মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ২০২৪: অনলাইন আবেদন [gsa.teletalk.com.bd]

বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বর্ষ ২০২৪ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনন্যা বছরের মত এই বছর ও সম্পূর্ণ অনলাইন সিস্টেমে ভর্তি হচ্ছে । এখন একটি নির্দিষ্ট ওয়েবসাইট gsa.teletalk.com.bd থেকে সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয় সমূহের ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। করোনার পর থেকে লটারির মাধ্যমে ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম হয়ে থাকে।

অনলাইন ভর্তি আবেদন-২০২৪ এখানে ক্লিক করুণ

যেহেতু বাংলাদেশের জাতীয় নির্বাচনে ২০২৪ সালের শুরুর দিকে তাই শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে নভেম্বরের ২০২৩ এর ভিতরে অনলাইন ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য । তারই ধারাবাহিকতায় ভর্তি অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফ্রি কত তার বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে।

আশা করি এখানে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন । এক জন শিক্ষাথী সবচ্ছো ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন । তাই আপনি আগে থেকেই যে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তা নির্বাচন করুন এবং আবেদন সম্পন্ন করুন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনলাইন ভর্তি আবেদন-২০২৪

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: অনলাইনে আবেদন শুরু ২৪ অক্টোবর, পছন্দক্রম ৫টি বিদ্যালয়

এই তথ্যটি বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশির) দ্বারা নির্ধারিত ভর্তি প্রক্রিয়ার সম্পর্কে জানানো হয়েছে। যে ব্যক্তিরা এই প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক, তাদের জন্য এই সামগ্রিক তথ্যগুলি গুরুত্বপূর্ণ হতে পারে: ভর্তি আবেদন করতে ক্লিক করুণ এখানে

  1. আবেদনের সময়সূচীঃ ২৪ অক্টোবর ২০২৩ সকাল ১১টা থেকে ১৪ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
  2. আবেদন ফি: আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। এই ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে দেয়া যাবে।
  3. বয়স সীমা: প্রথম শ্রেণী ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ৬+ বছর।

আপনি নিজের যোগ্যতা এবং আবশ্যক তথ্য নির্ধারণের জন্য আধিকৃত ওয়েবসাইটে যান এবং সেখানে পূর্ণ বিস্তারিত জানতে পারেন। আবেদনের সময়সূচী, প্রক্রিয়া, এবং আপনার স্থানীয় অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রাপ্ত করতে আপনার পরিচিত সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন।

সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন- ২০২৪

  • একজন প্রার্থী একটি বিদ্যালয়ের একই শিফট এবং একই ভার্সন-এর একই শ্রেণিতে মাত্র একবারই আবেদন করতে পারবে। তবে একই বিদ্যালয়ের একটি শ্রেণির ভিন্ন শিফট বা ভার্সনে আবেদন করতে পারবে।
  • একটি আবেদনে একই থানার সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করা যাবে। উক্ত থানায় আরও বিদ্যালয় থাকলে ভিন্ন আবেদনে সেগুলো নির্বাচন করা যাবে।
  • প্রার্থীর বর্তমান/স্থায়ী ঠিকানা যা-ই হোক না কেন, তার জেন্ডার অনুযায়ী সে দেশের যে কোন বিদ্যালয়ে আবেদন করতে পারবে।
  • ইচ্ছাকৃতভাবে ভুল জন্ম নিবন্ধন নং প্রদান করলে অথবা একাধিক ভুয়া জন্ম নিবন্ধন নং ব্যবহার করে আবেদন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে।
  • সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। লাল তারকা (*) চিহ্ণিত তথ্যগুলো অবশ্যই প্রদান করতে হবে।

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: অনলাইনে আবেদন ফরম পূরন

Web Application form পূরন করার নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।

ভর্তি আবেদন  gsa.teletalk.com.bd 

  1. আবেদনের ঠিকানা: আপনি অনলাইনে আবেদন জমা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশির) আধিকৃত ওয়েবসাইট https://gsa.teletalk.com.bd ব্যবহার করতে পারেন।
  2. অনলাইনে আবেদন পত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সকল তথ্য পূরণ করবেন ।
  3. যে সকল প্রার্থী বিভিন্ন কোটা আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।
  4. অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙ্গিন ছবি (৩০০ X৩০০) ফিক্সেল স্ক্যান করে যে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে আপলোড করবেন.
  5. অনলাইনে আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ এপ্লিকেশন এর প্রিভিউ দেখা যাবে.
  6. নির্ভুলভাবে আবেদন পত্র সাবমিট করা সম্পূর্ণ করে নিজের কাছে সংরক্ষণ রাখবেন। এপ্লিকেশন সাবমিট করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন।
  7. অনলাইনে ভর্তির যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে আপনার এই আবেদনকৃত ফ্রম প্রয়োজন হবে তাই এটি যত্ন সহকারে রাখুন

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি: আবেদন ফি SMS করা

  1. Application কপিতে প্রাপ্ত User ID ব্যাবহার করে আবেদন কৃত ফি প্রদান করতে পারবেন।
  2. ২টি SMS করে আবেদন ফি ১১০টাকা প্রদান করতে পারবেন।
  3. ১ম SMSঃ  GSA<Space>USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরনঃ GSA ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

ফিরতি SMS এ  শিক্ষাথীর নাম সহ PIN নাম্বার পাবেন। যাহা ব্যাবহার করে দ্বিতীয় SMS করতে পারবেন।

  • ২য় SMS:  GSA<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরনঃ GSA<Space>YES<Space>123456 লিখে Send করতে হবে 16222 নম্বরে।