BOESL EPS Korea UBT Lottery Registration (Apply) 2024 ভিজিট করুণ এখানে। সহজেই আবেদন করুণ এখান থেকে eps.boesl.gov.bd সাইটে ভিজিট করে অনলাইন নিবন্ধন সম্পূন করুণ। কোরিয়া যাহারা আবেদন করবেন এখান থেকে সহজেই আবেদন করুণ। আবেদন করার কয়েকটি মাধ্যম আছে। যেহেতু অনলাইনে আবেদন সময় সব গুল সার্ভার লোড থাকবে তাই আপনি সহজেই আবেদন করতে কয়েকটি আবেদন লিঙ্ক দেখে নিতে পারেন এখান থেকে। প্রথম ধাপে-কোরিয়ান সাধারণ (লটারি) অনলাইন নিবন্ধন ০৪ মার্চ ২০২৪ সকাল ১০টা থেকে ০৫ মার্চ ২০২৪ তারিখ ৫টা পর্যন্ত
BOESL EPS Korea UBT Registration Apply Now
কোরিয়া অনলাইন নিবন্ধন যা যা লাগবেঃ
১। প্রার্থী নিজের নাম ও জন্ম তারিখ
২। প্রার্থী জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
৩। প্রার্থী পাসপোর্ট এর স্ক্যান কপি
৪। প্রার্থী পাসপোর্ট সাইজের ছবি
৫। এসএসসি পাসের সাল
৬। ইমেইল এড্রেস
৭। মোবাইল নাম্বার
৮। মাতার নামঃ
৯। মায়ের জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ
১০। পিতার নাম
১১। পিতার জাতীয় পরিচয় পত্র নাম্বারঃ
বোয়েসেল কোরিয়া UBT EPS Online Registration 2024 eps.boesl.gov.bd
কোরিয়া চূডান্ত নিবন্ধনের জন্য পদের সংখ্যা
এইচআরডি কোরিয়ার চাহিদা অনুযায়ী,নিম্নলিখিত দুই ধাপে মোট-৪৩০৫২ (চল্লিশ হাজার বায়ান্ন) প্রার্থীকে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা নিম্নরূপ:
1. কোরিয়ান ভাষার দক্ষতার বিশেষ ব্যবস্থায় ৩০,৬৫২ (উৎপাদন শিল্প-১৭৪৬০, মৎস্য- ৭৭৬০ এবং নির্মাণ-৪২৬৮ এবং জাহাজ নির্মাণ-১১৬৪);
2. লটারি পদ্ধতিতে ১২,৪০০ (উৎপাদন শিল্প)।
3. প্রার্থীরা যেকোনো পর্যায়ে আবেদন করতে পারবেন।
4. যদি কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করেন, তাহলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
বোয়েসেল ওয়েবসাইট বিস্তারিত দেখতে ভিজিট করুণ
বোয়েসেল কোরিয়া নিবন্ধনের জন্য পদ্ধতি
ধাপ ১ঃ
- ইপিএস কোরিয়া ভাষা পরীক্ষার নিবন্ধন এর জন্য প্রার্থী গন প্রথমে আপনি অনলাইনে এই ওয়েবসাইটে eps.boesl.gov.bd প্রবেশ করুন. এরপর নীচের ইমেজের মত নতুন একটি পেজ ওপেন হবে।
- এখানে পাসপোর্ট নাম্বার এবং একটি ক্যাপচার কোড লিখুন এবং পরবর্তীতে দাপের জন্য সাবমিট বাটনে ভিজিট করুন।
ধাপ ২ঃ
- দ্বিতীয় ধাপে নিচের দেওয়া সকল তথ্য সঠিক ভাবে পূরন করুণ,
- এখানে আপনার নাম, মায়ের নাম, মায়ের এনআইডি নম্বর, পিতার নাম, পিতার এনআইডি নম্বর, লিঙ্গ, আপনার জন্ম তারিখ। লিখুন।
- যদি পিতা মাথা এইআইডি না থাকে তাহলে নিকট আত্নীয় কারো নাম লিখুন এবং সম্পর্ক লিখুন।
EPS TOPIK koria UBT Lottery Registration 2024: Click Here
ধাপ ৩ঃ
- প্রাথীর এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ইমেইল, পাসপোট স্ক্যান কপি, প্রাথীর রঙ্গিন ছবি স্ক্যান কপি, নিজ জেলা ও উপজেলা নির্বাচন করুণ।
- কোরিয়া ভাষা কোথা শিখছেন তা নির্বাচন করে দিন এবং এসএসসি পরীক্ষার সাল নির্বাচন করুণ।
- ভালো করে সকল তথ্য যাচাই করে এবং সাবমিট বাটনে ভিজিট করুণ।
বোয়েসেল অনলাইন নিবন্ধন এর জন্য: Click Here
ধাপ ৪ঃ
