BOESL EPS Korea Lottery Registration 2023 {eps.boesl.gov.bd} Online Apply Now

বোয়েসেল এর মাধ্যমে কোরিয়া জনবল নিয়োগের লক্ষে আজ ২৪ জুলাই ২০২৩ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইপিএস টপিক শিপ বিল্ডিং প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশন জন্য eps.boesl.gov.bd এই ওয়েবসাইট প্রবেশ করুণ। সম্পূর্ণ নোটিশটা বোয়েসেল ওয়েবসাইট থেকে নিজে ভালো করে পড়ে নিজের রেজিস্ট্রেশন নিজে করাই উত্তম। ৩দিন রেজিষ্ট্রেশন চলবে, সুতরাং হুড়াহুড়ির কিছু নাই। আপনি নিজে নিজে যেভাবে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

EPS TOPIK প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক করুণ এখানে

নিবন্ধন সংক্রান্ত জরুরি নোটিশঃ DNS resolution সংক্রান্ত জটিলতার কারণে কোন কোন স্থান থেকে যদি eps.boesl.gov.bd সাইটটি কাজ না করে, তাহলে সরাসরি নিম্নের লিঙ্কটি ব্যবহার করা যেতে পারেঃ http://43.229.14.113

আরো দেখুনঃ

[রেজাল্ট] BOESL কোরিয়া লটারি উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ২০২৩ PDF

boesl.gov.bd [বোয়েসেল] দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ ফলাফল- PDF Download

{বোয়েসেল} EPS South Korea Primary Selection Lottery Result 2023-PDF boesl.gov.bd

প্রাইমারী নিবিন্ধন ও ইপিএস ট্রাফিক পরীক্ষার সময়সূচী

ক) অনলাইন প্রাথমিক নিবন্ধন: আজ ২৪ জুলাই সকাল ১০টা থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ ঘটিকা পর্যন্ত।
খ) অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ২০০০০ (বিশ হাজার)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)’তে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
গ) লটারি: আগামী ১১ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।
চ) EPS TOPIK পরীক্ষার চূডান্ত ফলাফল ২২ সেপ্টেম্বের ২০২৩ অনুষ্ঠিত হবে।

eps.boesl.gov.bd বোয়েসেল মাধ্যমে কোরিয়ান লটারি রেজিস্ট্রেশন

নিচের দেওয়া ইমেজ দেখে আপনি আপনার কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আপনাকে নির্দিষ্ট যোগ্যতা ও শর্তগুলি মেনে চলতে হবে। নিবন্ধন সম্পন্ন করতে আপনাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সাক্ষাৎকার ও পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তীতে প্রকাশিত হবে। নথিভুক্ত বিষয়গুলি ভালোভাবে পড়ে নিয়ে অনলাইন নিবন্ধন সম্পন্ন করুন। সাফল্যের জন্য শুভেচ্ছা রইলো!

  • MRP অথবা E Passport যাই থাকুক না কেনো, ঐ পাসপোর্ট এর ছবি যুক্ত পেজ টি স্ক্যান করে ভালো ভাবে কেটে নিন। ইমেজের সাইট হবে ৬০০ X ৪০৩ পিক্সেল এবং ৬০ KB
  • ছবি ইমেজ সাইট হবে ২৭০ X ৩৪৯ পিক্সেল এবং ১৪ KB। আপনি চাইলে এখান থেকে সরাসরি ইমেজ রিসাইজ করতে পারেন নিচের দেওয়া ইমেজ রিসাইজ ভিজিট করুণ। www.resizepixel.com ওয়েব সাইটে প্রবেশ করে ইমেজ রিসাইজ করুণ।

EPS TOPIK UBT Lottery Registration 2023

আপনি প্রথমেই পাসপোর্ট নম্বর এবং বিকাশ থেকে পেয়েছেন ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে তবে তার আগে কিকাশে ৫০০টাক ফি প্রদান করে ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে। নিশ্চিত করুন যে আপনি আবেদন করতে চলেছেন এবং নির্দিষ্ট পাসপোর্ট নম্বরের জন্য একক ফি পরিশোধ করেছেন। আমি বিকাশ হটলাইনে (16247) যোগাযোগ করে আপনি পেয়েছেন কিনা তা চেক করতে সুপারিশ করব।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৬ জুন ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুন ১৪, ১৯৮৪ থেকে জুন ১৩, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

