[রেজাল্ট] IHT বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা ২০২৩ মেধা ও অপেক্ষামান তালিকা

IHT (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি) বিএসসি (ব্যাচেলর অব সায়েন্স ইন হেলথ টেকনোলজি) তে ভর্তি লক্ষে স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ভর্তি পরীক্ষা নিয়েছে। ২৪ সেপ্টেম্বের ২০২৩ তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনি যদি এই ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে থাকেন তা হলে এখান থেকে সহজেই ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

IHT বিএসসি ইন হেলথ চূডান্ত রেজাল্ট

এখানে বিভাগ অনুযায়ী আলাদা ভাবে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। আপনি যে বিভাগ থেকে পরীক্ষায় অং গ্রহন করবেন সেই বিভাগ থেকে আপনাকে ফলাফল দেখতে হবে। এখানে রেজাল্ট প্রকাশিত হয় মূলত মেধা তালিকা ও অপেক্ষামান তালিকা থেকে। তাই আপনি মেধা ও অপেক্ষামান তালিকা কিভাবে দেখবেন তা আপনারা নিচে দেওয়া পব্ধতি অনুসরন করে সহজেই দেখতে পারবেন।

IHT বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা রেজাল্ট

IHT বিএসসি ভর্তি সময়সূচী ২০২৩

Admission Test Schedule
  • আবেদন শুরুঃ ১৬ আগস্ট ২০২৩
  • আবেদন এর শেষ তারিখ ২২ আগস্ট ২০২৩
  • ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ২৩ আগস্ট ২০২৩
  • ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোডঃ ০৩ সেপ্টেম্বের থেকে ০৫ সেপ্টেম্বের ২০২৩
  • ভর্তি পরীক্ষার তারিখঃ ০৮ সেপ্টেম্বের ২০২৩
  • ভরতি পরীক্ষার রেজাল্ট ২৪ সেপ্টেম্বের ২০২৩
  • ভরতি পরীক্ষার রেজাল্ট : dghs.teletalk.com.bd

IHT বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা রেজাল্ট ২০২৩

আপনি IHT (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি) এবং বিএসসি (ব্যাচেলর অব সায়েন্স ইন হেলথ টেকনোলজি) ভর্তি পরীক্ষা মেধা ও অপেক্ষামান তালিকা দেখতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন:

IHT বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষা রেজাল্ট পিডিএফ

  1. প্রথমে, আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং dgme.gov.bd ওয়েবসাইটে যান।
  2. ওয়েবসাইটে পৌঁছার পর, মেনু বারে অনুভাগ “প্রবেশ এবং ভর্তি” বা সমল এবং “ভর্তি মেধা ও অপেক্ষামান তালিকা” অথবা সম্মিলিত এই ধরনের কোন অপশন খুঁজে বের করুন।
  3. এই অপশনে ক্লিক করলে, আপনার আবেদনের বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হতে পারে। আপনাকে আপনার আবেদন নম্বর এবং অন্যান্য আবশ্যিক তথ্য সরবরাহ করতে হতে পারে।
  4. সঠিক তথ্য প্রদান করার পর, আপনার মেধা ও অপেক্ষামান তালিকা সম্প্রদান করার জন্য অনুরোধ করা হবে।
  5. আপনার তথ্য যদি সঠিক এবং মেধার তালিকার জন্য যোগ্য হয়, তাহলে আপনি মেধা ও অপেক্ষামান তালিকা দেখতে পারেন।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ও নীতিমালা পার্টালের ডিজাইন এবং প্রক্রিয়া পর্যাপ্ত সারসংক্ষেপে ভিন্ন হতে পারে, তাই আপনার ভর্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নির্দিষ্ট নির্দেশনাগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ হবে। সাধারণভাবে, ভর্তি তালিকা ও মেধা তালিকা নকল অধিকাংশ সরকারি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

IHT ও MATS ভর্তি রেজাল্ট

IHT ভর্তি পরীক্ষার মার্কস বিতরণ

পরীক্ষায় অংশ গ্রহন কারী প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মূলত নীচের দেওয়া নাম্বার ভিত্তিক বিষয়ের উপর। ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়েছে এসএসসি ও এইচএসসি সিলেবাস অনুযায়ী। ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের MCQ প্রশ্ন থাকবে।

Subject Marks
Bangla 15
English 15
Math 15
Physics 15
Chemistry 15
Biology 15
General Knowledge 10
Total Marks 100