এইচএসসি [ব্যবসায় শাখা] উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন MCQ প্রশ্ন-সমাধান ২০২৩

এইচএসসি ব্যবসায় শাখা জন্য সবচেয়ে গুরুত্ব পূর্ণ বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র। এই বিষয় এর পরীক্ষা ০৫ সেপ্টেম্বের ২০২৩ তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র পরীক্ষা আগামীকাল হবে। এবং  এইচএসসি পরীক্ষা ২০২৩ সকল শিক্ষা বোর্ড উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম প্রশ্ন সমাধান এমসিকিউ সমাধান দেখুন এখান থেকে। আসুন এখানে দেওইয়া বোড অনুযায়ী প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে আপনারা সহজেই এখান থেকে দেখতে পারবেন সঠিক উত্তর।

সকল শিক্ষা বোর্ড উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম প্রশ্ন সমাধান

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র পরীক্ষা

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC)
বিষয়ের নাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র
প্রশ্নের ধরণ বহুনির্বাচনি (MCQ)
মোট নম্বর ৩০
পরীক্ষার তারিখ ০৫ সেপ্টেম্বের ২০২৩
বোর্ডের নাম ঢাকা, যশোর, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট

এইচএসসি পরীক্ষা ২০২৩ সকল শিক্ষা বোর্ড উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম প্রশ্ন সমাধান

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র MCQ প্রশ্ন সমাধান

যেসকল বিষয় এর উপর প্রশ্ন করা হয় তা নিচে দেওয়া হয়েছে।

ক. উৎপাদনশীলতা কী?
খ. কীভাবে স্থানগত উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আমজাদ উৎপাদনের কোন উপকরণ হিসাবে কাজ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আমজাদের সৃষ্ট উপযোগের গুরুত্ব বিশ্লেষণ কর।

ক. ভূমি কী?
খ. “মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।” ব্যাখ্যা কর।
গ. জনাব আনোয়ারের চিংড়ি ঘের কোন ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ. “শ্রমের গতিশীলতাই জনাব আনোয়ারের শ্রমিক স্বল্পতার মূল কারণ।” উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।