BOESL EPS Korea Lottery Registration 2024 {eps.boesl.gov.bd} Online Apply Now

বোয়েসেল এর মাধ্যমে কোরিয়া জনবল নিয়োগের জন্য ২ধাপে সরাসরি এবং লটারি মাধমে নিয়োগের লক্ষে ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। ২য় ধাপে সাধারণ লটারির মাধ্যমে নিবন্ধন শুরু ০৪ মার্চ সকাল ১০টা থেকে ইপিএস টপিক অনলাইন রেজিস্ট্রেশন জন্য eps.boesl.gov.bd এই ওয়েবসাইট প্রবেশ করে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে এবং সাধারণ (লটারি) নিবন্ধন ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ। সম্পূর্ণ নোটিশটা বোয়েসেল ওয়েবসাইট থেকে নিজে ভালো করে পড়ে নিজের রেজিস্ট্রেশন নিজে করাই উত্তম। ২দিন রেজিষ্ট্রেশন চলবে, সুতরাং হুড়াহুড়ির কিছু নাই। আপনি নিজে নিজে যেভাবে আবেদন করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর আগে ১ম ধাপে কোরিয়ান ভাষা পারদর্শী নিবন্ধন গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ শেষে হয়েছে।

EPS TOPIK প্রাথমিক অনলাইন রেজিস্ট্রেশন ক্লিক করুণ এখানে

জরুরী নোটিশ:বোয়েসেল eps.boesl.gov.bdসার্ভার যান্ত্রিক ত্রুটির কারণে নতুন একটি আইপি এড্রেস এর মাধ্যমে আবেদন করা যাবে কিছুক্ষণের মধ্যে আইপি এড্রেস প্রদান করা হবে অথবা সার্ভার ঠিক করা হবে। এখান থেকে আপনি সরাসরি আবেদন করতে ভিজিট করুন এখানে

২য় ধাপে লটারিঃ ০৭ মার্চ ২০২৪ সকাল ১১টায়ঃ রেজাল্ট দেখতে ভিজিট করবেন এখানে- বোয়েসেল লটারি রেজাল্ট

জরুরী নির্দেশাবলীঃ  ১ম ধাপে বিশেষ পদ্ধতিতে নিবন্ধনকৃতদের পরীক্ষা আগামী ১১ মার্চ ২০২৪ তারিখ হতে শুরু হবে।
eps.boesl.gov.bd Online Registration 2024 কোরিয়া নিবন্ধন এডমিট কার্ড ডাউনলোড
BOESL EPS UBT Registration Link 2024। কোরিয়া লটারি আবেদন ক্লিক করুণ

কোরিয়া অনলাইন নিবন্ধন যা যা লাগবেঃ

১। প্রার্থী নামঃ
২। প্রার্থী জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
৩। প্রার্থী পাসপোর্ট এর স্কিন কপি
৪। প্রার্থী পাসপোর্ট সাইজের ছবি
৫। এসএসসি পাসের বছর
৬। ইমেইল এড্রেস
৭। মোবাইল নাম্বার
৮। মাতার নামঃ
৯। মায়ের জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ
১০। পিতার নাম
১১। পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ

বোয়েসেল কোরিয়া UBT EPS Online Registration 2024 eps.boesl.gov.bd

EPS TOPIK UBT Registration 2023

বোয়েসেল অনলাইন রেজিস্ট্রেশন করার পূর্বে আমি আপনাদেরকে বলবো ও নিচের দেওয়া সকল তথ্যগুলো ভালোভাবে পডে তারপরে আপনি নিবন্ধন শুরু করুন।

BOESL EPS Korea UBT Registration Apply Now

ধাপ ১ঃ

  • কুরিয়ার ভাষা পারদর্শীরা অনলাইনে প্রাথমিক চূড়ান্ত রেজিস্ট্রেশন করার জন্য প্রথম ওই ওয়েবসাইটে eps.boesl.gov.bd প্রবেশ করুন।
  • এখানে দেওয়া পাসপোর্ট এর নাম্বার এবং ক্যাপচারটি লিখুন।
  • এবার এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করুন।

অনলাইন নিবন্ধন করতে ক্লিক করুণ এখানে eps.boesl.gov.bd

ধাপ ২ঃ

  • এখানে প্রার্থীর নিজের নাম, মায়ের নাম , মায়ের জাতীয় পরিচয় পত্র নম্বর । পিতার নাম , পিতার জাতীয় পরিচয় পত্র নম্বর , লিঙ্গ , জন্ম তারিখ লিখুন।
  • যদি পিতা মাথা জাতীয় পরিচয় পত্র না থাকে তা হলে নিকটাত্মীয় নাম সাথে সম্পর্ক ও তার জাতীয় পরিচয় পত্র নাম্বার লিখুন।

