একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩। ফি প্রদান পব্ধতি xiclassadmission.gov.bd

একাদশ শ্রেনীতে ভর্তি অনেক কার্যক্রম শুরু হচ্ছে। ২০২৩-২৪ সালের ভর্তি জন্য আবেদন করার জন্য নিয়ম কানুন জেনে নিন। আপনি যদি এই ২০২২, ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় পাশ করে থাকেন তা হলে কলেযে ভর্তি জন্য কিভাবে আবেদন করবেন তা এখান থেকে দেখুন। আশা করি সহজেই আবেদন সম্পূর্ণ করতে পারবেন। এই বছর আবেদন ফি আগের মতই ১৫০টাকা তবে রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে ৭টাকা।

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন অনলাইনে

একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট। সময়সূচী বিস্তারিত জানতে ক্লিক করুণ 

২০২৩-২৪ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা

একাদশ শ্রেনীতে ভর্তি আবেদন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি একাদশ শ্রেনীতে ভর্তি আবেদন করতে চান তা হলে আপনাকে অবশ্যই ভর্তি নীতিমালা মেনে আবেদন করতে হবে। ভর্তি আবেদন করার আগে এই নীতিমালা ভালোকরে পডুন।

একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্যতা ও গ্রুপ নির্বাচন

2021, 2022 এবং 2023 সালে যে কোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা 2023-24 সালের ভর্তি নীতি অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম অনুযায়ী বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। দেশের বাইরের যেকোনো বোর্ড বা অনুরূপ প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক প্রদত্ত সনদপত্রের মান প্রযোজ্য হবে। যাহা উপরের পেরা উল্লেখ্য আছে।

ভর্তি জন্য গ্রুপ নির্বাচন ২০২৩

আপনি বাংলাদেশের যে কোন শিক্ষা বোড থেকে পাশ করেন না কেনো আপনাকে নিচের দেওয়া গ্রুপ নির্বাচন পব্ধতি অনুসরণ করতে হবে। আসুন এখন থেকে নিস্তারিত জেনে নেই।

  • আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে থাকেন তা হলে মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান এই ৩টি বিভাগেই আবেদন করতে পারবেন।
  • আপনি যদি মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করে থাকেন তা হলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এই ২টি বিভাগেই আবেদন করতে পারবেন।
  • আপনি যদি ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএসসি পাশ করে থাকেন তা হলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা এই ২টি বিভাগেই আবেদন করতে পারবেন।
  • আপনি যে কোন গ্রুপ (মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান) থেকে পাশ করে থাকেন না কেনো আপনি গাহাস্থ বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপ এর জেকোন একটিতে আবেদন করতে পারবেন।

একাদশ শ্রেনীতে ভর্তি ২০২৩ সময়সূচী

একাদশ শ্রেনীতে ভর্তি আবেদন  সময়সূচী দেখুন
আবেদন শুরু :   ১০ই আগস্ট ২০২৩
আবেদনের শেষ :  ২০ আগস্ট ২০২৩
আবেদন ফি : ১৫০/-  টাকা
রেজিস্ট্রেশন ফি ৩৩৫টাকা
আবেদন যাচাই বাছাই :
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ :
১ম পর্যায়ে নির্বাচন নিশ্চায়ন :
২য় পর্যায়ের আবেদন গ্রহণ :
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ  :
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ :
২য় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন :
৩য় পর্যায়ের আবেদন গ্রহন :
আবেদন লিংক:  www.xiclassadmission.gov.bd
ক্লাস শুরু ০৮ অক্টোবর ২০২৩

একাদশ ভর্তির আবেদন ফি জমা দেয়ার নিয়ম

টেলিটক সিমের মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

১. আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার জন্য টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংকা/রকেট মাধ্যমে ফি প্রদান এর পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclassadmission.gov.bd) যেয়ে “Apply Online Button-এ ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

২. আবেদন করার জন্য আপনার ইন্টারনেট ব্যবহার করেন এমন একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান। সর্বোনিম্ন ৫টি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

ধাপ ১ঃ আবেদন ফি পরিশোধ

প্রথমে আপনাকে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত নিয়মে লিখবেন।

১ম এসএমএসঃ
CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year

অর্থাৎ, CAD WEB DHA 123456 2022
এভাবে লিখে সেন্ড করুন 16222 নম্বরে। ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।

Reply: Kamrun Nahar, SSC Board: Dhaka, Roll: 123456, Year: 2022, TK. 150 will be charged as internet application fee for CAD. Your PIN is 987654321. Type: CAD <space> YES <space>987654321<space>Contact_no and send to 16222

২য় এসএমএসঃ
CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No
অর্থাৎ, CAD YES 123456789 01818XXXXXX
এভাবে লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।

Reply: Congrats! Kamrun Nahar, SSC Board: Dhaka, Roll: 123456, Year: 2022 successfully payment completed for CAD. Transaction ID: W1UHJHJDH

একাদশ শ্রেণি ভর্তি ২০২৩ অনলাইনে ফরম পূরণের নিয়ম

ধাপ 2: আবেদনপত্র পূরণ করুন

আবেদনকারীর দেওয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত বিবরণ এবং এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দেখতে পাবেন।

2. তারপর শিক্ষার্থীর যোগাযোগের নম্বর (ফি প্রদানের সময় শিক্ষার্থীর দ্বারা তার পিতামাতার মোবাইল নম্বর দেওয়া) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা।

3. তারপর তাকে যে শিক্ষাপ্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং সংস্করণ নির্বাচন করতে হবে সে ভর্তি করতে চায়। এভাবে শিক্ষার্থীরা সর্বোচ্চ সর্বনিম্ন ৫ সর্বোচ্চ ১০ এবং কলেজ/মাদ্রাসা নির্বাচন করতে পারবে। এই ফর্মে আবেদনকারী তার সমস্ত আবেদনের পছন্দের ক্রমও নির্ধারণ করতে পারেন।

4. তারপর আবেদনকারী প্রাকদর্শন অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করে এবং তিনি যে কলেজের জন্য আবেদন করেছেন তার তথ্য এবং পছন্দগুলি দেখতে পারেন৷

5. প্রিভিউতে দেখানো তথ্য সঠিক হলে, আবেদনকারী “সাবমিট বোতাম” এ ক্লিক করবেন।

6. আবেদনটি সফলভাবে জমা দেওয়া হলে, আবেদনকারী তার প্রদত্ত যোগাযোগ নম্বরের মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং এতে একটি নিরাপত্তা কোড থাকবে। এই সিকিউরিটি কোডটি অবশ্যই গোপনীয়তা এবং সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন রিভিশন এবং ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।

7. আবেদনকারী চাইলে, তিনি তার আবেদনের তথ্য সহ ফর্মটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারেন।

কোটা: মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক ছাত্রদের তথ্য সারণীতে দেওয়া জায়গায় FQ কোটা নির্বাচন করতে হবে। কোটার আবেদনের ক্ষেত্রে, মূল সনদ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা সত্যায়িত হতে হবে এবং পরে কলেজ/মাদ্রাসা দ্বারা যাচাই করতে হবে, তাই কোটার বিকল্প দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

ভর্তির ওয়েবসাইট: xiclassadmission.gov.bd

শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।