সক্রিপ্ট অধ্যক্ষের কার্যালয় পডাশুনা সমাপ্ত না হওয়া পর্যন্ত জমা থাকবে। সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের দাখিলকৃত সনদপত্র অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি পরীক্ষা নিরীক্ষা করবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ যোগ্যতার ভিত্তিতে ভর্তি করা হবে । পরবর্তী কোন সময় যদি কোনো প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র মধ্যে ভুল ত্রুটি ধরা পড়ে তবে ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।