UBT EPS BOESL Registration Apply Now

ধাপ ৩ঃ

  • প্রাথীর জাতীয় পরিচয় পত্র নাম্বার, মোবাইল নম্বর, ইমেইল, পাসপোর্ট এর স্ক্যান কপি, রঙ্গিন ছবি স্ক্যান কপি আপলোড দিন,
  • নিজ জেলা ও উপজেলা নির্বাচন করুণ।
  • কোরিয়া ভাষা কিভাবে শিখছেন তা নির্বাচন করে দিন অর্থাৎ আপন যদি সরকারি, বেসরকার, নিজে নিজে শিখে থাকেন যে কোন একটি নির্বাচন করুণ
  • এসএসসি পরীক্ষার সাল নির্বাচন করুণ।
  • সাবমিট বাটনে ক্লিক করার আগে ভালো ভাবে সকল তথ্য যাচাই করে ।

বোয়েসেল অনলাইন নিবন্ধন এর জন্য: Click Here

ধাপ ৪ঃ

  • আপনার আবেদন পক্রিয়া সম্পূর্ণ হলে এখানে একটি এপলিকেশ নাম্বার পাবেন এবং আবেদন ফি জমা দিন।

কোরিয়া প্রথম ধাপে নিবন্ধন প্রাথীর সংখ্যা

দক্ষিণ কোরিয়ার 2024 সালের বার্ষিক EPS কর্মসংস্থানের কোটা হল 10,705 (উৎপাদনে 7,465, মৎস্য ক্ষেত্রে 1,877, নির্মাণে 1,059 এবং জাহাজ নির্মাণে 304) নিধারন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইপিএসে প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং রোস্টারিং করতে কমপক্ষে 6-9 মাস সময় লাগে, তাই 2024 সালের নির্বাচন প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে।

১ম ধাপে যাহারা কোরিয়া ভাষা জানেন তাদের নিবন্ধন এর সময়সূচী প্রকাশ করেছে বোয়েসেল। প্রথম ধাপে ৩০৬৫২ জন কে নিবন্ধন এর সুযোগ দেওয়া হবে। ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১টা পর্যন্ত নিবন্ধন করতে পারবেন অনলাইনে।

  • উৎপাদন শিল্প-১৭৪৬০,
  • মৎস্য- ৭৭৬০
  • নির্মাণ-৪২৬৮ এবং
  • জাহাজ নির্মাণ-১১৬৪);

বোসেল ওয়েবসাইটে বিস্তারিত দেখতে ক্লিক করুন

আরো দেখুনঃ

প্রাইমারী নিবিন্ধন ও ইপিএস ট্রাফিক পরীক্ষার সময়সূচী

ক) কোরিয়ান ভাষা পারদর্শী : ২০ ও ২১ ফেব্রুয়ারি ২০২৪ 
খ) সাধারণ (লটারি) সম্ভাব্য নিবন্ধনঃ আগামী ৪ ও ৫ মার্চ ২০২৪ তারিখ।
গ) লটারি: আগামী ০৭ মার্চে ২০২৪ খ্রি. তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে।
ঘ) চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ মার্চ ২০২৪ খ্রি. তারিখ থেকে রোস্টার ভিত্তিক শুরু হবে।
ঙ) চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশ পত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৫ এপ্রিল থেকে ১৩ জুন ২০২৪ খ্রি. তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে।
চ) EPS TOPIK পরীক্ষার চূডান্ত ফলাফল ২২ জুন ২০২৪ অনুষ্ঠিত হবে।

বোয়েসেল মাধ্যমে কোরিয়ান রেজিস্ট্রেশন ইমেজ

নিচের দেওয়া ইমেজ দেখে আপনি আপনার কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আপনাকে নির্দিষ্ট যোগ্যতা ও শর্তগুলি মেনে চলতে হবে। নিবন্ধন সম্পন্ন করতে আপনাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সাক্ষাৎকার ও পরীক্ষার তারিখ এবং স্থান পরবর্তীতে প্রকাশিত হবে। নথিভুক্ত বিষয়গুলি ভালোভাবে পড়ে নিয়ে অনলাইন নিবন্ধন সম্পন্ন করুন। সাফল্যের জন্য শুভেচ্ছা রইলো!