- আপনার আবেদন সম্পূর্ণ হয়েছে, এবার এখানে পাওয়া এপ্লিকেশন নাম্বারটি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিন।
- বিকাশ এপস এর মাধ্যমে ৩৭৪০ টাকা এবং সার্ভিস চার্জ ৪২টাকা ৭২ পয়সা সহ প্রদান করুণ।
- ফি প্রদান সম্পূর্ণ হলে আপনি এপলিকেশন আইডি দিয়ে আবার ভিজিট করুণ দেখবেন প্রবেশ পত্র ডাউনলোড করার অপসান পাবেন।
- এখান থেকে প্রবেশ পত্র ডাউনলোড করে রাখুন।
প্রবেশ পত্র ডাউনলোড করতে ভিজিট করুণ এখানে
এছাডা আবেদন এর পরে আপনাকে কয়েকটি পব্ধতি দেখে নিতে পারেন। আপনি আশা করি এখান থেকে সহজেই আবেদন ফি জমা দিতে পারবেন। আসুন আমরা একে একে আবেদন এর নিয়ম কানুন জানি এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করি।
BOESL Lottery Result 2024
Primary Registration Language Expert EPS-TOPIK | : | 20 , 21 February 2024 |
General (lottery) prospective registration UBT | : | 4, 5 March, 2024 |
General (lottery) Lottery Draw and Result | : | 11 June, 2024 11am |
Final Registration of EPS-TOPIK | : | 13 June, 2024 |
Examination Date (As per Individuals) | : | 3rd April, 2024 |
EPS-TOPIK Program Date | : | 25 July – 13 September, 2024 |
EPS-TOPIK Final Result | : | 22 Sep, 2024 |
বোয়েসেল মাধ্যমে কোরিয়া রেজিস্ট্রেশন করবেন যেভাবে।
সহজেই আবেদন করতে আপনাকে যে পব্ধতি অনুসরণ করতে হবে তা দেখতে এখানে ভিজিট করুণ। আশা করি আপনি সহজেই এখান থেকে রেজিষ্টেশন সম্পূর্ণ করতে পারবেন। আসুন সবার আগে রেজিষ্টেশন সম্পূর্ণ করি। যারা কোরিয়ান ভাষা পারদর্শী তাহারা ২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টা থেকে আবেদন করুণ। নিচের দেওয়া লিংকে ভিজিট করে সরাসরি আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে আমাদের এই পোষ্ট থেকে সব কিছু জেনে নিন।
BOESL EPS Korea proficient in languages UBT Registration Apply Now
EPS TOPIK UBT Lottery Registration 2024
আপনি যদি আবেদন দাখিল করতে ইচ্ছুক হন, তবে আপনাকে প্রথমে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের জন্য আপনি বিকাশ পেমেন্ট সিস্টেম ব্যবহার করতে পারেন। আপনি বিকাশ থেকে একটি ট্রানজেকশন আইডি (Transaction ID) পেতে পারবেন। এই ট্রানজেকশন আইডি এবং আপনার পাসপোর্ট নম্বর ইনপুট দিয়ে আপনার আবেদন জমা দিতে হবে।
ইপিএস নিবন্ধন বা আবেদন Click Here
ইপিএস নিবন্ধন বা আবেদন সাবমিট করতে visit Here
ইপিএস ট্রফিক পরীক্ষা ধরন
প্রথম রাউন্ড পরীক্ষা: (ইপিএস ট্রফিক)ঃ ১০০ মার্ক পরীক্ষার সময়ঃ ৫০ মিনিট
- রিডিং ২০টি প্রশ্ন ২৫ মিনিট
- লিসেনিং ২০টি প্রশ্ন ২৫ মিনিট
পরীক্ষার ধরন নৈবিত্তিক প্রশ্ন রিডিং ও লিসেনিং এর মাঝে কোন বিরতি নেই। পয়েন্ট বন্টন ১০০ পয়েন্ট সংখ্যা চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর সংখ্যা .১.১ গুণ উত্তীর্ণ হওয়ার জন্য নূন্যতম ৫৫ নম্বর লাগবে।
দ্বিতীয় রাউন্ড পরীক্ষা: (ইপিএস ট্রফিক) স্কিল টেস্টঃ ১০০ মার্ক পরীক্ষা
ইন্ডাস্ট্রি | মোট নম্বর | শারীরিক সক্ষমতা | ইন্টারভিও | বেসিক স্কিল |
মেনুফেকচারিং | ১০০ | ৩০ | ৩০ | ৪০ |