বাংলাদেশের সবছেয়ে আলোচিত ও সমালোচিত নায়ক হিরু আলম। এই হিরুর মাসে আয় কত? বর্তমানে তার কি কি সম্পরতি আছে। ব্যাংকে কত টাকা আছে ? সব কিছু প্রকাশিত হয়েছে আজ। সর্বশেষ ২০২৩ সালে হিরু আলোমের আয় কত তা ও জানা যাবে আবাদের আজকের এই পোষ্ট থেকে।
হিরো আলম পরিচয়
হিরু আলম প্রকৃত নাম হচ্ছে আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি।
আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম।
হিরো আলম রাজনৈতিক কর্মকাণ্ড
বাংলাদেশের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া জেলা প্রশাসক ওই মনোনয়ন বাতিল করেন। কারণ তার জমা দেওয়া তথ্যে অনেক ভুল রয়েছে। তবে তার হলপ নামায় অনেক কিছু বের হয়ে এসেছে।
এই নির্বাচনে অবশ্য অল্প ভোট এর বেবধানে হেরে যায়।
জেনে নিন কত ভোট পেয়েছে হিরু আলম
হিরো আলম এর মোট সম্পত্তি
আপনি জানেন কি, কত কোটি টাকার মালিক হিরো আলম? এক সময়ের ডিস বেবসাই হিরু আলম মাত্র চার বছরে কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন আলম। সেই তালিকা শুনলে রীতিমতো চমকে যাবেন তার বর্তমান সম্পরতি পরিমাণ শুনলে। কয়েক বছর আগেও সম্পত্তি বলে তেমন কিছুই ছিল না হিরো আলমের। ব্যাংক ছিল মাত্র হাজার টাকা। আ়ড়াই লক্ষ টাকার আসবাব এবং স্ত্রীর এক ভরি সোনা। সঙ্গে ছিল ৮৭ হাজার টাকার মূল্যের একটি পুরনো বাইক।
আরো দেখুন মাসে কত টাকা খরচ হিরু আলমের
কিন্তু চার বছরের ব্যবধানে বদলে গিয়েছে সব কিছু পরিবর্তন এসেছে অনেক কিছুতে। তাহার সম্পরতি পরিমাণ বর্তমানে কেউ বিশ্বাস করতে চায় না। তবে বাস্তব হচ্ছে ৯ শতক জমি কিনে বানিয়েছেন বাড়ি। স্ত্রীর সোনার গয়নায় পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ ভরি। এখন তাঁর কৃষি জমির পরিমাণ প্রায় ৫০ শতক। ব্যাংক রয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। এছাডা আছে গাডি।
হিরো আলম সম্পত্তি পরিমাণ যেভাবে জানা গেলো।
আপনারা সবাই জানেন তিনি একজন রানোতিকবিদ। তাই এই বছর বগুডা উপনির্বাচনে তিনি মনোনয়ন চান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীর হলফনামায় এই তথ্যই উল্লেখ করেছিলেন হিরো আলম। তবে তার এই টাকা না কি কোন কালো টাকা নয় । পুরো টাকা নাকি সরকারবে টেক্স দেওয়া টাকা।তিনি যেহেতু অনলাইন মিডিয়া কাজ করেন তাই সবাই তার এই কথা বিশ্বাস করছে বলে তিনি জানান। যদিও রবিবার তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
আরো দেখুনঃ হিরু আলমের কয়জন বউ আছে।