কোরিয়া অনলাইন নিবন্ধন-2023 এ ছবি

আপনাকে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন করতে হবে, এবং এইচআরডি কোরিয়ার সার্ভারে চূড়ান্ত নিবন্ধন প্রদান করতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে, আপনাকে জব রোস্টার ও ভিসা প্রক্রিয়া এগিয়ে যেতে হবে।

আপনার নিবন্ধন সম্পন্ন করার জন্য সঠিক ছবি সরবরাহ করতে হবে। আপনার প্রাপ্ত করা ছবি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো অবলম্বন করবেঃ

  1. ছবিটি অবশ্যই সংযুক্তিযুক্ত হতে হবে।
  2. ছবিটি আকার হতে হবে JPEG অথবা PNG ফরম্যাটে।
  3. ছবিটির সাইজ সাধারণত 3 MB-এর কম হতে হবে।
  4. ছবিটি সবুজ বাঁধার থেকে বেশি পরিচ্ছন্ন এবং স্পষ্ট হতে হবে।
  5. আপনার মুখ স্পষ্টভাবে প্রকাশিত হতে হবে এবং কোনো আইডেন্টিফায়ার (যেমন কাপড়, গল্প, গোল্ডেন আর্ক) না পরিবর্তন করে থাকতে হবে।
  6. ছবিটি কালো-সাদা ফোন্টে মাথা না করে হতে হবে।
  7. ছবিটির নেত্রপট স্পষ্টভাবে দেখা যাবে এবং ছবিতে নথি, টার্গেট অথবা অস্পষ্টভাবে প্রকাশিত বস্তু থাকতে পারবে না।

উপরের নির্দেশাবলী মেনে ছবি প্রদান করার মাধ্যমে আপনি আপনার কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই নির্দেশাবলীর প্রতিষ্ঠানসমূহে অনুসরণ করা জরুরী, যাতে আপনার ভিসা প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।

বিকাশে ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন ফি প্রদান

ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন ফি প্রদান করতে ক্লিক করুণ

প্রবেশ পত্র ডাউনলোড

নোটিশে উল্লিখিত ওয়েবসাইট eps.boesl.gov.bd এ গিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। আপনার নিবন্ধনের তথ্য এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সম্পূর্ণ করুন। প্রবেশ পত্র ডাউনলোড করার আগে বিকাশ ফি প্রদান সম্পূর্ণ করে নিতে হবে। এর পর আপনি নিদিষ্ট সময়ের মধ্যে আপনার প্রবেশ পত্রটি ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া নিয়মে।

ইপিএস টপিক ডাউনলোড প্রবেশ পত্র 

চলমান নিবন্ধন (লটারি) সংক্রান্ত হালনাগাদ তথ্য

BOESL EPS TOPIK UBT নিবন্ধন কার্যক্রমে বর্ণিত গুগল ডক ফর্ম থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক নিবন্ধনের ক্ষেত্রে যারা SSC এবং Diploma উভয় অপশনেই টিক দিয়েছেন; NID নাম্বার ইনপুট এর ক্ষেত্রে ভুল করেছেন বা দেননি; Passport issue এবং Expiry date এ ভুল করেছেন; Receipt copy সংগ্রহ করতে পারেননি। উক্ত প্রার্থীদের বিষয়ে বোয়েসেল ছাড় দিবেন। বিজ্ঞপ্তির ২ নং অনুচ্ছেদ অনুযাযী নিবন্ধনে ভুল হলে সংশোধনের সুযোগ/ছাড় নেই। সংশ্লিষ্টদের নিবন্ধনের সময় অধিকতর সচেতন থাকার পরামর্শ দেয়া হলো।
অনলাইন নিবন্ধন বিরতিহীনভাবে (২৪ ঘণ্টা) ৬ থেকে ৮ জুন ২০২৩ খ্রি. বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
নিবন্ধন সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানের বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ থাকলে এ সংক্রান্ত গুগল ডকস ফর্ম https://forms.gle/BkNGTrrNzX7HHPit9 এ চাহিত তথ্য দাখিল করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিবন্ধনকালীন কোনো প্রার্থী সমস্যা/ জটিলতার সম্মুখীন হলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ না করে এ সংক্রান্ত গুগল ডকস ফর্ম https://forms.gle/DPihKbnugRUjAm2X8 এ চাহিত তথ্য দাখিল করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনে তাৎক্ষনিকভাবে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস বা ইমেইলে পরামর্শ দেয়া হবে।