IHT ডিপ্লোমা ভর্তি পরীক্ষার প্রশ্ন-সমাধান ২০২৪ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি, ম্যাটস্ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই ভর্তি পরীক্ষা হবে। আপনি যদি এই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে থাকেন তা হলে এখান থেকে প্রশ্ন সমাধান দেখতে পারবেন। যেহেতু এমসিকিউ আকারে নেওয়া হচ্ছে এই ভর্তি পরীক্ষা তাই আপনি পরীক্ষা শেষে এখান থেকে সহজেই প্রশ্ন সমাধান দেখতে পারবেন। আসুন সবার আগে এখান থেকে ডিপ্লোমা ইন আইএইচটি, ম্যাটস্ এর প্রশ্ন সমাধান দেখি।

IHT ভর্তি পরীক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৪

IHT ডিপ্লোমা ভর্তি পরীক্ষার প্রশ্ন-সমাধান ২০২৪

যাহারা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ডিপ্লোমা কোর্সে ভর্তি আগ্রহী হয়ে থাকেন আপনাদের জানাচ্ছি যে ভর্তি পরীক্ষা এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের ১ ঘন্টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলা , ইংরেজি, গণিত, পদার্থ , রসায়ন , জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞানের অংশ থেকেই করা হবে । লিখিত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্র ও এম আর মেশিনের দেখা হবে।

আইএইচটি ডিপ্লোমা ভর্তি পরীক্ষার প্রশ্ন-সমাধান ২০২৪

আইএইচটি ভর্তি পরীক্ষার ফলাফল সহীতঁ এসএসসি বা সম্মানের পরীক্ষার প্রাপ্ত জিপি এর ২০ গুন দ্বারা গুন করে মেধা তালিকা প্রস্তুত হবে। পরীক্ষার প্রশ্ন সমাধান সবার আগে আমরা এখান থেকে দেখি এবং জেনে নেই এই পরীক্ষায় আপনি কত মার্ক পেয়ে উত্তীর্ণ হবেন।

আরো দেখুনঃ MATS ভর্তি পরীক্ষা MCQ প্রশ্ন সমাধান ২০২৪

IHT এবং MATS ভর্তি পরীক্ষা সময়সূচী ২০২৪

ভর্তি পরীক্ষার সময়সূচী
  • আবেদন শুরু: ২১ আগস্ট ২০২৪
  • আবেদন শেষ: ০৯ সেপ্টেম্বর ২০২৪
  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: 17-19 সেপ্টেম্বর  2023
  • মোট মার্কস: 100 (MCQ)
  • পরীক্ষার তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে ১১টা
  • প্রয়োজনীয়তা: এসএসসি পাস 2022-2023 এবং কমপক্ষে জিপিএ 2.5 (জীববিজ্ঞান সহ)
  • আবেদন ফি: 700 টাকা
  • আবেদনের লিংক: dghs.teletalk.com.bd

MATS এবং IHT ভর্তি পরীক্ষার মার্কস বিতরণ

সকল আগ্রহী প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে এসএসসি সিলেবাস অনুযায়ী। এমসিকিউ পরীক্ষায় মোট ১০০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।

বিষয়মার্ক
বাংলা15
ইংরেজি15
গণিত15
পদাথ15
রসায়ন15
জীব বিজ্ঞান15
সাধারণ জ্ঞান10
Total Marks100

 

IHT আসন সংখ্যা

IHT-এ মোট আসন সংখ্যা: ৩৬১৯। GIHT-তে উল্লিখিত অনুষদের মোট সাধারণ আসনের 70% জাতীয় মেধা যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে, অবশিষ্ট 30% 8টি প্রশাসনিক বিভাগের জনসংখ্যার ভিত্তিতে। বিভাগীয় প্রার্থীদের কোটা দাবির ক্ষেত্রে, প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার অনুকূলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা মেয়রের স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে।

IHTSubjects
LaboratoryRadiographyPhysiotherapyDentistryPharmacyRadiotherapyOTAOCAFreedomFighterTribalTotal
Dhaka50505050502025250502327
Rajshahi5050505050200502277
Bogura5050505050200502307
Chattogram5050505050200502277
Barishal5050505050200502277
 Rangpur5050505050200502277
Jhenaidah5050505050200502277
Sylhet50505050500501257
Serajgonj5050500201103
Satkhira50500201103
Jamalpur505050500402206
Tungipara
Gopalganj
50500201103
Gazipur50500201103
Kashiani
Gopalganj
50500201103
Joipurhat50500201103
Madaripur50 55500302155
Manikgan
j
25251152
Munshiga
n
25251152
Noakhali25251152
Naogaon25251152
Kurigram25251152
Mymensi
ngh
25251152
Shibchor,
Madaripur
25251152