অনলাইনে নিবন্ধনের জন্য ভিজিট করুণ eps.boesl.gov.bd

  • MRP অথবা E Passport যাই থাকুক না কেনো, ঐ পাসপোর্ট এর ছবি যুক্ত পেজ টি স্ক্যান করে ভালো ভাবে কেটে নিন। ইমেজের সাইট হবে ৬০০ X ৪০৩ পিক্সেল এবং ৬০ KB
  • ছবি ইমেজ সাইট হবে ২৭০ X ৩৪৯ পিক্সেল এবং ১৪ KB। আপনি চাইলে এখান থেকে সরাসরি ইমেজ রিসাইজ করতে পারেন নিচের দেওয়া ইমেজ রিসাইজ ভিজিট করুণ। www.resizepixel.com ওয়েব সাইটে প্রবেশ করে ইমেজ রিসাইজ করুণ।

BOESL কোরিয়ান ভাষা পারদর্শী অনলাইন চূড়ান্ত নিবন্ধন [Link] ২০ ফেব্রুয়ারি ২০২৪

কোরিয়া অনলাইন নিবন্ধন-2023 এ ছবি

আপনাকে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন করতে হবে, এবং এইচআরডি কোরিয়ার সার্ভারে চূড়ান্ত নিবন্ধন প্রদান করতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে, আপনাকে জব রোস্টার ও ভিসা প্রক্রিয়া এগিয়ে যেতে হবে।

BOESL কোরিয়ান ভাষা পারদর্শী [মোবাইল অ্যাপস] অনলাইন চূড়ান্ত নিবন্ধন লিঙ্ক ২০২৪

আপনার নিবন্ধন সম্পন্ন করার জন্য সঠিক ছবি সরবরাহ করতে হবে। আপনার প্রাপ্ত করা ছবি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো অবলম্বন করবেঃ

  1. ছবিটি অবশ্যই সংযুক্তিযুক্ত হতে হবে।
  2. ছবিটি আকার হতে হবে JPEG অথবা PNG ফরম্যাটে।
  3. ছবিটির সাইজ সাধারণত 3 MB-এর কম হতে হবে।
  4. ছবিটি সবুজ বাঁধার থেকে বেশি পরিচ্ছন্ন এবং স্পষ্ট হতে হবে।
  5. আপনার মুখ স্পষ্টভাবে প্রকাশিত হতে হবে এবং কোনো আইডেন্টিফায়ার (যেমন কাপড়, গল্প, গোল্ডেন আর্ক) না পরিবর্তন করে থাকতে হবে।
  6. ছবিটি কালো-সাদা ফোন্টে মাথা না করে হতে হবে।
  7. ছবিটির নেত্রপট স্পষ্টভাবে দেখা যাবে এবং ছবিতে নথি, টার্গেট অথবা অস্পষ্টভাবে প্রকাশিত বস্তু থাকতে পারবে না।

উপরের নির্দেশাবলী মেনে ছবি প্রদান করার মাধ্যমে আপনি আপনার কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এই নির্দেশাবলীর প্রতিষ্ঠানসমূহে অনুসরণ করা জরুরী, যাতে আপনার ভিসা প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।

কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও শর্তাবলী:

১। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
২। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৩। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৪। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৫। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথপোকথনে মার্জিত হতে হবে;
৬। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৭। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৮। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তির অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিকাশে ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন ফি প্রদান

প্রাথমিক নিবন্ধন ৫০০টাকা বিকাশের মারহমে জমা দিতে হবে। নিবন্ধন সম্পূর্ণ হবার পর লটারিতে উত্তিন্ন হলে বিকাশ এপস এর মাধ্যমে ৩৭২০টাকা এবং সার্ভিস চার্জ ৪২টাকা ৭২ পয়সা সহ প্রদান করতে হবে। তাই আপনার পরামরশ দিবো আপনার মোবাইলে ৪ হাজার টাকা রাখুন।

ইপিএস নিবন্ধন রেজিস্ট্রেশন ফি প্রদান করতে ক্লিক করুণ

প্রবেশ পত্র ডাউনলোড

নোটিশে উল্লিখিত ওয়েবসাইট eps.boesl.gov.bd এ গিয়ে নিবন্ধন সম্পন্ন করুন। আপনার নিবন্ধনের তথ্য এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সম্পূর্ণ করুন। প্রবেশ পত্র ডাউনলোড করার আগে বিকাশ ফি প্রদান সম্পূর্ণ করে নিতে হবে। এর পর আপনি নিদিষ্ট সময়ের মধ্যে আপনার প্রবেশ পত্রটি ডাউনলোড করতে পারবেন নিচের দেওয়া নিয়মে।

ইপএস টপিক ডাউনলোড প্রবেশ পত্র